Ajker Patrika

বিজয়ী প্রথম বাংলাদেশি লাবিব

অনয় আহম্মেদ
বিজয়ী  প্রথম বাংলাদেশি লাবিব

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কার না থাকে। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম এটি। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়া স্বপ্নের মতো বিষয়। সেই স্বপ্নকে বাস্তবায়ন করলেন লাবিব তাজওয়ার রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে স্ট্যানফোর্ড আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন তিনি।

প্রতিবছর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মিলে স্ট্যানফোর্ডে পড়েছিলেন এমন কিছু মানুষকে নির্বাচন করেন, যাঁরা পৃথিবী ও স্ট্যানফোর্ডের জন্য বিশেষ অবদান রেখেছেন। এ বছর অন্যদের সঙ্গে লাবিবকে মনোনয়ন দেওয়া হয়। লাবিব যাঁদের ক্লাস করেছেন এমন ৩ জন শিক্ষক তাঁকে মনোনয়ন দেন। তাঁরা মূলত বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড কমিটিতে এই নমিনেশন বা মনোনয়ন পাঠান। লাবিব বিষয়টি জানতেন না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড প্রদান কমিটিতে অনেক নামীদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বনামধন্য উদ্যোক্তা ও বিখ্যাত কিছু মানুষ থাকেন।

এই কমিটি আরেকজনের সঙ্গে লাবিবকে স্ট্যানফোর্ড আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করে। এই পুরস্কার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর শূন্য থেকে ৩ জনকে দিয়ে থাকে। তার মানে, কোনো কোনো বছর কেউই অ্যাওয়ার্ডটি পান না, আবার কোনো কোনো বছর ৩ জনও পেয়ে থাকেন।

এ বছর মে মাসের প্রথম সপ্তাহে লাবিবকে এই সম্মাননা দেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৮ মে বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট হাওয়ার্ড বুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় লাবিবকে। সেখানেই তাঁকে এ পুরস্কারের সনদ তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়ার পর ৬০০ জন শিক্ষক, সহপাঠী ও বন্ধুর অভিনন্দনবার্তা পেয়েছেন লাবিব।

কেন এই সম্মাননা দেওয়া হয়েছে লাবিবকে? জানা যায়, ২০১৯ সালে, তিনি ‘ডিজঅ্যাবিলিটি ল্যাঙ্গুয়েজ গাইড’ নামের একটি গাইডবুক লিখেছিলেন, যা স্ট্যানফোর্ড থেকে প্রকাশিত হয়েছিল। এতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাষা নির্দেশিকা দেওয়া ছিল। এই নির্দেশিকা মার্কিন সরকার, জাতিসংঘসহ সত্তরটির বেশি সংস্থা ব্যাপকভাবে গ্রহণ করে। এটি ইউএস ইউনিভার্সিটি, যেমন ইউসি বার্কলে, ডিউক, পেন স্টেটসহ ২৬টি ইউরোপীয় দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স রিডিং বা একাডেমিক রেফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে; পাশাপাশি অনেক বিখ্যাত প্রতিষ্ঠান এটিকে সাধুবাদ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত