ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
ডিজাইন বা নকশা ও ক্যামেরার জন্য স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই সিরিজের পরের মডেল কেমন হবে, তা নিয়ে আগ্রহী ক্রেতাদের ব্যাপক কৌতুহল আছে। এর মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজের ডিসপ্লে কেমন হবে, তা ফাঁস হয়ে গেছে।
সামনের বছরে ফেব্রুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের ফোনগুলি বাজারে আসতে পারে বলে জানিয়েছে ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সিরিজে যেই ডিসপ্লে ব্যবহার হয়েছে তাই গ্যালাক্সি এস ২৪ এবং গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে ব্যবহার করবে।
এক্স প্লাটফর্মে (টুইটার) প্রযুক্তি বিষয়ক অ্যাকাউন্ট আইস ইউনিভার্স (@UniverseIce) থেকে দাবি করা হয়, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হবে। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাস মডেলে ব্যবহৃত নিম্ন-তাপমাত্রার পলিক্রিস্টালাইন সিলিকন (এলটিপিএস) প্যানেলের চেয়ে এবারের ডিসপ্লে প্যানেলেটি আরো ভালো হবে।
এ বছর প্রিমিয়াম গ্যালাক্সি এস ২৩ আলট্রাতে এলটিপি ডিসপ্লে লাগানো হয়েছে। তবে গ্যালাক্সি এস ২৩ ও গ্যালাক্সি এস ২৩ প্লাসে সাশ্রয়ী মূল্যের স্বাভাবিক ডিসপ্লে দেয়া হয়েছে।
২০২১ সালে প্রথম গ্যালাক্সি এস ২১ আলট্রা মডেলে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে স্যামসাং। এই প্রযুক্তি কোম্পানি সবসময় ফ্লাগশিপ মডেল গ্যালাক্সি এস আলট্রাতে এলটিপিও ডিসপ্লে ব্যবহার করে থাকে। গ্যালাক্সি এস ২২ আলট্রা ও এ বছরে বাজারে আসা গ্যালাক্সি এস ২৩ আলট্রাতেও এলটিপিও ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাস আগের মডেলের চেয়ে আরো পাতলা বেজেল পেতে পারে। কিন্তু গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলটির ফ্রেমের ডিজাইন গ্যালাক্সি এস ২৩ আলট্রার ফ্রেম ডিজাইনের মতোই থাকবে।
অ্যালুমিনিয়ামের পরিবর্তে নতুন শক্তিশালী টাইটানিয়াম ফ্রেম স্যামসাং গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা মডেলের কোডনেম হবে যথাক্রমে মিউজ ১, মিউজ ২ ও মিউজ ৩। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬.৬৫ ইঞ্চি ডিসপ্লে দেয়া হতে পারে, যা আগের গ্যালাক্সি এস ২৩ প্লাস থেকে বড়।
এই বছরের ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস ২৩, গ্যালাক্সি এস ২৩ প্লাস ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলগুলো বাজারে আসে। ভারতে গ্যালাক্সি এস ২৩ চুয়াত্তর হাজার ৯৯৯ রুপি, গ্যালাক্সি এস ২৩ প্লাস চুরানব্বই হাজার ৯৯৯ রুপি ও গ্যালাক্সি এস ২৩ আলট্রা ১ লাখ চৌত্রিশ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
৪ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
৬ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারো নয়,
৬ ঘণ্টা আগে