পল্লব আহমেদ সিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বুনন আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘হিম উৎসব’। আজ রবিবার ক্যাম্প-ফায়ারের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে নতুনত্ব ও সংস্কৃতি চর্চার উৎসাহ দিতে সংগঠন বুনন এ উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন বটতলায় হিম উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বটতলা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
মূলত শীত উপভোগের জন্য এ আনন্দ আয়োজন। প্রকৃতির পালাবদল ছিল এ উদ্যাপনের অনবদ্য উপলক্ষ। কোথাও শীত উদ্যাপিত হয় পিঠার উষ্ণতায়, কোথাও এ ঋতু উদ্যাপনের রীতি তুষার-ভাস্কর্যের শীতলতায়। কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে মাঘের শীতকে বরণ করতে বুননের এই ভিন্নধর্মী আয়োজন।
বুননের সভাপতি মাহাদী হাসান জানিয়েছেন, এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব আয়োজন করা হলো। উৎসব থেকে পাওয়া অর্থ অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল চিরকুট, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বিভিন্ন ইভেন্ট।
এ আয়োজনের অন্যতম ইভেন্ট ছিল চিরকুট লেখা। কয়েক শ চিরকুটে নানান অভিব্যক্তি লেখা ছিল প্রিয়জনের উদ্দেশ্য। একটি চিরকুটে লেখা ছিল ‘ভোরের কুয়াশা ছিঁড়ে আমি চিঠি পাঠিয়েছি, তুমি যদি কখনো এ পথে আস, একবার পড়েনিও।’ হিম উৎসবে সহায়তা করেছিল এএনএইচ গ্রুপের পণ্য রে গ্লিসারিন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বুনন আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘হিম উৎসব’। আজ রবিবার ক্যাম্প-ফায়ারের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে নতুনত্ব ও সংস্কৃতি চর্চার উৎসাহ দিতে সংগঠন বুনন এ উৎসবের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন বটতলায় হিম উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে বটতলা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
মূলত শীত উপভোগের জন্য এ আনন্দ আয়োজন। প্রকৃতির পালাবদল ছিল এ উদ্যাপনের অনবদ্য উপলক্ষ। কোথাও শীত উদ্যাপিত হয় পিঠার উষ্ণতায়, কোথাও এ ঋতু উদ্যাপনের রীতি তুষার-ভাস্কর্যের শীতলতায়। কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে মাঘের শীতকে বরণ করতে বুননের এই ভিন্নধর্মী আয়োজন।
বুননের সভাপতি মাহাদী হাসান জানিয়েছেন, এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব আয়োজন করা হলো। উৎসব থেকে পাওয়া অর্থ অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল চিরকুট, দোলনা, খড়কুটোর কুঁড়েঘর, আলোকচিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী লাটিম খেলা, পিঠাপুলি, মারবেল খেলা, বল নিক্ষেপসহ আরও বিভিন্ন ইভেন্ট।
এ আয়োজনের অন্যতম ইভেন্ট ছিল চিরকুট লেখা। কয়েক শ চিরকুটে নানান অভিব্যক্তি লেখা ছিল প্রিয়জনের উদ্দেশ্য। একটি চিরকুটে লেখা ছিল ‘ভোরের কুয়াশা ছিঁড়ে আমি চিঠি পাঠিয়েছি, তুমি যদি কখনো এ পথে আস, একবার পড়েনিও।’ হিম উৎসবে সহায়তা করেছিল এএনএইচ গ্রুপের পণ্য রে গ্লিসারিন।
আমার বয়স ৩৫ বছর। পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। ইদানীং চুল খুব বেশি পড়ে যাচ্ছে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে। কী করলে সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি?
২৪ মিনিট আগেএ বছরের কার্যকর ও জনপ্রিয় পাঁচটি ফ্লাইট বুকিং সাইট সম্পর্কে জেনে নিন। প্রায় ১৫টি ওয়েবসাইট বিশ্লেষণ করে মূলত সাশ্রয়ী টিকিট পাওয়া, বুকিং সুবিধা, ভাড়ার পূর্বাভাস, ফিল্টার অপশন এবং গ্রাহক সুরক্ষা নীতির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
১১ ঘণ্টা আগেনির্জীব, রুক্ষ ও প্রাণহীন চুল সতেজ আর প্রাণোচ্ছল করতে অনেকে বেশ পয়সা খরচ করেন। পারলারে যান। তবে ঘরে বসেও চুলের সঠিক যত্ন নেওয়া যায়। পাওয়া যায় ঝলমলে ও সুন্দর চুল। চুল সুন্দর করে তুলতে ভালো কাজ করে টক দই। এতে থাকা বিভিন্ন উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে।
১৪ ঘণ্টা আগেকিছূ মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা আক্ষরিক অর্থেই বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে এখন বিশ্বমঞ্চ দখল করে নিয়েছে। তেমনি দুটি প্রতিষ্ঠান আলডি ও স্যামসাং।
১৫ ঘণ্টা আগে