প্রযুক্তি ডেস্ক
শাটারস্টকের কাছে অ্যানিমেটেড জিআইএফ ইমেজের সার্চ ইঞ্জিন ‘গিফি’ ৫ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করেছে মেটা। সার্চ ইঞ্জিনটি মাত্র ৩ বছর আগেই ৪০ কোটি ডলারে কিনেছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থা প্রতিযোগিতা নিয়ে উদ্বেগের কারণে গত বছর মেটাকে ‘গিফি’ বিক্রির করার নির্দেশ দেয়। স্ন্যাপচ্যাট, টিকটক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যানিমেটেড জিআইএফ-এর প্রধান সরবরাহকারী ‘গিফি’। বিক্রি করে দিলেও চুক্তি অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনো গিফির কনটেন্ট অ্যাকসেস করতে পারবে।
শাটারস্টকের প্রধান নির্বাহী পল হেনেসি বলেন, ‘গিফির ব্যবহারকারীরা জিআইএফ ও স্টিকার কনটেন্টের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারেন।’
এদিকে, ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গত ২২ মে এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে।
এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।
শাটারস্টকের কাছে অ্যানিমেটেড জিআইএফ ইমেজের সার্চ ইঞ্জিন ‘গিফি’ ৫ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি করেছে মেটা। সার্চ ইঞ্জিনটি মাত্র ৩ বছর আগেই ৪০ কোটি ডলারে কিনেছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী সংস্থা প্রতিযোগিতা নিয়ে উদ্বেগের কারণে গত বছর মেটাকে ‘গিফি’ বিক্রির করার নির্দেশ দেয়। স্ন্যাপচ্যাট, টিকটক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যানিমেটেড জিআইএফ-এর প্রধান সরবরাহকারী ‘গিফি’। বিক্রি করে দিলেও চুক্তি অনুযায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনো গিফির কনটেন্ট অ্যাকসেস করতে পারবে।
শাটারস্টকের প্রধান নির্বাহী পল হেনেসি বলেন, ‘গিফির ব্যবহারকারীরা জিআইএফ ও স্টিকার কনটেন্টের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারেন।’
এদিকে, ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গত ২২ মে এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে।
এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।
কোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
১ ঘণ্টা আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৬ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২১ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে