Ajker Patrika

কোন ত্বকে কেমন টোনার

ফিচার ডেস্ক 
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩: ০২
কোন ত্বকে কেমন টোনার

দূষণ এবং অন্যান্য পরিবেশগত চাপ থেকে ত্বক রক্ষা করতে একে গভীর থেকে পরিষ্কার করা দরকার। এ জন্য স্কিনকেয়ার রুটিনে ফেস টোনার অন্তর্ভুক্ত করা যেতে পারে। কেনার আগে প্যাকেটের গায়ে এর উপকরণের নামগুলো লেখা থাকে। সেসব নামসহ মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে তবেই টোনার কিনতে হবে। তবে ব্যবহারের আগে জেনে রাখা ভালো, কোন ত্বকে কেমন টোনার ব্যবহার করতে হবে।

স্বাভাবিক ত্বক
এ ধরনের ত্বকের জন্য অ্যালোভেরা, গোলাপজল বা ক্যামোমাইলের মতো উপাদানসমৃদ্ধ হাইড্রেটিং বা ব্যালান্সিং টোনার বেছে নিতে হবে। 

তৈলাক্ত বা ব্রণ প্রবণ ত্বক
তৈলাক্ত এবং ব্রণ প্রবণ ত্বকের ক্ষেত্রে বিশেষজ্ঞরা স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডের মতো উপাদানের তৈরি টোনার বেছে নেওয়ার পরামর্শ দেন। 

শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং টোনার বেছে নিতে হবে, যেগুলো হাইয়ালুরোনিক অ্যাসিড, গোলাপজল বা গ্লিসারিনের মতো হিউমেকট্যান্ট গুণাগুণে সমৃদ্ধ। 

মিশ্র ত্বক 
মিশ্র ত্বকের জন্য নিয়াসিনামাইড, গ্রিন টি এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদানে পরিপূর্ণ টোনার বেছে নিতে হবে।   

সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা কিংবা ক্যামোমাইলযুক্ত প্রশান্তিদায়ক উপাদানসমৃদ্ধ ফেস টোনার বেছে নিতে হবে।  

বয়স্ক ত্বক
বয়স্ক ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিড বা পেপটাইডের মতো অ্যান্টি-এজিং উপাদানযুক্ত টোনার বেছে নিতে হবে। 

সূত্র: হেলথ শটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত