আজকের পত্রিকা ডেস্ক
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস মেসেজগুলো নিরাপদে রাখতে পারবেন।
অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসে চ্যাট ব্যাকআপের সুযোগ রয়েছে। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে চ্যাট ব্যাকআপগুলো গুগল ড্রাইভে ও আইফোনের ক্ষেত্রে আইক্লাউডে থাকবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখবেন যেভাবে:
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখার আগে কিছু বিষয়ে নিশ্চিত হতে হবে। সেগুলো হলো—
ওপরের শর্তগুলো নিশ্চিত হলে অ্যান্ড্রয়েডে চ্যাট ব্যাকআপের ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘তিনটি ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এবার ‘চ্যাটস ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৬. পেজ থেকে ‘গুগল অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। এখন গুগলের যে অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ রাখতে চান, তার ওপর ট্যাপ করুন।
৭. প্রতিদিন নির্দিষ্ট সময় স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখতে চাইলে ফ্রিকোয়েন্সি অপশনে নিচের ‘ডেইলি’ অপশন নির্বাচন করুন। আর আপনার সুবিধামতো সময়ে নিজে চ্যাট ব্যাকআপ করতে চাইলে ‘অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।
৮. এখন ওপরের দিকে থাকা ‘ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।
এখন হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে। ফাইলের আকার অনুযায়ী ব্যাকআপ নিতে কম বা বেশি সময় লাগতে পারে।
হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিহাস ও মিডিয়া আপনার আইক্লাউড অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাকআপ করতে পারেন। শুরু করার আগে নিশ্চিত করুন যে—
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করুন।
৩. এরপর ‘চ্যাট’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘চ্যাট ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।
৫. সবশেষে ‘ব্যাকআপ নাউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে সংশ্লিষ্ট আইক্লাউড অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ হবে।
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস মেসেজগুলো নিরাপদে রাখতে পারবেন।
অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসে চ্যাট ব্যাকআপের সুযোগ রয়েছে। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে চ্যাট ব্যাকআপগুলো গুগল ড্রাইভে ও আইফোনের ক্ষেত্রে আইক্লাউডে থাকবে।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখবেন যেভাবে:
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখার আগে কিছু বিষয়ে নিশ্চিত হতে হবে। সেগুলো হলো—
ওপরের শর্তগুলো নিশ্চিত হলে অ্যান্ড্রয়েডে চ্যাট ব্যাকআপের ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন ওপরের দিকে থাকা ‘তিনটি ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. এখন ‘চ্যাটস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. এবার ‘চ্যাটস ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৬. পেজ থেকে ‘গুগল অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন। এখন গুগলের যে অ্যাকাউন্টে চ্যাট ব্যাকআপ রাখতে চান, তার ওপর ট্যাপ করুন।
৭. প্রতিদিন নির্দিষ্ট সময় স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখতে চাইলে ফ্রিকোয়েন্সি অপশনে নিচের ‘ডেইলি’ অপশন নির্বাচন করুন। আর আপনার সুবিধামতো সময়ে নিজে চ্যাট ব্যাকআপ করতে চাইলে ‘অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।
৮. এখন ওপরের দিকে থাকা ‘ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।
এখন হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে। ফাইলের আকার অনুযায়ী ব্যাকআপ নিতে কম বা বেশি সময় লাগতে পারে।
হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিহাস ও মিডিয়া আপনার আইক্লাউড অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাকআপ করতে পারেন। শুরু করার আগে নিশ্চিত করুন যে—
আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন নিচের দিকে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করুন।
৩. এরপর ‘চ্যাট’ অপশন নির্বাচন করুন।
৪. এবার ‘চ্যাট ব্যাকআপ’ অপশন নির্বাচন করুন।
৫. সবশেষে ‘ব্যাকআপ নাউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে সংশ্লিষ্ট আইক্লাউড অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ হবে।
কম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৩ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৪ ঘণ্টা আগেকোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
৫ ঘণ্টা আগে