দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
দুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি। ২০১৮ সালে বাজারে আসা আইফোন এক্সএস ম্যাক্স ও ২০১৫ সালের আইফোন ৬ এস প্লাস এখন ভিনটেজ পণ্যের তালিকায় ঠাঁই পেয়েছে। এ ছাড়া অ্যাপল ওয়াচ সিরিজ ২ এখন অবসোলেট পণ্য।
তবে আইফোন ৬ এস প্লাস ৩২ জিবি স্টোরেজ মডেলটি আগে থেকেই ‘অবসোলেট’ হিসেবে তালিকাভুক্ত ছিল।
অ্যাপলের ভিনটেজ পণ্য
অ্যাপলের সাপোর্ট পেজ অনুসারে, ‘যখন অ্যাপল একটি পণ্য বিক্রির জন্য বিতরণ করা বন্ধ করে দেয় এবং সেই পণ্যটি ৫ বছরের বেশি ও ৭ বছরের কম পুরোনো হয়, তখন সেটিকে ভিনটেজ পণ্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে নিম্নলিখিত আইফোন মডেলগুলি অ্যাপল ভিনটেজ পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে—
অ্যাপল অবসোলেট পণ্য কি
অ্যাপল সাপোর্ট পেজে বলা হয়েছে যে, পণ্যগুলো অবসোলেট (পুরোনো) হয়ে যায় যখন অ্যাপল সেগুলো বিক্রির জন্য সরবরাহ বন্ধ করে দেয় এবং যেগুলো ৭ বছরেরও বেশি সময় আগে। অ্যাপল অবসোলেট পণ্যগুলোর জন্য সব হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় এবং সার্ভিস প্রোভাইডাররা অবসোলেট পণ্যগুলোর জন্য যন্ত্রাংশ অর্ডার করতে পারে না।
তবে, ম্যাক ল্যাপটপগুলোর জন্য বিশেষ নিয়ম রয়েছে। এগুলো ১০ বছর পর্যন্ত ব্যাটারি পরিবর্তন বা মেরামতের যোগ্য হতে পারে। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
অ্যাপল ওয়াচ সিরিজ ২–এর যেসব মডেল এখন ‘অবসোলেট’
অ্যাপল ওয়াচ সিরিজ ২ এর চারটি মডেল এখন অবসোলেট হিসেবে বিবেচিত। এগুলো হলো—
তথ্যসূত্র: ম্যাকরিউমার, ৯ টুফাইভম্যাক
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
৭ মিনিট আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৩ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে