Ajker Patrika

শরতে ৫ রঙে রঙিন হোক নখ

ফিচার ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২: ৫৫
শরতে ৫ রঙে রঙিন হোক নখ

শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।

বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।

জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।

সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে। 

মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে। 

মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’— ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প

ধর্ষণের পর চুপ হয়ে গিয়েছিল লামিয়া, ট্রমা তার জীবনই কেড়ে নিল

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত