Ajker Patrika

ঝাঁজালো গ্রীষ্মে উজ্জ্বল মেকআপ

বিভাবরী রায়
মডেল: জেবা, ছবি: আজকের পত্রিকা
মডেল: জেবা, ছবি: আজকের পত্রিকা

গ্রীষ্ম মানেই নো-মেকআপ লুক—এ কথা ভুলে যাওয়ার সময় এসেছে। মানে, বলতে চাইছি, গ্রীষ্ম মানেই যে সাদামাটা মেকআপ করতে হবে, তা-ও নয়। চাইলে কায়দা করে উজ্জ্বল রং ব্যবহার করা যেতে পারে।

দেশের গণ্ডি পেরোলেই দেখবেন, সেখানে গ্রীষ্ম মানেই রঙের সঙ্গে খেলা। যত রংচঙে কাপড় পরা যায় আর মেকআপে কুল ও হট রঙের মেলবন্ধন ঘটানো যায়! আইশ্যাডো বা আইলাইনারের রং নিয়ে এখন অনেকে নিরীক্ষা করছেন। আর উজ্জ্বল লিপস্টিক তো সব সময় ঋতুমঞ্চ মাতিয়েছে।

গরমে সন্ধ্যার যেকোনো পার্টির জন্য মিনিম্যাল মেকআপের সঙ্গে বোল্ড ঠোঁটের মেকআপ কিন্তু দারুণ মানায়। একটু সাহস করে লাল লিপস্টিকটা পরেই দেখুন না।

রংচঙে বলতে এই গরমে খুব ভারী মেকআপ নেওয়ার কথা বলা হচ্ছে না। নিউট্রাল, ন্যাচারাল বেজ মেকআপের সঙ্গে চোখে পপআপ শেড হলে আর কীই-বা চাই! বেগুনি অথবা সবুজ আই পেনসিল ব্যবহার করতে পারেন। এবার এর সঙ্গে কমলা বা লাল রঙের ম্যাট লিপস্টিক। দারুণ জমে যাবে কিন্তু।

দিনের বেলা বের হওয়ার ক্ষেত্রে লিপস্টিকের বদলে লিপ টিন্ট দিয়ে শুরু করুন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে ঠোঁটে ঘষে নিন। ব্যস! এর সঙ্গে আপনি যদি ডার্ক আইজ পছন্দ করেন, তাহলে বলব, সফট লুকের জন্য আইশ্যাডো ব্যবহার করুন। ব্রাউন অথবা ব্ল্যাক আইশ্যাডো লাগিয়ে নিতে পারেন।

গালে ও ঠোঁটে কমলার তরতাজা ভাবও তুলে আনতে পারেন। একটু গ্লসি কমলা রঙের লিপস্টিক পরুন। গালে হালকা করে বুলিয়ে নিন কমলা ব্লাশন। সবুজ, ঘিয়ে বা সাদা পোশাকের সঙ্গে এই মেকআপ দারুণ মানাবে।

তবে যেমন মেকআপই করুন না কেন, গরম বলে সানস্ক্রিন লোশন বা পাউডার ব্যবহারে ভুল করা যাবে না।

সূত্র: ভোগ, মাই গ্ল্যাম ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত