সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।
জেড ফোল্ড ৬ ফোনটির নকশা বইয়ের মতো। ভাঁজ করা অবস্থায় মডেলটির ডিসপ্লে সাধারণ ফোনের মতো হবে। আর ভাঁজ খুললে এটি প্রায় ট্যাবলেটের মতো হবে। ফলে খুব সহজে বড় স্ক্রিনে ভিডিও দেখা বা গেমিংয়ের মতো কাজ করা যাবে।
অপরদিকে ঝিনুকের খোলসের মতো ভাঁজের নকশায় (ক্ল্যাম সেল) জেড ফ্লিপ ৬ ফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির ভাঁজ খুললে সাধারণ স্মার্টফোনের আকার ধারণ করে। আর ভাঁজ করলে ছোট হয়ে যায়। ফলে খুব সহজে বুকপকেট বা ছোট ব্যাগে রাখা যাবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর দাম:
আগের মডেলগুলোর তুলনায় নতুন মডেল দুটির দাম ১০০ ডলার বা প্রায় ১১ হাজার ৭৫০ টাকা বেড়েছে। প্রারম্ভিক দাম ১ হাজার ৮৯৯ ডলার বা প্রায় ২ লাখ ২৩ হাজার ১৩৬ টাকা।
আর গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর প্রারম্ভিক দাম ১ হাজার ৯৯ ডলার বা ১ লাখ ২৯ হাজার ১৩৫ টাকা।
বর্তমানে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
জেড ফোল্ড ৬ মডেলটি ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। আর এগুলো প্রতিটির র্যামই ১২ জিবি। গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটির ২৫৬ জিবি, ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটিরও র্যাম ১২ জিবি থাকবে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মধ্যে কী কী মিল ও পার্থক্য রয়েছে, সেগুলো স্পেসিফিকেশনের তালিকার দিকে তাকালেই বোঝা যাবে। দুটি মডেলের স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড), ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) ও ১০ মেগাপিক্সেল (৩ এক্স টেলিফটো)
সামনের ক্যামেরা: ৪ মেগাপিক্সেল (ডিসপ্লে ভেতরের সেলফি ক্যামেরা) ও ১০ মেগাপিক্সেল (কভার ডিসপ্লে)
ওজন: ২৩৯ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৭ দশমিক ৬ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: পরিবর্তনশীল ১ থেকে ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.০৪ x৫.২১ x০.২২ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৬.০৪ x২.৬৮ x০.৪৮ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট (টিবি)
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) ও ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড)
সামনের ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
ওজন: ১৮৭ গ্রাম
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
বাইরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ৬০ হার্টজ
ভেতরের ডিসপ্লের রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
সাইজ: ভাঁজ খোলা অবস্থায় ৬.৫ x ২.৮৩ x ০.২৭ ইঞ্চি ও ভাঁজ করা অবস্থায় ৩.৩৫ x ২.৮৩ x ০.৫৯ ইঞ্চি
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
আইপি রেটিং: আইপি ৪৮
মেমোরি: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৪ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১১ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১২ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১৫ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৮ ঘণ্টা আগে