ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।
রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ
রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি
আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: মালি–জি ৫৭
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং
রঙ: কালো, সাদা
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।
রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ
রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি
আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: মালি–জি ৫৭
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং
রঙ: কালো, সাদা
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১৪ মিনিট আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৩ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৬ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে