Ajker Patrika

ফ্যাশনে বলিউড তারকাদের যে কায়দাগুলো শিখতে পারেন

সানজিদা সামরিন, ঢাকা 
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৮: ৫৫
পোশাক পরুন তারকাদের মতো।
পোশাক পরুন তারকাদের মতো।

প্রত্যেকের ফ্যাশন স্টেটমেন্ট আলাদা। পছন্দের পোশাক, নিজস্ব আরাম ও ট্রেন্ড মিলিয়ে এই স্টেটমেন্ট দাঁড়ায়। অনেকে বলিউড তারকাদের অনুসরণ করে পোশাক পরেন। একঝলকে দেখে নিতে পারেন বলিউডের শীর্ষস্থানীয় কয়েকজন তারকার ফ্যাশন স্টেটমেন্ট।

উৎসব ও অনুষ্ঠানে পোশাক পরুন ঐশ্বরিয়ার মতো

ঐশ্বরিয়া রাই। ছবি: ইনস্টাগ্রাম
ঐশ্বরিয়া রাই। ছবি: ইনস্টাগ্রাম

লালগালিচা হোক, আম্বানি পরিবারের বিয়ে বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান—ঐশ্বরিয়া রাইয়ের পোশাকে থাকে আলাদা ঝলক। চাকচিক্যময় অথচ পুরো অবয়বে কোনো ঔদ্ধত্য নেই। এ ধরনের পোশাক কীভাবে ক্যারি করতে হয়, সেটাও শেখা যায় সাবেক এই বিশ্বসুন্দরীর কাছ থেকে।

স্টেটমেন্ট গয়না ও সাধারণ পোশাকে আলিয়ার মতো অনন্য থাকুন

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম
আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রাম

আলিয়া ভাটের এয়ারপোর্ট লুক বা সাধারণ দিনগুলোয় তাঁকে বেশির ভাগ সময় দেখা যায় সাধারণ পোশাকে। ব্যাগি ডেনিম প্যান্টের সঙ্গে সাদা ওভারসাইজড শার্ট বা টি-শার্ট, ট্রাউজারের সঙ্গে স্নিকার আর টোটব্যাগ-সানগ্লাসেই অনন্য তিনি। তবে খেয়াল করলে দেখবেন, তাঁর ঝোলানো দুল, গলার নেকলেস কিংবা চকচকে ব্যাগটিই বলছে বিশ্বের নামীদামি ব্র‍্যান্ডের কথা। আর এই অনুষঙ্গগুলোর কারণেই তিনি নো-মেকআপ লুকে অনন্য হয়ে ওঠেন।

টাইমলেস ক্ল্যাসিক্যাল লুক ধরে রাখুন রেখার মতো

রেখা। ছবি: ইনস্টাগ্রাম
রেখা। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকাদের মধ্য়ে টাইমলেস বিউটি বললে রেখার নামই উঠে আসে সবার আগে। প্রায় সব অনুষ্ঠানে তাঁকে দেখা যায় তাঁর প্রিয় পোশাক—শাড়িতে। বেশির ভাগ সময় কাঞ্জিভরম শাড়ি, টিপ, লাল লিপস্টিকেই হাজির হন এ লাস্যময়ী তারকা। হালের ট্রেন্ডের সঙ্গে দৌড়ে কুলোতে না পারলে রেখাকেই না হয় অনুসরণ করুন। জিতে যাবেন নিশ্চিত!

রণবীর সিংয়ের মতো নিরীক্ষা চলতে পারে ক্যাজুয়াল পোশাকেই

রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম
রণবীর সিং। ছবি: ইনস্টাগ্রাম

রণবীর সিং তাঁর ক্যাজুয়াল পোশাকে নানা ধরনের নিরীক্ষা করেন। কখনো নানান রঙের মিলমিশ আর জ্যামিতিক প্যাটার্নের নকশাওয়ালা পোশাক পরেন, কখনোবা অনুষঙ্গে আনেন ভিন্নতা। তবে এর জন্য চাই যথেষ্ট সাহস। নয়তো পুরো লুকটাই মাটি হয়ে যাবে।

পরতে পারেন প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ও সাহসী রঙের পোশাক

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম

রোজকার পরিধেয় পোশাকে বা গেট টুগেদারে বেছে নিতে পারেন প্রিয়াঙ্কার ওয়ার্ডরোব থিউরি। কাপড়ে উজ্জ্বল শেড, বড় ফ্লোরাল ও জ্যামিতিক নকশা, কাটিংয়ে ভিন্নতা ইত্যাদিই বলে দেবে মানুষ হিসেবে আপনি কতটা উৎফুল্ল।

হৃতিক রোশনের মতো পারফেক্ট গ্রুমিংয়ে যেতে পারেন

হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম
হৃতিক রোশন। ছবি: ইনস্টাগ্রাম

আপনার পোশাক কতটা দামি বা সুন্দর, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি পোশাকটিতে কতটা স্বচ্ছন্দবোধ করছেন। পোশাক পরার পর তখনই তাতে আপনাকে সুন্দর লাগবে, যখন আপনি সৌন্দর্যের চর্চা করবেন। হৃতিক রোশন তা-ই করেন। নিয়মিত হেয়ার কাট, ত্বকের যত্ন এমনকি নখের উজ্জ্বলতা ধরে রাখার জন্য সব নিয়ম তিনি মানেন মন দিয়ে।

কারিনার মতো মনোক্রোমই কি যথেষ্ট

কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম
কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রাম

ঠিক বুঝে উঠতে পারছেন না, কোন নকশার পোশাকে আপনাকে মানাবে। এ রকম সময় চোখ বন্ধ করে কারিনাকে অনুসরণ করুন। একরঙা পোশাক, সেই রঙেরই নেইলপলিশ বা জুতায় একেবারে ফিটফাট। সঙ্গে মিনিমাল জুয়েলারি, ব্যস। তবে হ্যাঁ, ফিটনেস আর রূপের চর্চা করতেই হবে।

দীপিকার মতো ফিটিং পোশাকে ফিটফাট

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

টাইট ফিট পোশাক পরতে হলে সবার আগে ফিট হতে হবে দীপিকার মতো। তারপর? ফিটিং পোশাক পরুন, টাইট করে চুল বাঁধুন। এমন আত্মবিশ্বাসী ‘আমার আমি’কেই তো খুঁজে বেড়াচ্ছিলেন, নাকি?

ফিউশন পছন্দ? পরুন সোনম কাপুরের মতো ইন্দো-ওয়েস্টার্ন পোশাক

সোনম কাপুড়। ছবি: ইনস্টাগ্রাম
সোনম কাপুড়। ছবি: ইনস্টাগ্রাম

ফ্যাশন আইকন হিসেবে বলিউডে সোনম কাপুরের নাম আছে বটে! যাঁরা ফিউশন ঘরানার পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের নিশ্চয় সোনম কাপুরের ইনস্টা আইডিতে ফলো দেওয়া আছে। ঐতিহ্যবাহী শাড়ি, কুর্তি ও ব্লাউজের সঙ্গে পশ্চিমা ঘরানার ব্লেজার, ডিস্ট্রেসড প্যান্ট বা স্কার্টকে তিনি হরহামেশা আপন করে নেন। আপনিও হতে পারেন তাঁর অনুসারী।

কালোর প্রতি প্রেম? তাহলে হয়ে উঠুন শাহরুখের মতো আত্মবিশ্বাসী

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম
শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

কালোকে আমরা শোকের রং ভাবি কেবল। কিন্তু কালো মানে শক্তিও। পার্টি, ক্যাজুয়াল ওয়্যার বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পরার জন্য শাহরুখের কাছে কালোই যেন সেরা। তবে কখন, কোথায় কীভাবে কালো পরছেন আর কতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরছেন, সেটা শিখে নিতে পারেন এই সুপারস্টারের কাছ থেকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত