জীবনধারা ডেস্ক
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
বিশ্বের সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মানবিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এবার তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করেছে নতুন ২৬টি জায়গা। ফ্রান্সের প্যারিসে জুলাই মাসে অনুষ্ঠিত সংস্থাটির ৪৭তম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেচা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
১৩ ঘণ্টা আগেবাড়িতে চালের গুঁড়া আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু—বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা। এই পিঠা সারা বছর খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
১৮ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
২০ ঘণ্টা আগে