আজকের পত্রিকা ডেস্ক
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।
ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।
মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।
৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।
৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।
৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।
ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।
ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।
মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।
৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।
৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।
৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।
৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে