স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ কেমন হবে, তা প্রত্যাশিত সময়ের বেশ আগেই জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। স্যামসাংয়ের নতুন মডেলটি ফেব্রুয়ারিতে উন্মোচিত হওয়ার কথা ছিল। কিন্তু এর বহু আগেই তা প্রকাশ পাবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল জানায়।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনটি ১৭ জানুয়ারি উন্মোচন করা হবে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএস বিজ দাবি করেছে। ওই দিন ফোন উন্মোচনের জন্য এক লঞ্চিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এদিকে গ্যালাক্সি এস২৩ এফই মডেল ১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াতে উন্মোচন করা হবে। এই মডেলের দাম প্রায় ৬০০ ডলার।
তিন বছর পর দক্ষিণ কোরিয়াতে গ্যালাক্সি এস সিরিজের ফ্যান এডিশন লঞ্চ করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা সাধারণত দামি ফোন কিনতে পছন্দ করে। তবে চলমান অর্থনৈতিক সংকট ও মন্থর বাজারের জন্য স্যামসাং মাঝারি দামের ফোন আনছে।
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি চ্যালেঞ্জিং সময় পার করছে। গ্যালাক্সি এস ২৪ ফোনটির মাধ্যমে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে কোম্পানিটি।
বিভিন্ন তথ্যসূত্র বলছে, এই মডেল একটি এআইভিত্তিক ফোন হবে। চ্যাটজিপিটি ও ডাল-ই এর মতো জেনারেটিভ এআই এই ফোনটিতে ব্যবহার করা হবে।
ইতিমধ্যে স্যামসাং নিজস্ব প্রসেসর এক্সিনস ২৪০০ এর ঘোষণা দিয়েছে। এই প্রসেসরের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ৩০ শতাংশ, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসর ইউনিট) ৭০ শতাংশ ও এনপিইউ (নেটওয়ার্ক প্রসেসর ইউনিট) ১৪ দশমিক ৭ গুণ দ্রুত চলবে। এটি ডিভাইসে এআই ফিচারগুলোর প্রসেসরের জন্য তৈরি করা হয়েছে।
আইফোন ১৫ প্রো সিরিজের মতো গ্যালাক্সি ২৪ আল্ট্রাতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করবে স্যামসাং। এ ছাড়া ২৫০০ নিট ব্রাইটনেসসহ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স এলটিপিও স্ক্রিন ব্যবহার করা হতে পারে এই ফোনে।
প্রতিবছর এই সিরিজ সাধারণত ফেব্রুয়ারিতে বাজারে আসে এবং মার্চ থেকে বিক্রি শুরু হয়। এবার জানুয়ারির মাঝামাঝি এই ফোনের উন্মোচন হলে, মাসের শেষ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
কম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৩ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৪ ঘণ্টা আগেকোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
৫ ঘণ্টা আগে