গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোনের নতুন চারটি রঙ ভারতের বাজারে ছাড়ল স্যামসাং। কোম্পানিটি এক ঘোষণায় বলেছে, ফ্লোডিং ফোনটি স্পেশাল এডিশন হওয়ায় এতে চারটি নতুন রঙ যুক্ত করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গ্যালাক্সি জি ফ্লিপ ৫ ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট ও ল্যাভেন্ডার–এই চারটি রঙে পাওয়া যেত। এর সঙ্গে নতুনভাবে ইয়োলো, গ্রে, ব্লু ও গ্রীন–চার রঙ যুক্ত হয়েছে।
রংগুলো ছাড়া এই মডেলে আর কোনো পরিবর্তন আনা হয়নি। এর দামও অপরিবর্তিত রয়েছে। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এর দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি।
গ্যালাক্সি জি জেড ৫ ফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১২ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি
আন ফ্লোডেড অবস্থায় আয়তন: ১৬৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ৬ দশমিক ৯ এমএম
ফ্লোডিং অবস্থায় আয়তন: ৮৫ দশমিক ১ x ৭১ দশমিক ৯ x ১৫ দশমিক ১ এমএম।
ওজন: ১৮৭ গ্রাম
ভেতরের ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে
বাইরের ডিসপ্লে: ৩ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড প্যানেল
অপারেটিং সিস্টেম: ওয়ান ইউআই ৫.১. ১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি বা ৫১২ জিবি
ইউএসবি: টাইপ সি–৩ দশমিক ২
ব্যাটারি: ৩,৭০০ এমএএইচ
চার্জিং: ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
কম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৩ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৪ ঘণ্টা আগেকোথাও জীবনযাত্রার উচ্চ ব্যয়, ঋণের বোঝা এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে তরুণ প্রজন্ম বিয়ে বিলম্বিত করছে বা এড়িয়ে যাচ্ছে। আবার কোথাও প্রথাগত বিয়ের গুরুত্ব কমে আসছে।
৫ ঘণ্টা আগে