চীনের বাজারে রেনো ১২ সিরিজের নতুন মডেল রেনো ১২ ও রেনো ১২ প্রো উন্মোচন করল অপো। দুটি স্মার্টফোনেই কার্ভ ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
গত ২৩ মে (বৃহস্পতিবার) একই সঙ্গে ফোন দুটি উন্মোচন করে অপো। এই মাসের শেষের দিকে চীনের খুচরা বাজারে মডেলগুলো বিক্রি শুরু হবে। তবে চীনের অপো ওয়েবসাইটে এখন থেকেই মডেল দুটি প্রি অর্ডার দেওয়া যাবে।
অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো দাম
অপো রেনো ১২ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪৪ হাজার ৪৬৮ টাকা। অপো রেনো ১২ এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও অপো রেনো ১২ এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম একই। এই দুই সংস্করণের দাম হলো—২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪৯ হাজার ৪১০ টাকা।
অপরদিকে অপো রেনো ১২ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৫৬ হাজার টাকা। অপো রেনো ১২ প্রো এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩ হাজার ৬৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৬০ হাজার ৯৪৩ টাকা। আর অপো রেনো ১২ প্রো এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৬৫ হাজার ৮৮৬ টাকা।
অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো রং
অপো রেনো ১২ ফোনটি ইবনি ব্ল্যাক (কালো), মিলিনিয়াম সিলভার (রুপালি) ও সফট পিচ (হালকা কমলা) রঙে পাওয়া যাবে।
অপো রেনো ১২ প্রো মডেলটি শ্যাম্পেইন গোল্ড (একধরনের সোনালি), ইবনি ব্ল্যাক (কালো) ও সিলভার ম্যাজিক পার্পল (রুপালি ও বেগুনি শেডের) রঙে পাওয়া যাবে।
অপো রেনো ১২ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি কার্ভ ওলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ১২০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৪ এনএম অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০
মেমোরি: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
ওয়াই–ফাই: ৬
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
অপো রেনো ১২ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও সনি আইএমএক্স ৮৯০ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি কার্ভ ওলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ১২০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৪ এনএম অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০
মেমোরি: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
ওয়াই–ফাই: ৬
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজারে রেনো ১২ সিরিজের নতুন মডেল রেনো ১২ ও রেনো ১২ প্রো উন্মোচন করল অপো। দুটি স্মার্টফোনেই কার্ভ ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
গত ২৩ মে (বৃহস্পতিবার) একই সঙ্গে ফোন দুটি উন্মোচন করে অপো। এই মাসের শেষের দিকে চীনের খুচরা বাজারে মডেলগুলো বিক্রি শুরু হবে। তবে চীনের অপো ওয়েবসাইটে এখন থেকেই মডেল দুটি প্রি অর্ডার দেওয়া যাবে।
অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো দাম
অপো রেনো ১২ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪৪ হাজার ৪৬৮ টাকা। অপো রেনো ১২ এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও অপো রেনো ১২ এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম একই। এই দুই সংস্করণের দাম হলো—২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪৯ হাজার ৪১০ টাকা।
অপরদিকে অপো রেনো ১২ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৫৬ হাজার টাকা। অপো রেনো ১২ প্রো এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩ হাজার ৬৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৬০ হাজার ৯৪৩ টাকা। আর অপো রেনো ১২ প্রো এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৬৫ হাজার ৮৮৬ টাকা।
অপো রেনো ১২ ও অপো রেনো ১২ প্রো রং
অপো রেনো ১২ ফোনটি ইবনি ব্ল্যাক (কালো), মিলিনিয়াম সিলভার (রুপালি) ও সফট পিচ (হালকা কমলা) রঙে পাওয়া যাবে।
অপো রেনো ১২ প্রো মডেলটি শ্যাম্পেইন গোল্ড (একধরনের সোনালি), ইবনি ব্ল্যাক (কালো) ও সিলভার ম্যাজিক পার্পল (রুপালি ও বেগুনি শেডের) রঙে পাওয়া যাবে।
অপো রেনো ১২ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও সনি এলওয়াইটি ৬০০ প্রাইমারি সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি কার্ভ ওলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ১২০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৪ এনএম অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২৫০
মেমোরি: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
ওয়াই–ফাই: ৬
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
অপো রেনো ১২ প্রো এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও সনি আইএমএক্স ৮৯০ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি ও ৫ জি
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি কার্ভ ওলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ব্রাইটনেস: ১২০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪
চিপসেট: ৪ এনএম অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০
মেমোরি: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ও ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৪
ওয়াই–ফাই: ৬
এনএফসি: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভক ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন। ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন!
১ ঘণ্টা আগেস্রোতের তীব্র গতির বিপরীতে ছুটে চলেছে একটি রেসিং নৌকা। তার সরু গলুইয়ে দাঁড়িয়ে নেচে চলেছে এক বালক। মুখে আত্মবিশ্বাসের হাসি, শরীরে জাদুকরি ছন্দ; এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ১১ বছর বয়সী এই বালকের নাম রায়ান আরকান ধিখা, দেশ ইন্দোনেশিয়া। দেশটির এক প্রত্যন্ত গ্রামের এই বালকের অবিশ্বাস্য...
২ ঘণ্টা আগেডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২০ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১ দিন আগে