আবির আহসান রুদ্র
প্রযুক্তির এই যুগে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রায় সব ধরনের বার্তা অ্যাপটিতে আদান-প্রদান হয়। ব্যক্তিগত বা গোপনীয় বার্তা যাতে কেউ দেখতে না পারে, সে জন্য সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
যা থাকছে নতুন ফিচারে
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট লক করে রাখা যাবে। এ জন্য নির্ধারিত বার্তাগুলো বাছাই করার পর লক করে নিলেই সেগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে। পুনরায় লক করা বার্তাগুলো দেখতে হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকে গোপন ফোল্ডারটিতে যেতে হবে। এরপর পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ডেটা দিয়ে সুরক্ষিত ফোল্ডার থেকে বার্তাগুলো আনলক করা যাবে।
যদি কোনো লক করা চ্যাটে পুনরায় বার্তা আসে, তবে ওই বার্তা ডিভাইসের নোটিফিকেশনে দেখাবে না। তার মানে, মোবাইল ফোন যদি অন্য কারও হাতে থাকে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপে লক করা কোনো বার্তাই মোবাইল ফোনে দেখা যাবে না। ফলে অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপে ঢুকে লক করা বার্তা দেখতে পারবে না।
চ্যাট লক ব্যবহার কেন জরুরি
নতুন আসা এই ফিচার অ্যাপটির কোনো নিরাপত্তাবিষয়ক আপডেট নয়। এটি মূলত বার্তাগুলো নিরাপদ রাখার ফিচার। এর মূল উদ্দেশ্য, অনেক সময় আমাদের হাতের স্মার্টফোন নানা কারণে অন্যের হাতে থাকে। আর তখনই দেখা যায়, হুট করে ব্যক্তিগত কিংবা গোপনীয় বার্তা চলে আসে। এতে বিব্রত হওয়ার পাশাপাশি গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে চ্যাট লক হতে পারে ভালো সমাধান।
ফিচারটি কখন চালু হবে
গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি চালু করে। মেটার ঘোষণা অনুযায়ী, ফিচারটি সারা বিশ্বে চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় এখনই তা চালু হচ্ছে না। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে বেশ কিছুদিন সময় লাগবে।
খুব শিগগির চ্যাট লকের সহযোগী আরও কিছু ফিচার নিয়ে আসছে মেটা। যেমন ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসের জন্য চ্যাট লকের ব্যবস্থা। এ ছাড়া চ্যাট লকের জন্য আলাদা পাসওয়ার্ড চালু করার কথাও ভাবছে মেটা। এই ফিচার চালু হলে আর ফোন লকের পাসওয়ার্ডের ওপর হোয়াটসঅ্যাপকে নির্ভর করতে হবে না।
প্রযুক্তির এই যুগে বার্তা পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রায় সব ধরনের বার্তা অ্যাপটিতে আদান-প্রদান হয়। ব্যক্তিগত বা গোপনীয় বার্তা যাতে কেউ দেখতে না পারে, সে জন্য সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
যা থাকছে নতুন ফিচারে
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো ব্যক্তিগত বার্তা ও গ্রুপ চ্যাট লক করে রাখা যাবে। এ জন্য নির্ধারিত বার্তাগুলো বাছাই করার পর লক করে নিলেই সেগুলো বিশেষভাবে সুরক্ষিত ফোল্ডারে চলে যাবে। পুনরায় লক করা বার্তাগুলো দেখতে হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকে গোপন ফোল্ডারটিতে যেতে হবে। এরপর পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ডেটা দিয়ে সুরক্ষিত ফোল্ডার থেকে বার্তাগুলো আনলক করা যাবে।
যদি কোনো লক করা চ্যাটে পুনরায় বার্তা আসে, তবে ওই বার্তা ডিভাইসের নোটিফিকেশনে দেখাবে না। তার মানে, মোবাইল ফোন যদি অন্য কারও হাতে থাকে, তাতেও চিন্তার কোনো কারণ নেই। হোয়াটসঅ্যাপে লক করা কোনো বার্তাই মোবাইল ফোনে দেখা যাবে না। ফলে অন্য কেউ চাইলেও হোয়াটসঅ্যাপে ঢুকে লক করা বার্তা দেখতে পারবে না।
চ্যাট লক ব্যবহার কেন জরুরি
নতুন আসা এই ফিচার অ্যাপটির কোনো নিরাপত্তাবিষয়ক আপডেট নয়। এটি মূলত বার্তাগুলো নিরাপদ রাখার ফিচার। এর মূল উদ্দেশ্য, অনেক সময় আমাদের হাতের স্মার্টফোন নানা কারণে অন্যের হাতে থাকে। আর তখনই দেখা যায়, হুট করে ব্যক্তিগত কিংবা গোপনীয় বার্তা চলে আসে। এতে বিব্রত হওয়ার পাশাপাশি গোপন তথ্য প্রকাশ হওয়ার ঝুঁকি থেকে যায়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে চ্যাট লক হতে পারে ভালো সমাধান।
ফিচারটি কখন চালু হবে
গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচারটি চালু করে। মেটার ঘোষণা অনুযায়ী, ফিচারটি সারা বিশ্বে চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় এখনই তা চালু হচ্ছে না। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে বেশ কিছুদিন সময় লাগবে।
খুব শিগগির চ্যাট লকের সহযোগী আরও কিছু ফিচার নিয়ে আসছে মেটা। যেমন ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসের জন্য চ্যাট লকের ব্যবস্থা। এ ছাড়া চ্যাট লকের জন্য আলাদা পাসওয়ার্ড চালু করার কথাও ভাবছে মেটা। এই ফিচার চালু হলে আর ফোন লকের পাসওয়ার্ডের ওপর হোয়াটসঅ্যাপকে নির্ভর করতে হবে না।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২৩ মিনিট আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
২ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৫ ঘণ্টা আগে