শারমিন কচি
আমি আট মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? জারিন হক, দিনাজপুর
আপনি কোন রিবন্ডিং করেছিলেন, তা বলেননি। হয়তো লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটি হচ্ছে।
নিয়মিত তরল ম্যাট লিপস্টিক ব্যবহার করি। এদিকে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, এটা লিপস্টিকের প্রভাব। এখন কী করণীয়? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
কিছুদিন লিপস্টিক দেওয়া বন্ধ রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের ওপর প্রলেপ দিন। ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এ জন্য ব্রাশটি অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁট এবং এর চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে। এতে সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য কয়েক ফোঁটা লেবুর রস বাদাম তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহারে খুব সহজে কালো দাগ কমে আসবে। দাগ দূর করতে লেবুর রসে বাদাম তেল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করলেও একই উপকার পাবেন। অ্যালোভেরা জেল ও নারকেল বেটে সাদা রস ঠোঁটে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ, স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
আমি আট মাস আগে চুল রিবন্ডিং করেছি। কিন্তু এখনই চুল ওয়েভি হয়ে যাচ্ছে। এর কারণ কী হতে পারে? জারিন হক, দিনাজপুর
আপনি কোন রিবন্ডিং করেছিলেন, তা বলেননি। হয়তো লং লাস্টিং রিবন্ডিং করেননি, তাই এমনটি হচ্ছে।
নিয়মিত তরল ম্যাট লিপস্টিক ব্যবহার করি। এদিকে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে। অনেকে বলছেন, এটা লিপস্টিকের প্রভাব। এখন কী করণীয়? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
কিছুদিন লিপস্টিক দেওয়া বন্ধ রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের ওপর প্রলেপ দিন। ব্রাশ করা শেষ হলে হাতের ব্রাশটি দিয়ে ঠোঁট ব্রাশ করুন। এ জন্য ব্রাশটি অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁট এবং এর চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে। এতে সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ঠোঁট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের জন্য কয়েক ফোঁটা লেবুর রস বাদাম তেলের সঙ্গে মিশিয়ে নিন। এই ট্রিটমেন্টে আপনার ঠোঁটের আর্দ্রতা ফিরে আসবে। নিয়মিত ব্যবহারে খুব সহজে কালো দাগ কমে আসবে। দাগ দূর করতে লেবুর রসে বাদাম তেল মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করলেও একই উপকার পাবেন। অ্যালোভেরা জেল ও নারকেল বেটে সাদা রস ঠোঁটে দিন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ, স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
রান্নার কিছু টিপস যুগের পর যুগ চলছে তো চলছেই। হয়তো কেউ সেগুলো শিখেছিলেন দাদির কাছে, কেউ নানি কিংবা মায়ের কাছে। তাঁরাও সেগুলো শিখেছিলেন দাদি-নানি কিংবা মায়ের কাছে। তাঁদের কাছ থেকে সেগুলো যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমাদের রান্নার দুনিয়ায় এগুলো পর্দার আড়ালে ঘটে চলা বিষয়।
৩ ঘণ্টা আগেফলে সৌদি আরব ঘুরতে যাওয়ার সময় এখন। পর্যটকদের আগ্রহ বিবেচনা করে টিকটকে জনপ্রিয় ভ্রমণ ভ্লগার জানিয়েছেন সৌদি আরব সম্পর্কে অনেক কিছু। বলা চলে, এটি দেশটিতে ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে।
৫ ঘণ্টা আগেমা বাড়ি নেই? বিকেলে স্কুল থেকে ফিরে ডেজার্ট খেতে মন চাইছে? বাড়িতে ডিম আর দুধ তো রয়েছেই। ঝটপট নিজেই তো বানিয়ে নিতে পার ক্যারামেল পুডিং। উপকরণের তারতম্যের কারণে অনেকেই ক্যারামেল পুডিংয়ের মতো সহজ ডেজার্ট তৈরিতে হিমশিম খান।
৮ ঘণ্টা আগেপ্যাকেটের আকৃতি নিয়ে আমরা সাধারণত খুব একটা ভাবি না। মনে করি, কী আছে ভাবার? খাচ্ছি তো, খেয়ে নিই। কিন্তু অনেক সময় চিপসের প্যাকেট খোলার পর তা দেখে একান্তে মনে প্রশ্ন জাগেই, প্যাকেটটা এমন কেন? কিংবা প্যাকেটের অর্ধেকটাই খালি কেন?
১৫ ঘণ্টা আগে