আগামী বছর বাজারে আসবে স্যামসাংয়ের এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা। এই হাই–এন্ড ফোনটির ডিসপ্লেসহ অন্যান্য স্পেসিফিকেশন আগেই ফাঁস হয়েছে। এবার ফাঁস হলো ফোনটির ক্যামেরা সম্পর্কিত বিস্তারিত তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগের মডেলের মতো এই ফোনেটির ক্যামেরা সেন্সর ২০০ মেগাপিক্সেল হলেও এতে নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪+ মডেল দুটিও গুরুত্বপূর্ণ কিছু হালনাগাদ পাবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার নতুন ক্যামেরা সেন্সর
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) এক পোস্টে বলছে, আগের গ্যালাক্সি এস ২৩ আল্ট্রার মতো গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে একই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। তবে নতুন ফোনটিতে ‘আইসোসেল এইচপিএসএক্স’ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এই সেন্সর গ্যালাক্সি এস ২৩ আল্ট্রাতে ব্যবহৃত আইসোসেল এইচপি ২ সেন্সরের চেয়ে আরও উন্নত।
আইসোসেল এইচপিএসএক্স সেন্সরটি ১ / ১.৩ ইঞ্চি অপটিকাল ফরমেটের এবং প্রতিটি পিক্সেলের আকার ০.৭ মাইক্রোমিটার। ধারণা করা হচ্ছে, ক্যামেরাটিতে সুপার কোয়াড ফেজ ডিটেকশন অটোফোকাস, ৮কে মানের ৩০ এএফপিএস (ফ্রেম রেট) ভিডিও রেকর্ডিং, ১৬–ইন–১ (১২ এমপি) এবং ৪–ইন–১ (৫০ এমপি) পিক্সেল বাইনিং মোড (সুপার পিক্সেল) থাকতে পারে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৩ এক্স অপটিকাল জুম লেন্স এবং ওআইএস থাকবে যার ফলে ছবির ডিটেইলস আরও ভালোভাবে ফুটে উঠবে। ধারণা করা হচ্ছে, ফোনটিতে আগের মতো ১২ এমপি সেলফি ক্যামেরা, ১২ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ এমপি টেলিফোটো ক্যামেরা (১০ এক্স জুম) থাকবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: ইন–ডিসপ্লে
গঠন: টাইটেনিয়াম ফ্রেম
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ১২ জিবি/ ১৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি/ ২ টিবি
আইপি রেটিং (পানি ও ধূলা প্রতিরোধ) : আইপি ৬৮
স্পিকার: স্টেরিও
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট (১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চাজিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং)
আগামী বছর বাজারে আসবে স্যামসাংয়ের এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা। এই হাই–এন্ড ফোনটির ডিসপ্লেসহ অন্যান্য স্পেসিফিকেশন আগেই ফাঁস হয়েছে। এবার ফাঁস হলো ফোনটির ক্যামেরা সম্পর্কিত বিস্তারিত তথ্য।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগের মডেলের মতো এই ফোনেটির ক্যামেরা সেন্সর ২০০ মেগাপিক্সেল হলেও এতে নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪+ মডেল দুটিও গুরুত্বপূর্ণ কিছু হালনাগাদ পাবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার নতুন ক্যামেরা সেন্সর
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) এক পোস্টে বলছে, আগের গ্যালাক্সি এস ২৩ আল্ট্রার মতো গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে একই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। তবে নতুন ফোনটিতে ‘আইসোসেল এইচপিএসএক্স’ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এই সেন্সর গ্যালাক্সি এস ২৩ আল্ট্রাতে ব্যবহৃত আইসোসেল এইচপি ২ সেন্সরের চেয়ে আরও উন্নত।
আইসোসেল এইচপিএসএক্স সেন্সরটি ১ / ১.৩ ইঞ্চি অপটিকাল ফরমেটের এবং প্রতিটি পিক্সেলের আকার ০.৭ মাইক্রোমিটার। ধারণা করা হচ্ছে, ক্যামেরাটিতে সুপার কোয়াড ফেজ ডিটেকশন অটোফোকাস, ৮কে মানের ৩০ এএফপিএস (ফ্রেম রেট) ভিডিও রেকর্ডিং, ১৬–ইন–১ (১২ এমপি) এবং ৪–ইন–১ (৫০ এমপি) পিক্সেল বাইনিং মোড (সুপার পিক্সেল) থাকতে পারে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৩ এক্স অপটিকাল জুম লেন্স এবং ওআইএস থাকবে যার ফলে ছবির ডিটেইলস আরও ভালোভাবে ফুটে উঠবে। ধারণা করা হচ্ছে, ফোনটিতে আগের মতো ১২ এমপি সেলফি ক্যামেরা, ১২ এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ১০ এমপি টেলিফোটো ক্যামেরা (১০ এক্স জুম) থাকবে।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: ইন–ডিসপ্লে
গঠন: টাইটেনিয়াম ফ্রেম
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
মেমোরি: ১২ জিবি/ ১৬ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি/ ২ টিবি
আইপি রেটিং (পানি ও ধূলা প্রতিরোধ) : আইপি ৬৮
স্পিকার: স্টেরিও
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট (১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চাজিং ও ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং)
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
৪ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৬ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৬ ঘণ্টা আগে