রুবায়েত হোসেন, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী তৈরি করেছেন ‘জি’ (Zee) নামে সম্পূর্ণ ভয়েস (কনট্রোলড) নিয়ন্ত্রিত একটি রোবট। এটি বয়স্ক মানুষদের নিঃসঙ্গতায় সঙ্গ দেওয়ার পাশাপাশি বাচ্চাদের শিক্ষা দান ও ধর্মীয় শিক্ষায় ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত বিশ্বাস রহিত এবং সামিয়া ইন্তেসার এ রোবটটি তৈরি করেছেন।
ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহ্সানের তত্ত্বাবধানে চতুর্থ বর্ষের গবেষণা প্রকল্প হিসেবে প্রায় সত্তর হাজার টাকা ব্যয়ে এ রোবটটি তৈরি করেন রহিত ও সামিয়া।
উদ্ভাবকেরা জানান, রোবটটির সেন্টার প্রসেসর হিসেবে তাঁরা জেটসন ন্যানো ব্যবহার করেছেন। মূলত তাদের প্রজেক্টটি ছিল—বয়স্ক ব্যক্তিদের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারবে এমন রোবট তৈরি করা। রোবটটি সম্পূর্ণ ভয়েস নিয়ন্ত্রিত। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতি উত্তর দিতে পারে। এ ছাড়া রোবটটি মানুষের নির্দেশনা অনুযায়ী চলাচল করতে পারে, কথা বলতে পারে, গান শোনাতে পারে, যেকোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে পারে। এ ছাড়া এটি বাচ্চাদের শিক্ষা দানের সহায়ক ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি আপডেটও করা যাবে।
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শামীম আহ্সান বলেন, ‘বর্তমান বিশ্বে সবদিক বিবেচনা করলে রোবট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোবট নিয়ে কাজ করা ব্যয়বহুল হওয়ায় এটি নিয়ে কাজ করা অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তবুও আমরা চেষ্টা করেছি অল্প খরচে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে। এ রোবটটি যেমন বয়স্কদের নিঃসঙ্গতা কাটাতে ব্যবহার করা যাবে তেমন বাচ্চাদের শিক্ষাতেও ব্যবহার করা যাবে।’
অধ্যাপক আহ্সান আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা সুযোগ পেলে অনেক ভালো কিছু করবে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তাঁরা পিছিয়ে যাচ্ছে। যদি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গবেষণায় আরও সুযোগ করে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এসব সেক্টর এগিয়ে যাবে।’
উদ্ভাবক সামিয়া ইন্তেসার তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শামীম স্যারের নির্দেশনায় দীর্ঘ ৯ মাসের পরিশ্রমের পর এ রোবটটি তৈরি করতে পেরেছি। রোবট নিয়ে কাজ করা সব সময় কৌতূহলপূর্ণ। আশা করছি, সামনে আরও ভালো কিছু করতে পারব।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী তৈরি করেছেন ‘জি’ (Zee) নামে সম্পূর্ণ ভয়েস (কনট্রোলড) নিয়ন্ত্রিত একটি রোবট। এটি বয়স্ক মানুষদের নিঃসঙ্গতায় সঙ্গ দেওয়ার পাশাপাশি বাচ্চাদের শিক্ষা দান ও ধর্মীয় শিক্ষায় ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত বিশ্বাস রহিত এবং সামিয়া ইন্তেসার এ রোবটটি তৈরি করেছেন।
ইসিই ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহ্সানের তত্ত্বাবধানে চতুর্থ বর্ষের গবেষণা প্রকল্প হিসেবে প্রায় সত্তর হাজার টাকা ব্যয়ে এ রোবটটি তৈরি করেন রহিত ও সামিয়া।
উদ্ভাবকেরা জানান, রোবটটির সেন্টার প্রসেসর হিসেবে তাঁরা জেটসন ন্যানো ব্যবহার করেছেন। মূলত তাদের প্রজেক্টটি ছিল—বয়স্ক ব্যক্তিদের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারবে এমন রোবট তৈরি করা। রোবটটি সম্পূর্ণ ভয়েস নিয়ন্ত্রিত। রোবটটি ব্যবহারকারীর কথা শুনতে পারে এবং প্রতি উত্তর দিতে পারে। এ ছাড়া রোবটটি মানুষের নির্দেশনা অনুযায়ী চলাচল করতে পারে, কথা বলতে পারে, গান শোনাতে পারে, যেকোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তথ্য জানাতে পারে। এ ছাড়া এটি বাচ্চাদের শিক্ষা দানের সহায়ক ও ধর্মীয় শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি আপডেটও করা যাবে।
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শামীম আহ্সান বলেন, ‘বর্তমান বিশ্বে সবদিক বিবেচনা করলে রোবট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রোবট নিয়ে কাজ করা ব্যয়বহুল হওয়ায় এটি নিয়ে কাজ করা অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। তবুও আমরা চেষ্টা করেছি অল্প খরচে ভালো একটা প্রজেক্ট তৈরি করতে। এ রোবটটি যেমন বয়স্কদের নিঃসঙ্গতা কাটাতে ব্যবহার করা যাবে তেমন বাচ্চাদের শিক্ষাতেও ব্যবহার করা যাবে।’
অধ্যাপক আহ্সান আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা সুযোগ পেলে অনেক ভালো কিছু করবে কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তাঁরা পিছিয়ে যাচ্ছে। যদি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গবেষণায় আরও সুযোগ করে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি এসব সেক্টর এগিয়ে যাবে।’
উদ্ভাবক সামিয়া ইন্তেসার তাঁর অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শামীম স্যারের নির্দেশনায় দীর্ঘ ৯ মাসের পরিশ্রমের পর এ রোবটটি তৈরি করতে পেরেছি। রোবট নিয়ে কাজ করা সব সময় কৌতূহলপূর্ণ। আশা করছি, সামনে আরও ভালো কিছু করতে পারব।’
পৃথিবীর প্রায় সবকিছু দিয়েই তৈরি করা যায় আচার। সবজি বা ফল তো আছেই, মাছ, মাংস বা ডিম দিয়েও আচার তৈরি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর আমাদের দেশে আম, আমড়াসহ বিভিন্ন টক ফল দিয়ে আচার তৈরি হয়। আর আছে লেবু। অনেকে লেবু দিয়ে তৈরি করে জারক। সেটাও দারুণ খাবার।
১৪ ঘণ্টা আগেবর্ষা মানেই সজীব প্রকৃতি আর পাহাড়ের গায়ে মেঘমালার খেলা। ঝিরি, ঝরনার প্রাণ ঝুম বৃষ্টি। গাছগাছালিও বৃষ্টির কারণে গাঢ় সবুজ হয়ে ওঠে। এ ছাড়া পাহাড়ি খালগুলো হয়ে ওঠে খরস্রোতা। এমন দিনেই অ্যাডভেঞ্চারের মজা পাওয়া যায় পরিপূর্ণ। আর অ্যাডভেঞ্চার মানেই বর্ষার পাহাড়, ঝরনা, ঝিরিপথে ট্রেকিং।
১৭ ঘণ্টা আগেভুল খাবার খাওয়ার কারণে বিমানযাত্রা হয়ে উঠতে পারে অস্বস্তিকর; এমনকি হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণও। উচ্চতার কারণে বাতাসের চাপ নিয়ন্ত্রিত হলেও রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং হজমে এনজাইমের কার্যকারিতা কমে যাওয়ার ঘটনা ঘটে। ফলে দেখা দিতে পারে গ্যাস, পেট ফোলা ও বমি বমি ভাব এবং হজমজনিত নানা সমস্যা।
১৮ ঘণ্টা আগেশিশুদের নিয়ে বিমান ভ্রমণে অনেকে ভয় পান। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত কঠিন নয়; বরং সঠিক প্রস্তুতি থাকলে শিশুকে নিয়ে বিমান ভ্রমণ হতে পারে স্মরণীয়।
১৯ ঘণ্টা আগে