আজকের পত্রিকা ডেস্ক
একই বিষয়ে আগ্রহী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুকের গ্রুপের একটি কার্যকর ফিচার হলো—ইভেন্ট তৈরি করার সুবিধা।
আপনি চাইলে মিটআপ, ওয়েবিনার কিংবা যেকোনো ধরনের ইভেন্ট তৈরি করতে পারেন, আর ফেসবুক গ্রুপের ইভেন্ট ফিচার কমিউনিটির সদস্যদের কাছাকাছি আনার এক দুর্দান্ত উপায় হতে পারে।
ফেসবুক গ্রুপে ইভেন্ট তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুকে লগইন করুন এবং যে গ্রুপে ইভেন্ট তৈরি করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন। ইভেন্ট তৈরি করার জন্য গ্রুপের অ্যাডমিন বা অনুমোদিত সদস্য হওয়া প্রয়োজন।
২. এরপর ওপরের দিকে কিছু সেকশন দেখা যাবে। যেমন—ইউ, চ্যাটস, ফিচারড। এই ফিচারগুলো ডান দিকে সোয়াইপ করুন। এভাবে সোয়াইপ করতে করতে ‘ইভেন্ট’ সেকশন খুঁজে পাবেন। এই ইভেন্ট অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ইভেন্ট তৈরির পেজ চালু হলে ইভেন্টের বিভিন্ন বিষয় ঠিক করুন। যেমন—
ইভেন্টের নাম: ১০০ অক্ষরের মধ্যে একটি আকর্ষণীয় নাম নির্বাচন করুন, যাতে ইভেন্টটি সহজে সকলের নজরে আসে।
তারিখ ও সময়: ইভেন্ট কখন শুরু এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করুন।
ইভেন্টের ধরন: ইভেন্টটি সশরীরে (ইন পারসন) অনুষ্ঠিত হবে, না কি ভার্চুয়াল হবে, তা নির্ধারণ করুন। ভার্চুয়াল ইভেন্ট বেছে নিলে কীভাবে পরিচালনা করবেন, তা নির্বাচন করুন। সম্ভাব্য বিকল্পগুলো হলো—মেসেঞ্জার রুম, ফেসবুক লাইভ, অন্য প্ল্যাটফর্মে লিংক।
ইভেন্টের গোপনীয়তা: ইভেন্টটি শুধু গ্রুপের সদস্যদের জন্য সীমাবদ্ধ থাকবে, না কি সবার জন্য উন্মুক্ত থাকবে–তা নির্ধারণ করুন।
ইনভাইট অল গ্রুপ মেম্বারস: এই বিকল্পটি সক্রিয় করলে গ্রুপের যেসব সদস্য আপনার বন্ধু, তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
ইভেন্টের বিবরণ: এই অংশে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে অংশগ্রহণকারীরা ইভেন্টের উদ্দেশ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
কো হোস্ট: আপনার সঙ্গে যদি কেউ এই ইভেন্ট আয়োজন বা পরিচালনায় সহায়তা করে, তাহলে তাদের সহ-আয়োজক হিসেবে যোগ করুন। সদস্যের নাম টাইপ করে সহজেই যোগ করা যাবে।
ইভেন্ট চ্যাট: আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে ইভেন্ট-সম্পর্কিত নিয়মিত আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে। এ জন্য নিচের দিকে থাকা চ্যাট সেটিংস চালু করুন।
৫. ইভেন্ট আরও আকর্ষণীয় করতে ইভেন্টের জন্য একটি কভার ছবি নির্বাচন করতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ‘পিক এ জিআইএফ’, ‘গ্যালারি’ বা ‘আপলোড’ অপশন নির্বাচন করুন। এভাবে কভার ছবির জন্য জিআইএফ, ফেসবুকের বিশেষ ছবি বা নিজের ফোন থেকে ছবি নির্বাচন করতে পারবেন।
একই বিষয়ে আগ্রহী মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন ও সক্রিয় কমিউনিটি গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ফেসবুক গ্রুপ। এই ফেসবুকের গ্রুপের একটি কার্যকর ফিচার হলো—ইভেন্ট তৈরি করার সুবিধা।
আপনি চাইলে মিটআপ, ওয়েবিনার কিংবা যেকোনো ধরনের ইভেন্ট তৈরি করতে পারেন, আর ফেসবুক গ্রুপের ইভেন্ট ফিচার কমিউনিটির সদস্যদের কাছাকাছি আনার এক দুর্দান্ত উপায় হতে পারে।
ফেসবুক গ্রুপে ইভেন্ট তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুকে লগইন করুন এবং যে গ্রুপে ইভেন্ট তৈরি করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন। ইভেন্ট তৈরি করার জন্য গ্রুপের অ্যাডমিন বা অনুমোদিত সদস্য হওয়া প্রয়োজন।
২. এরপর ওপরের দিকে কিছু সেকশন দেখা যাবে। যেমন—ইউ, চ্যাটস, ফিচারড। এই ফিচারগুলো ডান দিকে সোয়াইপ করুন। এভাবে সোয়াইপ করতে করতে ‘ইভেন্ট’ সেকশন খুঁজে পাবেন। এই ইভেন্ট অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
৪. ইভেন্ট তৈরির পেজ চালু হলে ইভেন্টের বিভিন্ন বিষয় ঠিক করুন। যেমন—
ইভেন্টের নাম: ১০০ অক্ষরের মধ্যে একটি আকর্ষণীয় নাম নির্বাচন করুন, যাতে ইভেন্টটি সহজে সকলের নজরে আসে।
তারিখ ও সময়: ইভেন্ট কখন শুরু এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করুন।
ইভেন্টের ধরন: ইভেন্টটি সশরীরে (ইন পারসন) অনুষ্ঠিত হবে, না কি ভার্চুয়াল হবে, তা নির্ধারণ করুন। ভার্চুয়াল ইভেন্ট বেছে নিলে কীভাবে পরিচালনা করবেন, তা নির্বাচন করুন। সম্ভাব্য বিকল্পগুলো হলো—মেসেঞ্জার রুম, ফেসবুক লাইভ, অন্য প্ল্যাটফর্মে লিংক।
ইভেন্টের গোপনীয়তা: ইভেন্টটি শুধু গ্রুপের সদস্যদের জন্য সীমাবদ্ধ থাকবে, না কি সবার জন্য উন্মুক্ত থাকবে–তা নির্ধারণ করুন।
ইনভাইট অল গ্রুপ মেম্বারস: এই বিকল্পটি সক্রিয় করলে গ্রুপের যেসব সদস্য আপনার বন্ধু, তাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারবেন।
ইভেন্টের বিবরণ: এই অংশে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত লিখুন, যাতে অংশগ্রহণকারীরা ইভেন্টের উদ্দেশ্য ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
কো হোস্ট: আপনার সঙ্গে যদি কেউ এই ইভেন্ট আয়োজন বা পরিচালনায় সহায়তা করে, তাহলে তাদের সহ-আয়োজক হিসেবে যোগ করুন। সদস্যের নাম টাইপ করে সহজেই যোগ করা যাবে।
ইভেন্ট চ্যাট: আপনি চাইলে একটি চ্যাট গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে ইভেন্ট-সম্পর্কিত নিয়মিত আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাবে। এ জন্য নিচের দিকে থাকা চ্যাট সেটিংস চালু করুন।
৫. ইভেন্ট আরও আকর্ষণীয় করতে ইভেন্টের জন্য একটি কভার ছবি নির্বাচন করতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ‘পিক এ জিআইএফ’, ‘গ্যালারি’ বা ‘আপলোড’ অপশন নির্বাচন করুন। এভাবে কভার ছবির জন্য জিআইএফ, ফেসবুকের বিশেষ ছবি বা নিজের ফোন থেকে ছবি নির্বাচন করতে পারবেন।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে