আজকের পত্রিকা ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।
ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।
তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।
ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।
৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।
৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।
১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।
১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।
১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।
১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।
১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক পেজ হয়ে উঠেছে ব্যবসা, ব্র্যান্ডিং ও ব্যক্তিগত পরিচিতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক পেজ পরিচালনা শুধু পোস্ট দেওয়া বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত আপডেট, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, ইনবক্স পরিচালনা, বিজ্ঞাপন চালানো, ইনসাইট বিশ্লেষণ ও কমিউনিটি গঠনের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ এর অন্তর্ভুক্ত। এসব কাজ একা একজনের পক্ষে সামলানো যেমন কঠিন, তেমনি অপ্রয়োজনীয় চাপের কারণও হতে পারে। তাই ফেসবুক পেজ সফলভাবে পরিচালনার জন্য একক ব্যক্তি নয়, প্রয়োজন হয় অতিরিক্ত অ্যাডমিন বা ম্যানেজার যুক্ত করার।
ফেসবুক পেজে নির্ভরযোগ্য ব্যক্তিকে যুক্ত করে বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। যেমন কনটেন্ট পোস্ট করা, কমেন্ট মডারেট করা, বিজ্ঞাপন পরিচালনা, এমনকি ইনসাইট রিপোর্ট দেখা ইত্যাদি।
তবে এই দায়িত্ব দেওয়ার আগে জানা জরুরি, কীভাবে নিরাপদ ও সঠিকভাবে একজন ফেসবুক ব্যবহারকারীকে পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত করতে হয়।
ফেসবুক পেজে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজ আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা গিয়ার বা সেটিংস আইকনে ট্যাপ করুন।
৮. এখন সার্চবক্সে ‘পেজ অ্যাকসেস’ টাইপ করুন।
৯. এরপর ‘পিপল উইথ ফেসবুক অ্যাকসেস’ অপশনের পাশে ‘অ্যাড নিউ’ বাটনের ওপর ট্যাপ করুন।
১০. এখন ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
১১. যাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান, তাঁর নাম ওপরের সার্চ বারে টাইপ করুন।
১২. সার্চ ফলাফল থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের ওপর ট্যাপ করুন।
১৩. এবার ‘গিভ অ্যাকসেস’ অপশনে টাইপ করুন।
১৪. পরের পেজে নিজের পাসওয়ার্ডটি দিন।
১৫. এখন ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করা যাবে।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে