আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিত্ব প্রকাশের জায়গা হয়ে উঠেছে ফেসবুক। আপনার অনুভূতি, মুড বা স্টাইল—সবকিছু এখন তুলে ধরা যায় ফেসবুকের ডিজিটাল অবতার বা অ্যাভাটারের মাধ্যমে।
অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল রূপ। অ্যাভাটারে চুলের স্টাইল, পোশাক, ত্বকের রং, মুখের গঠন এমনকি চশমা পর্যন্ত পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
আর একবার অ্যাভাটার তৈরি হলে সেটি স্টিকার হিসেবে মেসেঞ্জারের চ্যাটে ও কমেন্ট বক্সে ব্যবহার করা যায়। এমনকি ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
ফেসবুকে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক চালু করুন।
২. ডান দিকে ওপরের কোনায় থাকা মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) চাপ দিন। এটি আইফোনে নিচের ডান পাশে থাকবে।
৩. এরপর ‘সি মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ‘অ্যাভাটারস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার নিজের সেলফির মাধ্যমে অ্যাভাটার তৈরির জন্য ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ বাটনে ট্যাপ করুন। আর ম্যানুয়ালি বা নিজেই চেহারার কাঠামো বানাতে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ত্বকের রং নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. নির্দেশনা অনুযায়ী চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের ধরন নির্বাচন করুন।
৮. পছন্দমতো অ্যাভাটার তৈরি করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুকে নিজের অ্যাভাটার তৈরি হয়ে যাবে। তবে আপনি চাইলে আরও নিজের মতো করে সাজাতে পারেন। মেনুগুলোতে সোয়াইপ করে জুতা, প্যান্টসহ আরও অনেক কিছু বেছে নিন, তারপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়।
অ্যাভাটার মুছে ফেলবেন যেভাবে
১. অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচন করতে হবে।
২, এরপর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে।
৩. অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে।
৪. এবার পরবর্তী পেজে থাকা তিন ডট আইকনে ট্যাপ করে ‘ডিলিট অ্যাভাটর’ বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
৫. বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিত্ব প্রকাশের জায়গা হয়ে উঠেছে ফেসবুক। আপনার অনুভূতি, মুড বা স্টাইল—সবকিছু এখন তুলে ধরা যায় ফেসবুকের ডিজিটাল অবতার বা অ্যাভাটারের মাধ্যমে।
অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল রূপ। অ্যাভাটারে চুলের স্টাইল, পোশাক, ত্বকের রং, মুখের গঠন এমনকি চশমা পর্যন্ত পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
আর একবার অ্যাভাটার তৈরি হলে সেটি স্টিকার হিসেবে মেসেঞ্জারের চ্যাটে ও কমেন্ট বক্সে ব্যবহার করা যায়। এমনকি ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
ফেসবুকে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক চালু করুন।
২. ডান দিকে ওপরের কোনায় থাকা মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) চাপ দিন। এটি আইফোনে নিচের ডান পাশে থাকবে।
৩. এরপর ‘সি মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ‘অ্যাভাটারস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার নিজের সেলফির মাধ্যমে অ্যাভাটার তৈরির জন্য ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ বাটনে ট্যাপ করুন। আর ম্যানুয়ালি বা নিজেই চেহারার কাঠামো বানাতে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ত্বকের রং নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. নির্দেশনা অনুযায়ী চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের ধরন নির্বাচন করুন।
৮. পছন্দমতো অ্যাভাটার তৈরি করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুকে নিজের অ্যাভাটার তৈরি হয়ে যাবে। তবে আপনি চাইলে আরও নিজের মতো করে সাজাতে পারেন। মেনুগুলোতে সোয়াইপ করে জুতা, প্যান্টসহ আরও অনেক কিছু বেছে নিন, তারপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়।
অ্যাভাটার মুছে ফেলবেন যেভাবে
১. অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচন করতে হবে।
২, এরপর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে।
৩. অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে।
৪. এবার পরবর্তী পেজে থাকা তিন ডট আইকনে ট্যাপ করে ‘ডিলিট অ্যাভাটর’ বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
৫. বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৮ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
৯ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১২ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৫ ঘণ্টা আগে