মুহাম্মদ শফিকুর রহমান
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
বিশ্বজুড়ে বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমছে। দ্রুত পাল্টে যাচ্ছে বিবাহের ধারণা। অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গভীর মনোযোগের কারণে অনেক দেশে প্রথাগত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা কমছে। তরুণেরা এখন কর্মজীবন, শিক্ষা, ভ্রমণ এবং ব্যক্তিগত বিকাশকে...
২৭ মিনিট আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২০ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে