Ajker Patrika

দেবীরূপে নেটিজেনদের কাছে ধরা দিলেন ঋতাভরী চক্রবর্তী

ফিচার ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০২
ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। সেই দেশের সিনেমা ‘পাপা বুকা’ এই প্রথম অস্কারের দৌড়ে। ফিচার ফিল্ম সেকশনে মনোনয়ন পেয়েছে এই সিনেমাটি। সিনেমাটি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সেই সিনেমায় অভিনয় করেছেন বঙ্গতনয়া অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

ভারতীয় পরিচালক বিজুকুমার দামোদরনের হিন্দি ও ইংরেজি সংস্করণে নির্মিত সিনেমা ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে এক ইতিহাস চর্চাকারীর চরিত্রে। স্বাধীনতার ৫০তম বছরে পাপুয়া নিউগিনি এই প্রথম অস্কারের মঞ্চে পাঠাচ্ছে নিজেদের সিনেমা। বিভিন্ন সাক্ষাৎকারে এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত বক্তব্যও রেখেছেন এ নায়িকা।

ষষ্ঠীর দিন নিজের ফেসবুক পেজে বেশ কিছু ছবি পাবলিশ করেছেন এ তারকা। পরনে লাল শাড়ি, মাথায় মুকুট আর ফুলের মালা। সাক্ষাৎ দুর্গাদেবীর বেশে ধরা দিলেন তিনি নেটিজেনদের কাছে।

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। কাশবনে আবির্ভূত এই দেবী হাতে পদ্ম নিয়ে উপভোগ করছেন আশ্বিনী হাওয়া। স্বর্ণালংকার গায়ে, হাত ও পায়ে আলতা পরে তিনি যেন হয়ে উঠেছেন সত্য়িকারের দেবী প্রতিমা।

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

ঋতাভরীর কাছে পূজা মানেই ব্যস্ততা। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছোটবেলার পুজোটা এমন ছিল না। এখন প্রথম দুদিন ঘোরার পরই মনে হয় শরীর দিচ্ছে না আর। আসলে তখন মাথাতে কোনো দায়িত্বের বোঝা ছিল না। বড় হয়ে বুঝেছি, দায়িত্বও কিন্তু স্বাধীনতা কেড়ে নেয়।’

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

অভিনেত্রীর ভাষ্য, ‘ছোটবেলায় শুধু নিজের কটা জামা হলো, কবে কোনটা পরব, এই সবই ভাবতাম। এখন কম করে হোক আমার অধীনে ১২ জন কর্মী রয়েছেন। তাঁদের সবার কথাও ভাবতে হয়। যদিও এগুলো মন থেকে উপভোগ করি।’

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

এর বাইরের খবর হলো, হবু বর বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার সুমিত অরোরার জন্মদিন পালন করতে নবমীতে ঘুরতে যাবেন দূরে কোথাও। বোঝা যায়, কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতেই নয়, বাস্তবেও এই নায়িকা দশভুজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত