চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্টঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্টব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রীন রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।
পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্টঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
দাম ও রং
চীনে রেডমি ব্যান্ড ৩ এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাড় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।
রেডমি ব্র্যান্ড ৩ এর স্পেসিফিকেশন ও ফিচার
স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস সমর্থন করে।
এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার রয়েছে। স্মার্টঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।
রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টারও কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্টঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্টব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রীন রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।
পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্টঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।
দাম ও রং
চীনে রেডমি ব্যান্ড ৩ এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে—ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাড় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।
রেডমি ব্র্যান্ড ৩ এর স্পেসিফিকেশন ও ফিচার
স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস সমর্থন করে।
এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার রয়েছে। স্মার্টঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।
রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টারও কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিশ্বজুড়ে বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমছে। দ্রুত পাল্টে যাচ্ছে বিবাহের ধারণা। অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গভীর মনোযোগের কারণে অনেক দেশে প্রথাগত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা কমছে। তরুণেরা এখন কর্মজীবন, শিক্ষা, ভ্রমণ এবং ব্যক্তিগত বিকাশকে...
২৭ মিনিট আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২০ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে