ফিচার ডেস্ক
শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।
বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।
জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।
সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে।
মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে।
মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।
শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।
বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।
জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।
সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে।
মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে।
মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।
অফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
১৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে এর ফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
২১ ঘণ্টা আগেপ্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায়, তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপি দিয়েছেন ওমাম’স-এর স্বত্বাধিকারী ওমাম রায়হান।
২১ ঘণ্টা আগে‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।
১ দিন আগে