আজকের পত্রিকা ডেস্ক
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।
রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং
চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),
অন্যদিকে ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।
এ ছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ ইন্টারনাল স্টোরেজ জিবি, ১৬ জিবি র্যাম + ৫১২ ইন্টারনাল স্টোরেজ জিবি এবং ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণগুলোর দাম যথাক্রমে ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৯ হাজার ৯৯৩ টাকা), ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান (প্রায় ৫৪ হাজার ৯৯৪ টাকা), ৩ হাজার ৭৯৯ চীনা ইউয়ান (প্রায় ৬৩ হাজার ৩২৯ টাকা)।
এটি গ্রাফেন-আইস (নীল), গ্রাফেন-স্নো (সাদা) এবং গ্রাফেন-নাইট (কালো) রঙের পাওয়া যাবে।
রিয়েলমি জিটি ৭-এর স্পেসিফিকেশন
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আরও খবর পড়ুন:
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১২ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৪ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৭ ঘণ্টা আগে