শোভন সাহা
প্রশ্ন: শুনেছি, ত্বকের দাগ কেমিক্যাল পিলের সাহায্যে সারানো হয়। এই কেমিক্যাল পিল আসলে কী? কীভাবে করা হয়? এটা কি সব ত্বকের জন্য উপযোগী? কেমন খরচ পড়তে পারে?
নিশাত মাহমুদ দিদার, চট্টগ্রাম
ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল করা যেতে পারে। সেটা করার জন্য বিশেষজ্ঞকে আগে ত্বক দেখিয়ে পরামর্শ নিতে হবে। কেমিক্যাল পিল অনেক ধরনের হয়। অনেক ধরনের অ্যাসিডে এই পিল তৈরি। এর মাত্রাও বিভিন্ন রকমের হয়। তাই আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা। তিনি ত্বক দেখে বলতে পারবেন, কোন ধরনের কেমিক্যাল পিল উপযোগী এবং কতগুলো সেশন আপনাকে নিতে হবে।
প্রশ্ন: লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট কালচে হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের রং কালো হয়ে যায় না। তবে লিপ বামে যদি রং থাকে এবং সেটার মান ভালো না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহারের পর ঠোঁট কালচে দেখাতে পারে।
প্রশ্ন: টাইফয়েডের কারণে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। কী করলে চুলের বৃদ্ধি ঘটানো যাবে?
লীনা ফেরদৌসী, টাঙ্গাইল
কোনো ভালো বিউটি ক্লিনিকে গিয়ে কিছু ভিটামিনের সমন্বয়ে চুলে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আপনার চুল আবার আগের মতো বৃদ্ধি পাবে।
পরামর্শ দিয়েছেন– শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: শুনেছি, ত্বকের দাগ কেমিক্যাল পিলের সাহায্যে সারানো হয়। এই কেমিক্যাল পিল আসলে কী? কীভাবে করা হয়? এটা কি সব ত্বকের জন্য উপযোগী? কেমন খরচ পড়তে পারে?
নিশাত মাহমুদ দিদার, চট্টগ্রাম
ত্বকের দাগ দূর করার জন্য কেমিক্যাল পিল করা যেতে পারে। সেটা করার জন্য বিশেষজ্ঞকে আগে ত্বক দেখিয়ে পরামর্শ নিতে হবে। কেমিক্যাল পিল অনেক ধরনের হয়। অনেক ধরনের অ্যাসিডে এই পিল তৈরি। এর মাত্রাও বিভিন্ন রকমের হয়। তাই আপনার উচিত হবে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা। তিনি ত্বক দেখে বলতে পারবেন, কোন ধরনের কেমিক্যাল পিল উপযোগী এবং কতগুলো সেশন আপনাকে নিতে হবে।
প্রশ্ন: লিপ বাম ব্যবহার করলে কি ঠোঁট কালচে হয়ে যায়?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের রং কালো হয়ে যায় না। তবে লিপ বামে যদি রং থাকে এবং সেটার মান ভালো না হয়, তাহলে দীর্ঘদিন ব্যবহারের পর ঠোঁট কালচে দেখাতে পারে।
প্রশ্ন: টাইফয়েডের কারণে আমার চুল অনেক পাতলা হয়ে গেছে। কী করলে চুলের বৃদ্ধি ঘটানো যাবে?
লীনা ফেরদৌসী, টাঙ্গাইল
কোনো ভালো বিউটি ক্লিনিকে গিয়ে কিছু ভিটামিনের সমন্বয়ে চুলে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আপনার চুল আবার আগের মতো বৃদ্ধি পাবে।
পরামর্শ দিয়েছেন– শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
অফিসে বসের সামনে এমন কোনো কথা বলবেন না, যা আখেরে আপনার ক্ষতির কারণ হয়। অফিসে কাজের পাশাপাশি বসকেও সামলে চলতে হয়। তবে সামলে চলা আর ‘তেল মারার’ মধ্যে পার্থক্য আছে। বসকে সামলে চলতে পারলে কাজের পরিবেশ ও উন্নতি—দুটিই সহজ হয়ে যায়।
১ ঘণ্টা আগেহট মানে গরম আর কুল মানে ঠান্ডা—আমরা এমনটাই জানি। বর্তমানে ‘কুল’ (Cool) শব্দটি প্রায়ই ব্যবহার করা হয়—বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে কুল মানে আমরা ঠান্ডা জানি, এই ‘কুল’ ব্যাপারটা আসলে তেমন নয়। সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানুষকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
১৪ ঘণ্টা আগেবিভিন্ন জরিপ ও কেস স্টাডি অনুযায়ী, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে
১৮ ঘণ্টা আগেভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে।
১ দিন আগে