আজকের পত্রিকা ডেস্ক
ডিজিটাল যুগে একটি কার্যকর অনলাইন কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক গ্রুপ। এটি শুধু বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন নয়, বরং একটি নির্দিষ্ট বিষয়ের চারপাশে আগ্রহী মানুষদের একত্রিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। তবে একটি গ্রুপ সফলভাবে চালানোর জন্য প্রয়োজন সঠিক মডারেশন ও নিয়মিত তদারকি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে পোস্ট অনুমোদন বা অ্যাপ্রুভাল।
ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন করার প্রক্রিয়া বেশ সহজ হলেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই অনেকের। গ্রুপ অ্যাডমিনদের জন্য পোস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাতে গ্রুপের গুণমান বজায় থাকে এবং অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর কনটেন্ট এড়িয়ে চলা যায়।
যেকোনো গ্রুপের জন্য তার সদস্যরা যে ধরনের পোস্ট করবেন, তা যেন গ্রুপের মূল উদ্দেশ্য ও নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার জন্য পোস্টের অনুমোদনের ফিচারটি চালু রাখতে হয়।
ফিচারটি চালু থাকলে ফেসবুক গ্রুপে কোনো সদস্য একটি পোস্ট দিলে তা সরাসরি গ্রুপে প্রকাশ না হয়ে প্রথমে মডারেটর বা অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ অবস্থায় থাকে (যদি গ্রুপ সেটিংসে পোস্ট অ্যাপ্রুভাল চালু থাকে)। এটি গ্রুপে অপ্রাসঙ্গিক, ক্ষতিকর বা স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে সহায়ক ভূমিকা রাখে।
ফেসবুক পোস্টের অনুমোদন দেবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার ‘পেনডিং অ্যাপ্রুভালস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন পেজ চালু হবে।
৮. এই পেজে গ্রুপ সদস্যদের পোস্টগুলো দেখা যাবে।
৯. যে পোস্ট গ্রুপে প্রকাশ করার জন্য অনুমতি দিতে চান, তার নিচের অ্যাপ্রুভ বাটনে ট্যাপ করুন।
আর পোস্টটি গ্রুপের নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ হলে ‘ডিকলাইন’ বাটনে ট্যাপ করুন। ফলে পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে না। পোস্টদাতা একটি নোটিফিকেশন পেতে পারেন।
ডিকলাইন করার সময় একটি কারণ দিতে পারেন। সে ক্ষেত্রে পোস্টদাতা দেখতে পারবেন কেন তাঁর পোস্টটি অনুমোদন করা হয়নি।
ডিজিটাল যুগে একটি কার্যকর অনলাইন কমিউনিটি তৈরির মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক গ্রুপ। এটি শুধু বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন নয়, বরং একটি নির্দিষ্ট বিষয়ের চারপাশে আগ্রহী মানুষদের একত্রিত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। তবে একটি গ্রুপ সফলভাবে চালানোর জন্য প্রয়োজন সঠিক মডারেশন ও নিয়মিত তদারকি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে পোস্ট অনুমোদন বা অ্যাপ্রুভাল।
ফেসবুক গ্রুপে পোস্ট অনুমোদন করার প্রক্রিয়া বেশ সহজ হলেও এই ব্যাপারে সঠিক ধারণা নেই অনেকের। গ্রুপ অ্যাডমিনদের জন্য পোস্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যাতে গ্রুপের গুণমান বজায় থাকে এবং অপ্রয়োজনীয় বা অপ্রীতিকর কনটেন্ট এড়িয়ে চলা যায়।
যেকোনো গ্রুপের জন্য তার সদস্যরা যে ধরনের পোস্ট করবেন, তা যেন গ্রুপের মূল উদ্দেশ্য ও নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করার জন্য পোস্টের অনুমোদনের ফিচারটি চালু রাখতে হয়।
ফিচারটি চালু থাকলে ফেসবুক গ্রুপে কোনো সদস্য একটি পোস্ট দিলে তা সরাসরি গ্রুপে প্রকাশ না হয়ে প্রথমে মডারেটর বা অ্যাডমিনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ অবস্থায় থাকে (যদি গ্রুপ সেটিংসে পোস্ট অ্যাপ্রুভাল চালু থাকে)। এটি গ্রুপে অপ্রাসঙ্গিক, ক্ষতিকর বা স্প্যাম কনটেন্ট ছড়ানো রোধে সহায়ক ভূমিকা রাখে।
ফেসবুক পোস্টের অনুমোদন দেবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। এটি আইফোনের ক্ষেত্রে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘গ্রুপস’ অপশন খুঁজে বের করে এতে ট্যাপ করুন।
৪. গ্রুপের তালিকায় স্ক্রল করে বা নাম দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন।
৫. গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৬. গ্রুপ চালু হলে ওপরের দিকে ‘ম্যানেজ’ অপশন দেখা যাবে। এতে ট্যাপ করুন।
৭. এবার ‘পেনডিং অ্যাপ্রুভালস’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন পেজ চালু হবে।
৮. এই পেজে গ্রুপ সদস্যদের পোস্টগুলো দেখা যাবে।
৯. যে পোস্ট গ্রুপে প্রকাশ করার জন্য অনুমতি দিতে চান, তার নিচের অ্যাপ্রুভ বাটনে ট্যাপ করুন।
আর পোস্টটি গ্রুপের নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ হলে ‘ডিকলাইন’ বাটনে ট্যাপ করুন। ফলে পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে না। পোস্টদাতা একটি নোটিফিকেশন পেতে পারেন।
ডিকলাইন করার সময় একটি কারণ দিতে পারেন। সে ক্ষেত্রে পোস্টদাতা দেখতে পারবেন কেন তাঁর পোস্টটি অনুমোদন করা হয়নি।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে