প্রযুক্তি ডেস্ক
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৭ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৯ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
২০ ঘণ্টা আগে