শারমিন কচি
প্রশ্ন: চুল সিল্কি করতে কী করতে হবে?
উত্তর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে চুলে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এক-আধবার ব্যবহার করলেই চুল সিল্কি হবে না। কিছুদিন ব্যবহার করতে হবে। ধীরে ধীরে চুল সিল্কি ও মসৃণ হয়ে উঠবে।
প্রশ্ন: নাক ফোঁড়ানোর জায়গায় লালচে ভাব হলে এবং পুঁজ জমলে কী করতে হবে?
উত্তর: নাকে ফোঁড়ানোর জায়গায় সংক্রমণ হতে পারে। ক্ষতে যাতে সংক্রমণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।
প্রশ্ন: ডে আর নাইট ক্রিম আসলেই কি উপকার করে?
উত্তর: ডে ক্রিম ধুলাবালু থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যরশ্মি থেকে ত্বক বাঁচাতে ডে ক্রিমে এসপিএফ থাকে। নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়, বলিরেখা এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। নাইট ক্রিমে থাকে রেটিনল ও ভিটামিন সি। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এই উপাদানগুলো বেশ কার্যকর।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
প্রশ্ন: চুল সিল্কি করতে কী করতে হবে?
উত্তর: প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার দুই ঘণ্টা আগে চুলে তেল দিন। সপ্তাহে এক দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এক-আধবার ব্যবহার করলেই চুল সিল্কি হবে না। কিছুদিন ব্যবহার করতে হবে। ধীরে ধীরে চুল সিল্কি ও মসৃণ হয়ে উঠবে।
প্রশ্ন: নাক ফোঁড়ানোর জায়গায় লালচে ভাব হলে এবং পুঁজ জমলে কী করতে হবে?
উত্তর: নাকে ফোঁড়ানোর জায়গায় সংক্রমণ হতে পারে। ক্ষতে যাতে সংক্রমণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। নিজে নিজে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না।
প্রশ্ন: ডে আর নাইট ক্রিম আসলেই কি উপকার করে?
উত্তর: ডে ক্রিম ধুলাবালু থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে এবং বলিরেখা প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যরশ্মি থেকে ত্বক বাঁচাতে ডে ক্রিমে এসপিএফ থাকে। নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগায়, বলিরেখা এবং ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। নাইট ক্রিমে থাকে রেটিনল ও ভিটামিন সি। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে এই উপাদানগুলো বেশ কার্যকর।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন; যেমন ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাভিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগেঅফিসে বসের সামনে এমন কোনো কথা বলবেন না, যা আখেরে আপনার ক্ষতির কারণ হয়। অফিসে কাজের পাশাপাশি বসকেও সামলে চলতে হয়। তবে সামলে চলা আর ‘তেল মারার’ মধ্যে পার্থক্য আছে। বসকে সামলে চলতে পারলে কাজের পরিবেশ ও উন্নতি—দুটিই সহজ হয়ে যায়।
১৭ ঘণ্টা আগেহট মানে গরম আর কুল মানে ঠান্ডা—আমরা এমনটাই জানি। বর্তমানে ‘কুল’ (Cool) শব্দটি প্রায়ই ব্যবহার করা হয়; বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যে কুল মানে আমরা ঠান্ডা জানি, এই ‘কুল’ ব্যাপারটা আসলে তেমন নয়। সাধারণত কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানুষকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।
১ দিন আগেবিভিন্ন জরিপ ও কেস স্টাডি অনুযায়ী, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে
১ দিন আগে