সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
৬ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৮ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
৯ ঘণ্টা আগে