২২ হাজার গ্র্যাজুয়েট এক মঞ্চে
চারপাশে শুধুই উচ্ছ্বাস, গর্ব ও আবেগের এক মোহময় মেলবন্ধন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ হাজার ৩০০ একরের সবুজ পাহাড়ঘেরা ক্যাম্পাস যেন পরিণত হয়েছিল আনন্দ-উৎসবে। হাজারো শিক্ষার্থীর পরনে কালো গাউন ও মাথায় টুপি, বুকভরা স্বপ্ন আর চোখে আগামীর প্রত্যাশা।