প্রযুক্তি ডেস্ক
এবার টুইটার ছাড়লেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি।
বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, গত মাস থেকে টুইটার কোভিড-১৯ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন।
এলটন গত ৯ ডিসেম্বর এক টুইটে লিখেছেন, ‘আমার সারা জীবন মানুষকে একত্রিত করার জন্য সংগীতকে ব্যবহারের চেষ্টা করেছি। এটা দেখে আমার খারাপ লাগে যে, কীভাবে ভুল তথ্য এখন আমাদের বিশ্বকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, টুইটার আর ব্যবহার করব না। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক পরিবর্তিত নীতির কারণে ভুয়া তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই প্রকাশের সুযোগ পাবে।’ এটিকেই এলটন জনের শেষ টুইট বলে ধারণা করা হচ্ছে।
এলটনের পোস্টের নিচেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি আপনার গান পছন্দ করি। আশা করি, আপনি ফিরে আসবেন। টুইটারে কি এমন কোনো ভুল তথ্য রয়েছে যা নিয়ে আপনি বিশেষভাবে উদ্বিগ্ন?’
গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণাবাচক বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটার ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম।
এবার টুইটার ছাড়লেন জনপ্রিয় ইংরেজ গায়ক স্যার এলটন জন। ইলন মাস্ক টুইটার কেনার পর মাইক্রো ব্লগিং সাইটটির কিছু নীতি পরিবর্তন মেনে নিতে পারেননি তিনি।
বিবিসির এক প্রতিবেদনে অনুযায়ী, গত মাস থেকে টুইটার কোভিড-১৯ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দিয়েছে। এলটনের টুইটার ত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় মাস্ক বলেছেন, তাঁর আশা, এই তারকা টুইটারে ফিরে আসবেন।
এলটন গত ৯ ডিসেম্বর এক টুইটে লিখেছেন, ‘আমার সারা জীবন মানুষকে একত্রিত করার জন্য সংগীতকে ব্যবহারের চেষ্টা করেছি। এটা দেখে আমার খারাপ লাগে যে, কীভাবে ভুল তথ্য এখন আমাদের বিশ্বকে বিভক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, টুইটার আর ব্যবহার করব না। প্ল্যাটফর্মটির সাম্প্রতিক পরিবর্তিত নীতির কারণে ভুয়া তথ্য কোনো প্রকার যাচাই ছাড়াই প্রকাশের সুযোগ পাবে।’ এটিকেই এলটন জনের শেষ টুইট বলে ধারণা করা হচ্ছে।
এলটনের পোস্টের নিচেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি আপনার গান পছন্দ করি। আশা করি, আপনি ফিরে আসবেন। টুইটারে কি এমন কোনো ভুল তথ্য রয়েছে যা নিয়ে আপনি বিশেষভাবে উদ্বিগ্ন?’
গত ২ ডিসেম্বর দুটি পর্যবেক্ষক গোষ্ঠী একটি গবেষণা প্রকাশ করে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এবং অ্যান্টি-ডিফেমেশন লিগ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মাস্ক টুইটারের নেতৃত্ব নেওয়ার পর থেকে টুইটারে ঘৃণাবাচক বক্তব্যের পরিমাণ নাটকীয়ভাবে বেড়েছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট জানায়, এই সময়টায় টুইটারে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দের দৈনিক ব্যবহার চলতি বছরের গড়ের চেয়ে তিনগুণ বেড়েছে। এ ছাড়া, সমকামী ব্যক্তি এবং ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে অপমানজনক বাক্যের ব্যবহারও যথাক্রমে ৫৮ এবং ৬২ শতাংশ বেড়েছে।
এর আগে, গত মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন চলাকালীন টুইটার ভুয়া তথ্যে সয়লাব হওয়ার অভিযোগ জানায় ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ। তারা জানায়, টুইটার ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিয়েছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাঁদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হয়েছে।
উল্লেখ্য, ইলন মাস্ক টুইটার কেনার পর বেশ কয়েকজন তারকা ও সেলিব্রিটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিকে বিদায় জানিয়েছেন। জিম ক্যারি, হুপি গোল্ডবার্গ, শোন্ডা রাইমস, জিজি হাদিদ, টনি ব্র্যাক্সটন, সারা ব্যারেলিস, জামিলা জামিল তাঁদের মধ্যে অন্যতম।
কোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
১ ঘণ্টা আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৬ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২১ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে