চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে।
ডিজাইন
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে।
আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে।
শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট)
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং
অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
চলতি বছরেই উন্মোচন হতে পারে শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন শাওমি ১৫ প্রো। এই মডেল শাওমি ১৪ প্রো এর উত্তরসূরী যা গত বছর নভেম্বর বাজারে আসে। সম্প্রতি শাওমি ১৫ প্রোর রঙ এবং অন্যান্য ফিচার সম্পর্কিত কিছু তথ্য ফাঁস হয়েছে। নতুন মডেলটিতে জার্মানির জনপ্রিয় ক্যামেরা কোম্পানি লাইকার তৈরি তিনটি ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আরও আকষর্ণীয় ছবি তোলা যাবে। এছাড়া ফাঁস হওয়া ছবি অনুযায়ী ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে।
রঙ
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) তথ্য ফাঁসকারী বা টিপস্টার হিসেবে পরিচিতি অ্যাকাউন্ট ‘@That_Kartikey’ এবং প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপ্রিক্স যৌথভাবে শাওমি ১৫ প্রো–এর ছবিগুলো প্রকাশ করে। ছবিতে দেখা যায় ফোনটি কালো, সাদা ও ধূসর রঙে থাকবে। এছাড়া শাওমি ১৪ প্রো–এর মতো একটি টাইটানিয়াম সংস্করণও নিয়ে আসা হতে পারে।
ডিজাইন
ছবি থেকে ক্যামেরার অবস্থানও বোঝা যায়। এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা ফোনটির পেছনে বাম পাশে কোনায় থাকবে। আবার ফোনটির বাম পাশের নিচের দিকে শাওমি ব্র্যান্ডের নামও লেখা থাকবে।
আর মডেলটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। অর্থাৎ স্ক্রিনের ওপরের আঙুলের ছাপ দিলেই ফোনটি খুলে যাবে।
শাওমি ১৫ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
স্মার্টপ্রিক্সের প্রতিবেদন অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো—
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা থাকবে—লাইট ফিউসন ৯০০ সিরিজ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সনি এআইএমএক্স ৮৫৮ লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ৫ এক্স অপটিক্যাল জুমসহ টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ম্যাক্রো মোডও ছবি তোলা যাবে।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি ২কে কার্ভ অ্যামলেড স্ক্রিন
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪
র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি (টেরাবাইট)
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট (ওয়্যারড) ও ৮০ ওয়াট (ওয়্যারলেস) ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং
অবশ্য নতুন স্মার্টফোনটিকে ঘিরে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্বজুড়ে বিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমছে। দ্রুত পাল্টে যাচ্ছে বিবাহের ধারণা। অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গভীর মনোযোগের কারণে অনেক দেশে প্রথাগত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা কমছে। তরুণেরা এখন কর্মজীবন, শিক্ষা, ভ্রমণ এবং ব্যক্তিগত বিকাশকে...
২৬ মিনিট আগেকাজের চাপ, অনিদ্রা, ক্লান্তি এখন প্রায় সবার জীবনের অংশ। এমন অবস্থায় অনেকে কফি বা এনার্জি ড্রিংক পান করেন। এর বিকল্প হিসেবে প্রাকৃতিক কিছু পানীয় দারুণ কাজ করে। ঘরোয়া উপাদানে তৈরি এসব টনিক শরীরের ক্লান্তি কমায়, মন ভালো রাখে আর উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগেতুরস্কের পূর্বাঞ্চলের ব্ল্যাক সি উপকূল থেকে প্রায় এক ঘণ্টার পথ ঘুরে পন্টিক পর্বতমালার ওপরে পৌঁছালে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য—পাহাড়ের প্রাচীরের ওপর ঝুলন্ত সুমেলা মনাস্ট্রি। মনাস্ট্রির স্থাপনা দেখলে মনে হবে কোনো বিখ্যাত শিল্পী তাঁর ক্যানভাসে ছবি এঁকে রেখেছেন।
২০ ঘণ্টা আগেঅনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ দিন আগে