আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার
প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে