বিভাবরী রায়
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।
দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।
গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।
রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।
দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।
গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।
তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।
সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য
সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে বাবা-মা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
৩ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
৭ ঘণ্টা আগেচিংড়ি ভাপা তো অনেক খেয়েছেন। কিন্তু তিলবাটা দিয়ে কখনো রেঁধেছেন? আপনাদের জন্য তিল চিংড়ি ভাপার রেসিপি ও ছবি পাঠিয়েছেন ‘সেরা রাঁধুনি ১৪২৭’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ ও রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১ দিন আগেদ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছর গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সের মাধ্যমে বাসযোগ্যতাসহ কিছু মানদণ্ডের মাধ্যমে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা তৈরি করে। ২০২৫ সালে এই সংস্থাটির তালিকায় বেশ পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিল ভিয়েনা। এবার শীর্ষ বসবাসযোগ্য শহরের স্বীকৃতি...
১ দিন আগে