আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপোর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউস অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই ডিভাইস সারা দেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে। যাঁরা একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স চান, তাঁদের জন্য এই ডিভাইস একদম যথার্থ হবে।
অপো এ৫ মডেলকে টেকসই করার ওপর জোর দিয়েছে অপো। এর পাশাপাশি হঠাৎ ছিটে আসা পানি বা ধুলোবালু থেকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহৃত হয় আইপি ৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। ফোনটির ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স ফোনটিকে হাত থেকে পড়ে যাওয়া বা কোনায় আঘাত পাওয়া থেকে সুরক্ষিত রাখবে। একই সঙ্গে এসজিএস গোল্ড সার্টিফিকেশন থেকে বোঝা যায় যে, ডিভাইসটি যেকোনো প্রতিকূল পরিবেশের জন্য একদম উপযুক্ত।
এ ছাড়া, ফোনটিতে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা কেবল ৫ বছরের জন্য ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিতই করবে। এর সঙ্গে থাকা ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জের কারণে ডিভাইসটি মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ ও ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ গ্রহণ করতে সক্ষম। ফলে, এখন গেমিং ও স্ট্রিমিংয়ে সহজে চার্জ ফুরাবে না এবং দ্রুত চার্জ হবে।
পাশাপাশি, এআই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ নিয়ে এসেছে অপো এ৫। এর ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি ধারণ করে, যেখানে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পোর্ট্রেটে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার করে। এ ছাড়া ফোনটির ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা প্রতিটি শটকে আরও প্রাণবন্ত করে তোলে। ফোনটিতে এআই ইরেজার ২.০-এর মতো ফিচার, মাত্র কয়েকটি ট্যাপে ছবির অনাকাঙ্ক্ষিত অংশ সরিয়ে মুহূর্তেই এডিট করার সুযোগ দেয়।
অপো এ৫ দেখতেও বেশ স্টাইলিশ। এর আলট্রা-ব্রাইট ১ হাজার নিট ডিসপ্লে প্রখর সূর্যালোকেও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন, দুটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। শহরে হোক বা ঘরের বাইরে, সারা দিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা এই স্মার্টফোন বেশ হালকা এবং হাতে ধরতে আরামদায়ক।
অপো এ৫-এ আরও ব্যবহার করা হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও কনটেন্টের জন্য পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। অপোর সিস্টেম লেভেল অপটিমাইজেশনের কারণে এটি এমন একটি ডিভাইস হয়েছে, যা একই সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপোতে আমাদের ক্রেতারা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পান। অপো এ৫-এর মাধ্যমে বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, পারফরম্যান্স বা মানের সঙ্গে কোনো প্রকার আপস করা ছাড়াই।’
ফোনটি মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।
আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করুন।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপোর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউস অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই ডিভাইস সারা দেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে। যাঁরা একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স চান, তাঁদের জন্য এই ডিভাইস একদম যথার্থ হবে।
অপো এ৫ মডেলকে টেকসই করার ওপর জোর দিয়েছে অপো। এর পাশাপাশি হঠাৎ ছিটে আসা পানি বা ধুলোবালু থেকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহৃত হয় আইপি ৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। ফোনটির ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স ফোনটিকে হাত থেকে পড়ে যাওয়া বা কোনায় আঘাত পাওয়া থেকে সুরক্ষিত রাখবে। একই সঙ্গে এসজিএস গোল্ড সার্টিফিকেশন থেকে বোঝা যায় যে, ডিভাইসটি যেকোনো প্রতিকূল পরিবেশের জন্য একদম উপযুক্ত।
এ ছাড়া, ফোনটিতে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা কেবল ৫ বছরের জন্য ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিতই করবে। এর সঙ্গে থাকা ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জের কারণে ডিভাইসটি মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ ও ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ গ্রহণ করতে সক্ষম। ফলে, এখন গেমিং ও স্ট্রিমিংয়ে সহজে চার্জ ফুরাবে না এবং দ্রুত চার্জ হবে।
পাশাপাশি, এআই ক্যামেরা সিস্টেমের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ নিয়ে এসেছে অপো এ৫। এর ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি ধারণ করে, যেখানে ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পোর্ট্রেটে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার করে। এ ছাড়া ফোনটির ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা প্রতিটি শটকে আরও প্রাণবন্ত করে তোলে। ফোনটিতে এআই ইরেজার ২.০-এর মতো ফিচার, মাত্র কয়েকটি ট্যাপে ছবির অনাকাঙ্ক্ষিত অংশ সরিয়ে মুহূর্তেই এডিট করার সুযোগ দেয়।
অপো এ৫ দেখতেও বেশ স্টাইলিশ। এর আলট্রা-ব্রাইট ১ হাজার নিট ডিসপ্লে প্রখর সূর্যালোকেও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন, দুটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। শহরে হোক বা ঘরের বাইরে, সারা দিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা এই স্মার্টফোন বেশ হালকা এবং হাতে ধরতে আরামদায়ক।
অপো এ৫-এ আরও ব্যবহার করা হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও কনটেন্টের জন্য পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। অপোর সিস্টেম লেভেল অপটিমাইজেশনের কারণে এটি এমন একটি ডিভাইস হয়েছে, যা একই সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপোতে আমাদের ক্রেতারা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পান। অপো এ৫-এর মাধ্যমে বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, পারফরম্যান্স বা মানের সঙ্গে কোনো প্রকার আপস করা ছাড়াই।’
ফোনটি মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।
আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করুন।
কাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১১ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
১৬ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১৮ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
২১ ঘণ্টা আগে