Ajker Patrika

ভুল তথ্য শনাক্তে পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া, গুজব বেশি ছড়ায় ময়মনসিংহে: জরিপ

রিদওয়ানুল ইসলাম, ঢাকা
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০০: ১৪
ভুল তথ্য শনাক্তে পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া, গুজব বেশি ছড়ায় ময়মনসিংহে: জরিপ

বাংলাদেশের তিনটি জেলার মধ্যে মিস ইনফরমেশন বা ভুল তথ্য সম্পর্কে তুলনামূলক কম ধারণা রাখে পূর্বাঞ্চলীয় জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। জেলাটির মাত্র ২০ শতাংশ মানুষ মিস ইনফরমেশন বা ভুল তথ্য সম্পর্কে ধারণা রাখেন। আবার, জেলাটির মাত্র ৩৬ শতাংশ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তথ্য শেয়ারের আগে যাচাই করে নেন। ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণের ভিত্তিতে করা একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে।

আজ বুধবার ‘সোশ্যাল অ্যান্ড ডিজিটাল মিডিয়া ইন বাংলাদেশ: অ্যান অ্যানালাইসিস অব ইউজার’স বিহেভিয়ার ইন ঢাকা, ময়মনসিংহ অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট’ শিরোনামে জরিপ প্রতিবেদনটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে জরিপটি পরিচালনা করে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। জরিপটি করেন ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সভাপতি ড. শেখ মোঃ শফিউল ইসলাম ও সাকমিডের প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান।

ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শ্রেণি–পেশার ৪০০ ব্যক্তির ওপর চালানো সমীক্ষার ভিত্তিতে পাওয়া ফলাফল, ৬টি ফোকাস গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনা এবং তিনটি জেলার সংশ্লিষ্ট ২৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির দীর্ঘ সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়। সমীক্ষায় দেখা যায়, গবেষণায় অংশ নেওয়া তিনটি জেলার শতকরা ৭০ জন প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯২ শতাংশ মানুষ ব্যবহার করেন ফেসবুক। এরপরই আছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ। এই দুটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যথাক্রমে ৮০ শতাংশ এবং ২৭ শতাংশ মানুষ। 

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সাড়ে ৭৮ শতাংশ ফেসবুককেই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বলে মনে করেন। ইউটিউবকে তথ্যের বিশ্বাসযোগ্য উৎস মনে করেন ৭১ শতাংশ এবং নিউজ পোর্টালকে বিশ্বাসযোগ্য মনে করেন ৩৭ শতাংশ। খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের তথ্য পেতে এই তিন জেলার ৬০ শতাংশ মানুষ সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন। সাড়ে ৫২ শতাংশ ব্যবহার করেন শিক্ষা সংক্রান্ত খবর পেতে এবং ৪৯ শতাংশ অংশগ্রহণকারী রাজনীতি ও নির্বাচনের খবরাখবর পেতে সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন।

2জরিপটিতে জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সমীক্ষায় অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার ৪৪ শতাংশ মনে করেন, যেহেতু তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, তাই তাঁরা তাঁদের ইচ্ছামতো যেকোনো পোস্ট করতে পারেন। জরিপে অংশ নেওয়া জেলাটির মাত্র ২০ শতাংশ মানুষ মিস ইনফরমেশন বা ভুল তথ্য সম্পর্কে ধারণা রাখেন। তবে ভুল তথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন সমীক্ষায় অংশ নেওয়া জেলাটির মাত্র ২ শতাংশ মানুষ। 

আবার সমীক্ষায় অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার ৩৯ শতাংশ মানুষ ডিস ইনফরমেশন বা কুতথ্য সম্পর্কে ধারণা রাখেন। তবে জেলাটির ৩৩ শতাংশ মানুষ কুতথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন। জরিপে অংশগ্রহণকারী জেলাটির মাত্র ৩৬ শতাংশ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই করে নেন। এই হার জরিপের আওতাধীন তিন জেলার মধ্যে সর্বনিম্ন।

মিস ইনফরমেশন বা ভুল তথ্য হলো, যিনি তথ্যটি ছড়াচ্ছেন, তিনি জেনে ছড়াচ্ছেন, নাকি না জেনে, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। আর ডিস ইনফরমেশন বা কুতথ্য হলো, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বা পক্ষপাতমূলক তথ্য প্রচার, খণ্ডিত বা বিকৃত বক্তব্য বা তথ্য তুলে ধরা বা প্রোপাগান্ডা (অপপ্রচার)। 

DHAKAজরিপ প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ সম্পর্কে বলা হয়েছে, এই জেলার মানুষ দেশের অন্যান্য অংশের চেয়ে বেশি ধার্মিক। তাঁরা ইসলামি অনুশাসন কঠোরভাবে মেনে চলেন। তাই তাঁরা ধর্মীয় যেকোনো তথ্য যাচাই ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শেয়ার এবং সংরক্ষণ করেন। এ প্রসঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে জেলাটির একজন ইমাম বলেন, সাংস্কৃতিক চর্চার অভাব ধর্মীয় উগ্রতাকে উসকে দেয় এবং এর ফলে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক সময় ধর্মীয় গুজবও ছড়ায়। 
 
এদিকে ঢাকার ৪৩ শতাংশ মনে করেন, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যা ইচ্ছা তা–ই পোস্ট করতে পারেন। জরিপে অংশ নেওয়া জেলাটির মাত্র ৩১ শতাংশ মানুষ মিস ইনফরমেশন বা ভুল তথ্য সম্পর্কে ধারণা রাখেন। তবে ভুল তথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন সমীক্ষায় অংশ নেওয়া জেলাটির মাত্র ৪ শতাংশ মানুষ। আবার সমীক্ষায় অংশ নেওয়া ঢাকার ৩৯ শতাংশ মানুষ ডিস ইনফরমেশন বা কুতথ্য সম্পর্কে ধারণা রাখেন। জেলাটির ৩৩ শতাংশ মানুষ কুতথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন। 

জরিপে অংশগ্রহণকারী জেলাটির মাত্র ৪৬ শতাংশ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো তথ্য শেয়ারের আগে যাচাই করে নেন। সমীক্ষার ফলাফলে দেখা যায়, রাজধানী ঢাকার বাসিন্দা হিসেবে এ সমীক্ষায় অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়া কনটেন্ট সম্পর্কে তুলনামূলক সচেতন। তবে বাকি দুই জেলার মতো ঢাকাতেও অনেকের মধ্যে ভুল তথ্য শেয়ারের মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা রয়েছে। 

3এদিকে ময়মনসিংহের ৫৭ শতাংশ মানুষ মনে করেন, নিজের অ্যাকাউন্টে ইচ্ছামতো যেকোনো পোস্ট করতে পারেন। জরিপে অংশ নেওয়া জেলাটির মাত্র ২৮ শতাংশ মানুষ মিস ইনফরমেশন বা ভুল তথ্য সম্পর্কে ধারণা রাখেন। ভুল তথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন সমীক্ষায় অংশ নেওয়া জেলাটির মাত্র ৬ শতাংশ মানুষ। 

আবার সমীক্ষায় অংশ নেওয়া ময়মনসিংহের ৪৩ শতাংশ মানুষ ডিস ইনফরমেশন বা কুতথ্য সম্পর্কে ধারণা রাখেন। জেলাটির ২৬ শতাংশ মানুষ কুতথ্য যথাযথভাবে শনাক্ত করতে পারেন। জরিপে অংশগ্রহণকারী জেলাটির মাত্র ৪২ শতাংশ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো তথ্য শেয়ারের আগে যাচাই করে নেন।

জরিপ প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ময়মনসিংহে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। ফলে গণমাধ্যম সাক্ষরতার অভাব থাকায় জেলাটির অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়াকে সংবাদমাধ্যমের মতো বিশ্বাস করেন। 

জেলাটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারে উঠে এসেছে, এখানকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতন নন। তাঁরা খুব সহজেই সোশ্যাল মিডিয়ার কনটেন্ট বিশ্বাস করেন এবং কখনো কখনো যাচাই ছাড়াই শেয়ার করেন। এই অঞ্চলের কিশোর–তরুণেরা বাকি দুই জেলার চেয়ে বেশি গুজব ছড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হেমন্তের সকালে দুধ লাউ

ফিচার ডেস্ক, ঢাকা 
দুধ লাউ।
দুধ লাউ।

রোজ সকালে রুটি-সবজি খেতে কার ভালো লাগে! একদিন না হয় হেমন্তের মিঠে রোদমাখা সকালে নাশতার টেবিলে রাখুন দুধ লাউ আর ফুলকো লুচি। আপনাদের জন্য দুধ লাউয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

কচি লাউ অর্ধেকটা বা ১ কাপ, তরল দুধ ১ লিটার, চিনি পৌনে ১ কাপ, লবণ ১ চিমটি, এলাচি ও দারুচিনি আধা পিস করে, কিশমিশ ১০ থেকে ১২টা, বাদাম কুচি সাজানোর জন্য।

দুধ লাউয়ের সঙ্গে রাখুন ফুলকো লুচি।
দুধ লাউয়ের সঙ্গে রাখুন ফুলকো লুচি।

প্রণালি

লাউয়ের খোসা ফেলে মিহি কুচি করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে দুধ দিয়ে ফুটে উঠলে এলাচি ও দারুচিনি, লবণ, লাউ, চিনি দিয়ে অনবরত নেড়ে নিন। ঘন হয়ে এলে কিশমিশ দিয়ে নামিয়ে নিন। সার্ভিং ডিশে ঢেলে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু দুধ লাউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

আজকের পত্রিকা ডেস্ক­
আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

মেষ: আজ আপনার এনার্জি থাকবে তুঙ্গে। তাই সাবধানে থাকুন, অতিরিক্ত এনার্জি দিয়ে যেন আবার কারও সঙ্গে ঝগড়া না করে বসেন! প্রেম জীবন ভালো যাবে, তবে বেশি ফ্লার্ট করতে গিয়ে বসের সঙ্গে ঝামেলা বাঁধাবেন না যেন!

বৃষ: আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। মানে, আপনার ওয়ালেট আজ আপনাকে বলবে, ‘আজ একটু আরাম করতে দাও প্লিজ, কাল দেখব!’ ফালতু খরচ থেকে দূরে থাকুন। রেগে গেলে কিন্তু মুড়ি-মুড়কির মতো টাকা খরচ হবে।

মিথুন: যোগাযোগের দিন আজ! তবে খেয়াল রাখবেন, মুখ ফসকে যেন এমন কিছু বলে না দেন যাতে আপনার বন্ধুরা আপনাকে ‘মীরজাফর’ বলে ডাকে! আর যদি দেখেন আপনার প্রিয়জন আপনাকে কিছু বলছে না, তাহলে বুঝবেন নিশ্চয়ই কিছু একটা লুকানো হচ্ছে!

কর্কট: পারিবারিক শান্তি বজায় রাখতে গিয়ে আজ হিমশিম খাবেন। মনে হবে যেন আপনি কোনো চিড়িয়াখানায় দাঁড়িয়ে আছেন, যেখানে সবাই শুধু চেঁচাচ্ছে। রাতে ভালো করে ঘুমান, না হলে সকালে দেখবেন আপনার মুড ‘দাদাগিরি’ করার মতো হয়ে গেছে।

সিংহ: আজ আপনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করবেন। তবে সবার কাছে গিয়ে যদি বলেন, ‘আমিই আসল বস!’ , তাহলে আপনার কপালে দুঃখ আছে! কাজের জায়গায় একটু নমনীয় হন, না হলে লোকে আপনাকে ‘হিটলার’ ভেবে বসবে।

কন্যা: সবকিছু নিখুঁত করার নেশা আজ আপনাকে চেপে ধরবে। অফিসের ফাইল থেকে শুরু করে আলুর চিপসের প্যাকেট পর্যন্ত সবকিছু আপনার কাছে ‘পারফেক্ট’ চাই। এতে চারপাশে লোক কমবে, তাই একটু ছাড় দিন নিজেকে!

তুলা: আজ দিনটি ভালোবাসার জন্য একদম পারফেক্ট। তবে ভালোবাসার মানুষটির সঙ্গে ঝগড়া হলে, নিজেকে সামলান। না হলে আপনার ‘ব্যাংক ব্যালেন্স’ একেবারে বিগড়ে যাবে! সন্ধ্যায় পছন্দের খাবার খান, মন ভালো হবে।

বৃশ্চিক: গোপনীয়তা বজায় রাখা আজ আপনার জন্য খুব জরুরি। আপনার গোপন তথ্য যদি আজ ফাঁস হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার সর্বনাশ! তাই নিজের ফোনটা আজ সাবধানে রাখুন, আর কাউকে হাত দিতে দেবেন না।

ধনু: অ্যাডভেঞ্চার আর ভ্রমণের নেশা আজ আপনাকে পাগল করে তুলবে। তবে বিদেশ ভ্রমণে না গিয়ে, না হয় আজ আশপাশের কোনো চায়ের দোকান থেকে ঘুরে আসুন! তাতে মনও ভালো হবে, আর পকেটও বাঁচবে!

মকর: কাজের প্রতি আপনার মনোযোগ আজ প্রশংসিত হবে। তবে অতিরিক্ত কাজ করতে গিয়ে নিজেকে ‘যন্ত্রমানব’ বানিয়ে ফেলবেন না। ছুটির দিনেও যদি কাজ করেন, তাহলে আপনার পার্টনার আপনাকে সত্যি সত্যি ‘রোবট’ ভেবে বসতে পারে!

কুম্ভ: আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবেন। কিন্তু আড্ডায় বেশি জ্ঞান দিতে যাবেন না। তাতে দেখবেন, বন্ধুরাই আপনাকে ‘গ্রহরাজ’ বলে খেপাচ্ছে! একটু সহজ হন, মজা করুন!

মীন: আজ আপনার মন খুব উড়ু উড়ু থাকবে। দিবাস্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে যেন পকেটমার না হয়ে যান! ‘কল্পনার জগতে’ বেশি ডুবে থাকবেন না। বাস্তবের দিকে নজর দিন। না হলে গুরুত্বপূর্ণ কিছু মিস করে যেতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চুলে তেল মাখলে কী করবেন ও কী করবেন না

সানজিদা সামরিন, ঢাকা 
তেল যেমন চুলের গোড়া মজবুত করে, তেমনি বাড়ায় ঔজ্জ্বল্য। মডেল: সুমাইয়া, ছবি: মঞ্জু আলম
তেল যেমন চুলের গোড়া মজবুত করে, তেমনি বাড়ায় ঔজ্জ্বল্য। মডেল: সুমাইয়া, ছবি: মঞ্জু আলম

শত শত বছর ধরে মানুষ কেশচর্চার অংশ হিসেবে চুলে নানা রকম তেল ব্যবহার করে আসছে। তেল চুলের জন্য ভীষণ উপকারী, এ কথা কে না জানে? তেল যেমন চুলের গোড়া মজবুত করে, তেমনি বাড়ায় ঔজ্জ্বল্য। এ ছাড়া নিয়মিত তেল ব্যবহারের ফলে মাথার ত্বকও থাকে সুস্থ। কিন্তু তেল চুল ও মাথার ত্বকের জন্য কতখানি উপকারী, তা নির্ভর করছে আপনি কীভাবে ব্যবহার করছেন তার ওপর। চুলের তেল মাখার ক্ষেত্রে যেসব বিষয় মেনে চলবেন ও যা বর্জন করতে হবে, তা জেনে নিন।

যা করবেন

সঠিক তেল নির্বাচন করুন

চুলের যত্নে সঠিক তেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের তেল রয়েছে। প্রতিটি তেলই আবার গুণের দিক থেকে আলাদা। চুলের কোন সমস্যার জন্য কোন তেল বেছে নিতে হবে, তা আগে বুঝতে হবে। যেমন নারকেল ডিপ ক্লিনজিংয়ের জন্য খুবই ভালো। অন্যদিকে আরগান তেল চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়, পেঁয়াজের তেল চুল গজাতে ও বড় করতে সহায়তা করে। চুলের কোন সমস্যার জন্য কোন তেল ব্যবহার করতে হবে, সেটা বুঝে তেল বাছাই করুন।

মাথার ত্বকের ধরন অনুসারে সঠিক তেল নির্বাচন করুন। ছবি: পেক্সেলস
মাথার ত্বকের ধরন অনুসারে সঠিক তেল নির্বাচন করুন। ছবি: পেক্সেলস

মাথার ত্বক, চুলের দৈর্ঘ্য ও ডগায় তেল দিন

চুলে তেল ব্যবহারের সময় অবশ্যই গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে মাখুন। এতে করে তেলের পুষ্টি মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলই পাবে। চুল ফিরে পাবে প্রয়োজনীয় আর্দ্রতা ও কোমলতা।

আলতো হাতে ম্যাসাজ করুন

মাথার ত্বকে তেল দিয়ে আঙুলের ডগার সাহায্যে আলতো করে ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। আপনার মাথার ত্বকে নখের আঁচড় যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে তেলের পুষ্টি মাথার ত্বক খুব ভালোভাবে শুষে নিতে পারবে। চুলেও ছড়িয়ে পড়বে জেল্লা।

চুলে তেল মেখে কয়েক ঘণ্টা রাখুন

চুলে তেল মাখার পর ৩ থেকে ৪ ঘণ্টা রাখতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। চুল যদি খুব বেশি শুষ্ক বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভালোভাবে তেল ম্যাসাজ করে সারা রাত রেখে দিন। সকালে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার দিলেই চুল মসৃণ দেখাবে।

যা করবেন না

অতিরিক্ত তেল ব্যবহার এড়িয়ে চলুন

অতিরিক্ত তেল ব্যবহার করলে চুলের গোড়ায় ময়লা জমার আশঙ্কা থাকে। আর এই ময়লা থেকেই হতে পারে সংক্রমণ। কারণ অতিরিক্ত তেল ব্যবহারের ফলে শ্যাম্পু করে যদি বাড়তি তেল তুলে ফেলা না যায়, তাহলে পরবর্তী সময়ে ধুলাবালু ও দূষণ খুব সহজেই চুলে আটকে থাকে। এর ফল কিন্তু ভালো হয় না।

তৈলাক্ত চুলে বেশিক্ষণ তেল রাখবেন না

যাঁদের চুল প্রাকৃতিকভাবেই তৈলাক্ত, তাঁরা দীর্ঘক্ষণ চুলে তেল রাখলে ভালোর পরিবর্তে খারাপই হতে পারে। এতে করে মাথার ত্বকে প্রাকৃতিক তেল ও ব্যবহৃত তেল জমা হয়ে ছিদ্র বন্ধ করে দিতে পারে। এতে খুশকি ও চুলকানি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ ছাড়া অতিরিক্ত তেল জমা হলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে।

চুল ধুতে গরম পানি ব্যবহার করবেন না

অনেকের ধারণা, চুলে তেল মাখার পর কুসুম গরম পানি ব্যবহার করলে সহজে তেল অপসারিত হয়। কিন্তু চুলে কেবল ঠান্ডা পানিই ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে। তাতে চুল হয়ে উঠতে পারে অতিরিক্ত শুষ্ক।

অতিরিক্ত সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না

সোডিয়াম লরেল সালফেট ও সোডিয়াম লরেথ সালফেট, সাধারণত এই দুই ধরনের সালফেট শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। শ্যাম্পু করার সময় যদি অল্পতেই মাথায় ফেনা হয়, তা হলে বুঝতে হবে সেই শ্যাম্পুতে যথেষ্ট পরিমাণ সালফেট রয়েছে। মাথার ত্বক খুব ভালো করে পরিষ্কার করতে পারলেও স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে এ সালফেট ক্ষতিকর হতে পারে। মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে ওঠার জন্যও এটি দায়ী। এ ছাড়া, চড়া গন্ধযুক্ত ও ‘আলফা-হাইড্রক্সি অ্যাসিড’ রয়েছে এমন প্রসাধনী ব্যবহার করা ভালো। ত্বকে র‍্যাশ, চুলকানি, লালচে ভাব বা কোনো সংক্রমণ থাকলে এই রাসায়নিকনির্ভর প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। নয়তো মাথার ত্বকে তেল মেখে উপকার পাওয়া যাবে না।

এসব নিয়ম মেনে যদি তেল ব্যবহার করেন, তাহলে চুলের শুষ্কতা দূর হবে, চুলও হয়ে উঠবে ঝলমলে।

সূত্র: হেলথলাইন, স্কিনক্র‍্যাফট ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মৌসুমি রোগবালাই থেকে বাঁচতে চৌদ্দ শাক খাবেন যেভাবে

ফিচার ডেস্ক
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে। শহুরে জীবনে এ ধরনের নিয়ম হয়তো অনেকেই জানেন না বা মেনে চলেন না। তবে গ্রামাঞ্চলে ঠিকই মৌসুমভেদে ভিন্ন ভিন্ন খাবারদাবারের আয়োজন থাকে প্রায় প্রতিটি বাড়িতেই। আজ থাকছে চৌদ্দ শাক রান্নার রেসিপি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

শজনে শাক, কলমি শাক, কচু শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক, কুমড়ো শাক, লম্বা সেঁচি শাক, গোল সেঁচি শাক, মুলা শাক, লাল শাক, আলু শাক, তেলাকুচা পাতা (সবগুলোর পরিমাণ ১০০ গ্রাম করে), কাঁচা মরিচ ফালি ৭-৮টা, পাঁচফোড়ন ১ চা-চামচ, ডালের বড়ি ৮-১০টা, চিনি ও লবণ স্বাদমতো, শুকনা মরিচ ৩-৪টা, সয়াবিন তেল আধা কাপ, লেবুপাতা, আদা কুচি ও হলুদ গুঁড়া (ইচ্ছা)।

প্রণালি

সব শাক ধুয়ে কেটে রাখুন। কড়াইতে তেল গরম হলে শুকনা মরিচের ফোড়ন দিন। এবার ধুয়ে রাখা বড়ি সামান্য ভেজে তুলে রাখুন। ফোড়নের তেলে পাঁচ ফোড়ন দিন। তারপর কেটে রাখা শাক দিয়ে লবণ দিন। এবার ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। পরের লবণ ও মিষ্টি দিন স্বাদমতো। নাড়াচাড়া করে রান্না করুন শাকের রং যেন ঠিক থাকে। তারপর কাঁচা মরিচ ফালি ভাজা বড়ি আবারও নেড়ে রান্না করুন। শেষে লেবুপাতা ছিঁড়ে দিয়ে সামান্য নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। ইচ্ছে হলে আদা কুচি ও সামান্য হলুদ গুঁড়া দিতে পারেন। গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চৌদ্দ শাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত