Ajker Patrika

ফেসবুক পোস্টের অনুমোদন দেওয়ার ফিচার চালু করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
অনেক সময় গ্রুপের সদস্যরা গ্রুপের উদ্দেশ্য বা নিয়ম মেনে পোস্ট করেন না। ছবি: পেনসিল
অনেক সময় গ্রুপের সদস্যরা গ্রুপের উদ্দেশ্য বা নিয়ম মেনে পোস্ট করেন না। ছবি: পেনসিল

ফেসবুক গ্রুপে থাকা যেকোনো সদস্য সেই গ্রুপে পোস্ট করতে পারেন। তবে গ্রুপের নিয়ম এবং সুরক্ষা নিশ্চিত করতে ফেসবুক গ্রুপের ‘পোস্ট অ্যাপ্রুভাল’ ফিচার চালু করা প্রয়োজন। এই ফিচার অ্যাডমিনদের গ্রুপ গুছিয়ে রাখতে সাহায্য করে। পোস্টের অনুমোদন বা অ্যাপ্রুভাল ফিচার চালু করার মাধ্যমে গ্রুপের অ্যাডমিনরা পোস্টগুলো পর্যবেক্ষণ করতে পারবেন এবং নিশ্চিত করতে পারবেন যে পোস্টগুলো গ্রুপের উদ্দেশ্য এবং নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন ফিচার চালু করার পর কেবল অ্যাডমিনদের অনুমোদন পেলেই পোস্টটি গ্রুপে প্রকাশিত হবে।

অ্যাপ্রুভাল ফিচার ফিচার চালু করবেন যে কারণে

গ্রুপের নিয়ম মেনে চলা: অনেক সময় গ্রুপের সদস্যরা গ্রুপের উদ্দেশ্য বা নিয়ম মেনে পোস্ট করেন না। যেমন—অপ্রাসঙ্গিক বিষয়, বিরোধপূর্ণ মন্তব্য বা অশ্লীল ভাষা ব্যবহার করা। ফিচারটি চালু করলে অ্যাডমিনরা গ্রুপের উদ্দেশ্য এবং নিয়ম অনুসারে পোস্ট নির্বাচন করতে পারেন।

ভুল তথ্য বা মিথ্যা প্রচারণা রোধ: সামাজিক মাধ্যমে মিথ্যা খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সহজ। তবে পোস্ট অ্যাপ্রুভাল ফিচার চালু করলে গ্রুপের সঠিক তথ্য নিশ্চিত করতে পারেন অ্যাডমিনরা এবং ভুল বা মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

গ্রুপের ইতিবাচক পরিবেশ বজায় রাখা: গ্রুপের মধ্যে পজিটিভ ও স্বাস্থ্যকর আলোচনার পরিবেশ বজায় রাখার জন্য অশ্লীল, আক্রমণাত্মক বা অবৈধ বিষয়বস্তু ছড়ানো প্রতিরোধ করা জরুরি। পোস্ট অনুমোদন ফিচার এ ধরনের পোস্টের বিরুদ্ধে কার্যকর প্রতিকার দেয়।

সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা: অনাকাঙ্ক্ষিত বা স্প্যাম পোস্টের কারণে গ্রুপের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পোস্ট অনুমোদন ফিচার এই ধরনের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে।

ফেসবুক গ্রুপে অ্যাপ্রুভ ফিচার চালু করবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।

২. এবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।

৩. এখন ‘গ্রুপস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।

৪. এবার স্ক্রল করে বা সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপটি খুঁজে বের করুন। গ্রুপের নামের ওপর ট্রাপ করুন।

৫. গ্রুপের ডান পাশের ওপরের দিকে থাকা স্টার বাটনে ট্যাপ করুন।

৬. নিচের দিকে স্ক্রল ‘গ্রুপ সেটিংস’-এ ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।

৭. এই পেজ থেকে ‘ম্যানেজ ডিসকাশস’ সেকশন খুঁজে বের করুন। এই সেকশনের নিচে পোস্ট অ্যাপ্রুভাল অপশন দেখা যাবে।

৮. পোস্ট অ্যাপ্রুভাল অপশনে ট্যাপ করুন। এবার ‘অল পোস্ট’-এ ট্যাপ করুন। ফলে সব গ্রুপে সব সদস্যদের পোস্ট প্রকাশ হওয়ার আগে অ্যাডমিনদের অনুমতি লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত