আইফোন ১৬ সিরিজ উন্মোচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশি সময় রাত ১১ টায়) একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজটি উন্মোচন করা হবে।
এই বছরের ইভেন্টের থিম রাখা হয়েছে ‘ইটস গ্লোটাইম’। মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি আগামী ১০ সেপ্টেম্বর হবে বলে বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করেছিল। তবে বরাবরের মতো সবাইকে অবাক করে ইভেন্টটির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এই ইভেন্টে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেল ও এয়ারপডস ৪ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইওএস ১৮, ম্যাকওএস সিকোইয়া ও অ্যাপলের অন্যান্য সফটওয়্যার আপডেটের উন্মোচনের তারিখও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এবারের আইফোন ১৬ সিরিজের সব মডেলেই কাস্টমাইজেবল অ্যাকশন বাটন এবং নতুন ক্যাপচার বাটন থাকবে। ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে এসব বাটনে। ক্যাপচার বাটনটি ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটনের নিচে থাকবে।
অ্যাপল এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে এ১৮ চিপ যুক্ত করছে, যা আইওএস ১৮–এর অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল) ফিচারগুলো সমর্থন করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলগুলোতে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু প্রো মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানো হবে। আইফোন ১৬ প্রো এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে। উভয় মডেলে ৫ এক্স টেলিফটো জুম অপশনও থাকবে, যা গত বছর শুধু প্রো ম্যাক্স মডেলে ছিল।
অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ ১০–এর ক্ষেত্রে একটি পাতলা ডিজাইন ও বড় ডিসপ্লে দেখা যেতে পারে। এ ছাড়া এতে খুব বড় পরিবর্তন দেখা যাবে না। অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ আলট্রারও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। সম্ভবত নতুন স্বাস্থ্য বিষয়ক ফিচার যেমন ঘুমের অ্যাপনিয়া শনাক্তকরণ ও রক্তচাপ মনিটরিং ফিচার যেতে পারে।
এয়ারপডস ৪ এর দুটি মডেল আসছে। এর মধ্যে একটি সরাসরি বর্তমান এয়ারপডস ৩ এর উত্তরসূরি এবং অপরটি আরও উন্নত মডেল যা অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করবে।
অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশি সময় রাত ১১ টায়) একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজটি উন্মোচন করা হবে।
এই বছরের ইভেন্টের থিম রাখা হয়েছে ‘ইটস গ্লোটাইম’। মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি আগামী ১০ সেপ্টেম্বর হবে বলে বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করেছিল। তবে বরাবরের মতো সবাইকে অবাক করে ইভেন্টটির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এই ইভেন্টে আইফোন ১৬ সিরিজের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেল ও এয়ারপডস ৪ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইওএস ১৮, ম্যাকওএস সিকোইয়া ও অ্যাপলের অন্যান্য সফটওয়্যার আপডেটের উন্মোচনের তারিখও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এবারের আইফোন ১৬ সিরিজের সব মডেলেই কাস্টমাইজেবল অ্যাকশন বাটন এবং নতুন ক্যাপচার বাটন থাকবে। ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে এসব বাটনে। ক্যাপচার বাটনটি ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটনের নিচে থাকবে।
অ্যাপল এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে এ১৮ চিপ যুক্ত করছে, যা আইওএস ১৮–এর অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল) ফিচারগুলো সমর্থন করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলগুলোতে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু প্রো মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানো হবে। আইফোন ১৬ প্রো এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের ডিসপ্লে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে। উভয় মডেলে ৫ এক্স টেলিফটো জুম অপশনও থাকবে, যা গত বছর শুধু প্রো ম্যাক্স মডেলে ছিল।
অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ ১০–এর ক্ষেত্রে একটি পাতলা ডিজাইন ও বড় ডিসপ্লে দেখা যেতে পারে। এ ছাড়া এতে খুব বড় পরিবর্তন দেখা যাবে না। অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ আলট্রারও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। সম্ভবত নতুন স্বাস্থ্য বিষয়ক ফিচার যেমন ঘুমের অ্যাপনিয়া শনাক্তকরণ ও রক্তচাপ মনিটরিং ফিচার যেতে পারে।
এয়ারপডস ৪ এর দুটি মডেল আসছে। এর মধ্যে একটি সরাসরি বর্তমান এয়ারপডস ৩ এর উত্তরসূরি এবং অপরটি আরও উন্নত মডেল যা অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করবে।
অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে ইভেন্টটি সরাসরি দেখা যাবে।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
৬ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৮ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
৯ ঘণ্টা আগে