বিভাবরী রায়
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
খাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২১ ঘণ্টা আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগেপিৎজার জন্মস্থান ইতালি, এটা প্রায় সবার জানা। এ খাবার নিয়ে পৃথিবীজুড়ে যে উন্মাদনা, তা বলে শেষ করার নয়। বরং চলুন, জেনে নেওয়া যাক, এটি নিয়ে বড় বড় উৎসব কোথায় হয়। এসব উৎসব কিন্তু ঢাকার পিৎজা শপগুলোর মূল্যছাড়ের উৎসব নয়; লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত ও শিহরণ জাগানো উৎসব।
১ দিন আগে