Ajker Patrika

ফেসবুক মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৮: ৫৭
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ছবি: স্ক্রিন র‍্যান্ট
এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ছবি: স্ক্রিন র‍্যান্ট

ফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার সমাধান হলো মেসেঞ্জারে এইচডি ফিচার ব্যবহার করা।

এই ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে সহজেই এইচডি মানের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। ফলে ছবি ও ভিডিও অপরজন ডাউনলোড করলেও তা ঘোলাটে হয়ে যাবে না। কনটেন্টগুলো ডাউনলোডের পরও স্পষ্ট থাকবে।

ফিচারটি ব্যবহার করে একই সঙ্গে একাধিক ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে। এইচডি ছবি ও ভিডিওর সঙ্গে ‘এইচডি’ নামের ব্যাজ ছবির সঙ্গে যুক্ত হবে।

মেসেঞ্জারে এইচডি ছবি ও ভিডিও পাঠাবেন যেভাবে

১. প্রথমেই স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।

২. যে চ্যাটে এইচডি মানে ছবি ও ভিডিও পাঠাতে চান, সেই চ্যাটথ্রেডের ওপর ট্যাপ করুন।

৩. এখন নিচের বাঁ দিকে থাকা গ্যালারি আইকোন ট্যাপ করুন। এর ফলে ফোনের গ্যালারি চালু হবে।

৪. গ্যালারি থেকে পছন্দের মতো ছবি ও ভিডিও নির্বাচন করুন। আপনি চাইলে একাধিক ফাইলও নির্বাচন করতে পারেন।

৫. এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর জন্য ডান পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকনে ট্যাপ করুন। ফিচারটি চালু হলে আইকনটি নীল হয়ে যাবে।

৬. এরপর সেন্ড বাটনে ট্যাপ করুন। এভাবে এইচডি ছবি ও ভিডিও পাঠানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত