আজকের পত্রিকা ডেস্ক
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারেন। তাই অনেক সময় গ্রুপে নতুন অ্যাডমিন যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা যায়।
গ্রুপ চ্যাটে অ্যাডমিন খুব সহজেই যুক্ত করা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ চ্যাটে নতুন অ্যাডমিন যোগ করা যায়।
মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার চালু করুন।
২. এরপর স্ক্রল করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন বা ওপরের সার্চ বারে গ্রুপে নাম লিখুন।
৩. এখন গ্রুপ চ্যাটটির ওপর ট্যাপ করুন।
৪. এবার বাঁ পাশের ওপরের দিকে থাকা গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। ফলে গ্রুপের সেটিংস চালু হবে।
৫. এখন নিচের দিকে স্ক্রল করে ‘সি মেম্বারস’ অপশনে ট্যাপ করুন। ফলে গ্রুপ চ্যাটের সব সদস্যদের দেখা যাবে।
৬. যে গ্রুপ সদস্যকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান তার নামের ওপর ট্যাপ করুন। এর ফলে নতুন মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
৮. এখন ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
এভাবে খুব সহজেই অ্যাডমিন যুক্ত করা যাবে।
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারেন। তাই অনেক সময় গ্রুপে নতুন অ্যাডমিন যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা যায়।
গ্রুপ চ্যাটে অ্যাডমিন খুব সহজেই যুক্ত করা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই গ্রুপ চ্যাটে নতুন অ্যাডমিন যোগ করা যায়।
মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার চালু করুন।
২. এরপর স্ক্রল করে কাঙ্ক্ষিত গ্রুপ খুঁজে বের করুন বা ওপরের সার্চ বারে গ্রুপে নাম লিখুন।
৩. এখন গ্রুপ চ্যাটটির ওপর ট্যাপ করুন।
৪. এবার বাঁ পাশের ওপরের দিকে থাকা গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। ফলে গ্রুপের সেটিংস চালু হবে।
৫. এখন নিচের দিকে স্ক্রল করে ‘সি মেম্বারস’ অপশনে ট্যাপ করুন। ফলে গ্রুপ চ্যাটের সব সদস্যদের দেখা যাবে।
৬. যে গ্রুপ সদস্যকে অ্যাডমিন হিসেবে যুক্ত করতে চান তার নামের ওপর ট্যাপ করুন। এর ফলে নতুন মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
৮. এখন ‘অ্যাড’ বাটনে ট্যাপ করুন।
এভাবে খুব সহজেই অ্যাডমিন যুক্ত করা যাবে।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে