প্রযুক্তি ডেস্ক
ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গতকাল সোমবার (২২ মে) এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে।
এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রিয়া জেলেনিক বলেন, ‘ইউরোপে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। তাই ব্যক্তিগত তথ্য স্থানান্তরের পরিমাণও ব্যাপক। এই জরিমানা আইন লঙ্ঘনের সুদূরপ্রসারী পরিণতির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী সংকেত।’
এদিকে, ইউরোপে ব্যবহারকারীদের জন্য নিজেদের পারসোনালাইজড ও রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আনা নিয়ে কাজ করছে মেটা। নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ওপর ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিয়ন্ত্রণের প্রভাব কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে ভাবছে মেটা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইইউর আসন্ন নতুন নীতিমালা মানতে ব্যর্থ হওয়ার শঙ্কায় মেটার নির্বাহীরা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার প্রতিরোধে মেটার রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিলেন ইউরোপের আইন প্রণেতারা। বিধিনিষেধ লঙ্ঘনের জন্য মেটাকে তাদের বিশ্বব্যাপী আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশন মেটাকে সতর্ক করে জানায়, মেটার বিজ্ঞাপনব্যবস্থা রাজনৈতিক প্রচারণাকে বিকৃত করছে। পাশাপাশি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনও লঙ্ঘন করছে।
ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গতকাল সোমবার (২২ মে) এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে।
এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রিয়া জেলেনিক বলেন, ‘ইউরোপে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। তাই ব্যক্তিগত তথ্য স্থানান্তরের পরিমাণও ব্যাপক। এই জরিমানা আইন লঙ্ঘনের সুদূরপ্রসারী পরিণতির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী সংকেত।’
এদিকে, ইউরোপে ব্যবহারকারীদের জন্য নিজেদের পারসোনালাইজড ও রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আনা নিয়ে কাজ করছে মেটা। নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ওপর ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিয়ন্ত্রণের প্রভাব কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে ভাবছে মেটা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইইউর আসন্ন নতুন নীতিমালা মানতে ব্যর্থ হওয়ার শঙ্কায় মেটার নির্বাহীরা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার প্রতিরোধে মেটার রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিলেন ইউরোপের আইন প্রণেতারা। বিধিনিষেধ লঙ্ঘনের জন্য মেটাকে তাদের বিশ্বব্যাপী আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশন মেটাকে সতর্ক করে জানায়, মেটার বিজ্ঞাপনব্যবস্থা রাজনৈতিক প্রচারণাকে বিকৃত করছে। পাশাপাশি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনও লঙ্ঘন করছে।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ মিনিট আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
২ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৫ ঘণ্টা আগে