আজকের পত্রিকা ডেস্ক
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
খুব সহজেই এসব স্টিকার বা জিআইএফ পাঠানো যায়। তবে এ জন্য ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে।
রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে স্টিকার পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এটি সবচেয়ে ডানে থাকবে।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’ শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো স্টিকার দেখা যাবে।
৭. স্টিকারের তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত স্টিকারটি অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
রমজানের জিআইএফ পাঠাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২ . যাকে বা যে গ্রুপে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট থ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন টেক্সট লেখার জায়গা থেকে ‘ইমোজি’ আইকোন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ইমোজি ড্রয়ার চালু হলে ডান দিকে থাকা জিআইএফ আইকোনে ট্যাপ করুন।
৫. এখন সার্চ বাটনের ওপর ট্যাপ করুন। সার্চ বারে ইংরেজিতে ‘ramadan’শব্দটি লিখুন।
৬. এর ফলে রমজান সম্পর্কিত অনেকগুলো জিআইএফ দেখা যাবে।
৭. জিআইএফ তালিকা নিচের দিকে স্ক্রল করে পছন্দের জিআইএফ–এর ওপর ট্যাপ করুন। এভাবে কাঙ্ক্ষিত জিআইএফ অন্যদের কাছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।
কম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৩ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৪ ঘণ্টা আগেকোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
৫ ঘণ্টা আগে