তাসনুভা হাসান
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
ফ্যাশনের একটি অঙ্গ হয়ে উঠেছে চুলের সাজসজ্জা। আধুনিক স্টাইলিংয়ে মাথার ব্যান্ড অপরিহার্য অনুষঙ্গ। এটি শুধু চুল গুছিয়ে রাখার জন্য নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশ এবং ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। বর্তমানে স্টাইলিংয়ের দুনিয়ায় বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলো চুলের সাধারণ সাজকে করে তোলে আকর্ষণীয় ও ট্রেন্ডি।
বো টাই ব্যান্ড
বো টাই ব্যান্ড একটি চিরন্তন ফ্যাশন অনুষঙ্গ। এটি আপনাকে রোমান্টিক ও গ্ল্যামারাস লুক দিতে সাহায্য করে।
কীভাবে সাজাবেন
খোলা চুলে: খোলা চুলে সামনের দিকে বো টাই ব্যান্ড পরুন। এটি কফি ডেট কিংবা গ্রীষ্মকালীন আউটফিটের সঙ্গে দারুণ মানানসই।
বিনুনিতে: চুলের বিনুনিতে বো টাই ব্যান্ড লাগিয়ে নিন। এটি চুলের সাধারণ লুকেও এনে দেবে নতুন মাত্রা।
হাফ আপডু স্টাইলে: সামনের চুল পেছনে তুলে বো টাই ব্যান্ড দিয়ে আটকে দিন। এটি ক্ল্যাসি এবং সহজ স্টাইল।
ব্লসম ব্যান্ড
ফুলের ডিজাইনের ব্লসম ব্যান্ড যেকোনো সাজে একধরনের কোমলতা আর সজীবতা এনে দেয়। উৎসবসহ যেকোনো অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
কীভাবে সাজাবেন
ওয়েভি বা কার্লি চুলে: কার্লি বা ওয়েভি চুলের সঙ্গে ব্লসম ব্যান্ড লাগালে চুল আরও আকর্ষণীয় দেখায়।
লো খোঁপায়: চুলের নিচু খোঁপায় ব্লসম ব্যান্ড ব্যবহার করলে এটি একটি দৃষ্টিনন্দন ও রুচিশীল লুক তৈরি করে।
সাইড স্লিক লুকে: এক পাশে চুল ঢেকে তার সঙ্গে ব্লসম ব্যান্ড ব্যবহার করুন। এটি আপনাকে দেবদূতের মতো লুক দেবে।
বাটারফ্লাই ক্লিপ
বাটারফ্লাই ক্লিপ চুলের সাজকে করে তোলে কিউট, ইউনিক ও ঝলমলে। এটি বিশেষত তরুণীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।
কীভাবে সাজাবেন
হাফ আপডু: মাথার সামনের কিছু চুল তুলে পেছনে বাটারফ্লাই ক্লিপ দিয়ে আটকে দিন। এটি সহজ ও কিউট লুক দেয়।
সাইড পিন: এক পাশের চুল আলগা রেখে বাটারফ্লাই ক্লিপ দিয়ে সেট করুন। এটি ক্যাজুয়াল ও ফ্যাশনেবল।
মিনি বান: চুলের ছোট ছোট মিনি বান তৈরি করে বাটারফ্লাই ক্লিপ লাগিয়ে নিন। এটি ট্রেন্ডি ও ফান লুক দেয়।
সঠিক ব্যান্ড বা ক্লিপ বেছে নেবেন যেভাবে
পোশাকের সঙ্গে মিল: রং ও নকশা যেন আপনার পোশাকের সঙ্গে মানানসই হয়।
উপলক্ষ অনুযায়ী: দৈনন্দিন সাজে সিম্পল ডিজাইন এবং অনুষ্ঠানে চমকপ্রদ ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন।
চুলের ধরন অনুযায়ী: ভারী চুলের জন্য বড় ব্যান্ড বা শক্তিশালী ক্লিপ বেছে নিন।
সাজের টিপস
বো টাই ব্যান্ড, ব্লসম ব্যান্ড ও বাটারফ্লাই ক্লিপ চুলের সাজসজ্জায় নতুনত্ব এনেছে। সঠিকভাবে এই অনুষঙ্গগুলো ব্যবহার করলে যেকোনো সাধারণ সাজে আভিজাত্যের ছোঁয়া যোগ করা যায়। প্রতিদিনের ক্যাজুয়াল লুক হোক বা বিশেষ কোনো অনুষ্ঠানের সাজ—এই অনুষঙ্গগুলো দিয়ে আপনি নিজের ফ্যাশন স্টাইলকে আরও অনন্য করে তুলতে পারেন।
আমের মৌসুম শেষের দিকে। আম দিয়ে তৈরি অনেক ধরনের খাবার খাওয়া হলো বিভিন্ন সময়। এবার নতুন কিছু হোক। আমের সঙ্গে জাম্বুরা বা পামেলো আর সাগুর মিশ্রণে তৈরি করতে পারেন এক দারুণ পুডিং। আপনাদের জন্য আম-পোমেলো-সাগুর পুডিংয়ের রেসিপি দিয়েছেন
৯ ঘণ্টা আগেবিশ্বের দ্বিতীয় সর্বাধিক বাণিজ্যিক পণ্য কফি। তেলের পরেই এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা হওয়া পণ্য। প্রতিদিন বিশ্বজুড়ে ২ বিলিয়নের বেশি কাপ কফি পান করা হয়! কফিকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশে তৈরি হয়েছে বিশেষ সংস্কৃতি। সেসবের টুকরো তথ্য মিলবে এই লেখায়।
১২ ঘণ্টা আগেসন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় অনেক অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার চেষ্টা করেন। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর অভ্যাসই নেতিবাচক প্রভাব ফেলছে মা-বাবা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে। এমনকি তখনো, যখন অভিভাবকেরা সরাসরি ফোন ব্যবহার করছেন না।
১৪ ঘণ্টা আগেবিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
১৯ ঘণ্টা আগে