বিভাবরী রায়
‘পোশাকে সাদার সঙ্গে কালোর মিলন মানেই নিখুঁত সম্প্রীতি।’ এমন একটি কথা বলেছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেল। পোশাকে সাদা ও কালোর প্রসঙ্গ আসার কারণ নিশ্চয় বুঝতে বাকি নেই। আর কদিন পর একুশে ফেব্রুয়ারি। মানুষের রুচি, পছন্দ এবং গুরুত্বপূর্ণ বিশেষ দিনগুলোর কথা বিবেচনায় রেখে দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস নিয়ে আসে সময়োপযোগী পোশাক-আশাক। সব বয়সী মানুষ এখন দিবসগুলো ধারণ করে। ধারণ করে দিবসের প্রতীকী রং। ফলে সেসব রং বিবেচনায় রেখে তৈরি হচ্ছে নারী-পুরুষ ও শিশুদের নিত্যনতুন পোশাক।
নিকট অতীতে অনেক বছর ধরে দেশীয় ফ্যাশন হাউসগুলো একুশে ফেব্রুয়ারি বিবেচনায় রেখে পোশাকের রঙে ও নকশায় তুলে ধরছে বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ভিন্ন ভিন্ন ধারায় পোশাকে নকশা করছে। বিভিন্ন ব্র্যান্ডের নকশা করা পোশাকের মধ্যে জামদানি মোটিফ, নকশিকাঁথার ফোঁড়, ব্লক, অ্যাপ্লিক, ক্যাটওয়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট এবং এমব্রয়ডারির কাজ এবার দেখা যাচ্ছে।
একুশের চেতনার সঙ্গে মিলিয়ে পোশাকে সাদা-কালো রঙের প্রাধান্য থাকলেও এখন তা এই দুটি রঙের মধ্যে আর আটকে নেই। সাদা ও কালোর সঙ্গে অল্পবিস্তর জুড়ে দেওয়া হচ্ছে লাল, সবুজ, ছাই, বাদামি ইত্যাদি রং।
একই পোশাক যেন নির্দিষ্ট দিনের বাইরেও পরার উপযোগী থাকে, তাই এখন দিবসভিত্তিক মোটিফের বাইরে সাধারণ নকশা নিয়েও পোশাক তৈরি করছেন ডিজাইনাররা। চলতি ঘরানার পোশাকে লেয়ারিং বেশ প্রাধান্য পাচ্ছে। শাড়ি, ট্যাংক টপস, টি-শার্ট ও স্লিভলেস কামিজের ওপর শর্ট কিমোনো, শ্রাগ ও সুতির ব্লেজার পরছেন অনেকে। একুশে ফেব্রুয়ারিতেও হয়তো হালকা ঠান্ডা থাকবে। তাই সাদা শাড়ির ওপর সুতির কালো ব্লেজার পরতে পারেন। ব্লেজারে রাখতে পারেন সোনালি রঙের হালকা কারুকাজ। তবে এই দিনে খুব বেশি আড়ম্বরপূর্ণ পোশাক এড়িয়ে যাওয়া ভালো।
সকাল সকাল বের হওয়ার তাড়াহুড়ো থাকলে এবং শাড়ি পরতে চাইলে সে দিনটিতে বেছে নিতে পারেন সিল্ক, স্যাটিন বা হাফসিল্কের শাড়ি। কনট্রাস্ট করতে চাইলে সাদা বা ধূসর রঙের ব্লাউজের সঙ্গে কালো শাড়ি গায়ে জড়াতে পারেন। অলংকার হিসেবে গলায় থাকতে পারে মুক্তার নেকলেস।
পোশাকে কালোর আধিক্য় রাখতে চাইলে কালোর ওপর সাদা ব্লকপ্রিন্টের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি বেছে নিন। কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরুন। কপালে এঁকে নিন ছোট্ট কালো রঙের টিপ।
টি-শার্ট বা ট্যাংক টপসের ওপর লং কটি পরার প্রবণতা চলছে এখন। আরামদায়ক স্লাব কটনের সিঙ্গেল লেয়ার ব্লক করা প্রিন্টেড সাদা কিংবা কালো কটিও হয়ে উঠতে পারে একুশে ফেব্রুয়ারিতে পরার জন্য আরামদায়ক পোশাক।
এ ছাড়া সাদার ওপর প্যাস্টেল রঙের কাপড় বসিয়ে অ্যাপ্লিক করা টপস আর কালো প্যাচওয়ার্ক করা প্যান্টও হয়ে উঠতে পারে দারুণ মেলবন্ধন।
‘পোশাকে সাদার সঙ্গে কালোর মিলন মানেই নিখুঁত সম্প্রীতি।’ এমন একটি কথা বলেছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেল। পোশাকে সাদা ও কালোর প্রসঙ্গ আসার কারণ নিশ্চয় বুঝতে বাকি নেই। আর কদিন পর একুশে ফেব্রুয়ারি। মানুষের রুচি, পছন্দ এবং গুরুত্বপূর্ণ বিশেষ দিনগুলোর কথা বিবেচনায় রেখে দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস নিয়ে আসে সময়োপযোগী পোশাক-আশাক। সব বয়সী মানুষ এখন দিবসগুলো ধারণ করে। ধারণ করে দিবসের প্রতীকী রং। ফলে সেসব রং বিবেচনায় রেখে তৈরি হচ্ছে নারী-পুরুষ ও শিশুদের নিত্যনতুন পোশাক।
নিকট অতীতে অনেক বছর ধরে দেশীয় ফ্যাশন হাউসগুলো একুশে ফেব্রুয়ারি বিবেচনায় রেখে পোশাকের রঙে ও নকশায় তুলে ধরছে বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ভিন্ন ভিন্ন ধারায় পোশাকে নকশা করছে। বিভিন্ন ব্র্যান্ডের নকশা করা পোশাকের মধ্যে জামদানি মোটিফ, নকশিকাঁথার ফোঁড়, ব্লক, অ্যাপ্লিক, ক্যাটওয়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট এবং এমব্রয়ডারির কাজ এবার দেখা যাচ্ছে।
একুশের চেতনার সঙ্গে মিলিয়ে পোশাকে সাদা-কালো রঙের প্রাধান্য থাকলেও এখন তা এই দুটি রঙের মধ্যে আর আটকে নেই। সাদা ও কালোর সঙ্গে অল্পবিস্তর জুড়ে দেওয়া হচ্ছে লাল, সবুজ, ছাই, বাদামি ইত্যাদি রং।
একই পোশাক যেন নির্দিষ্ট দিনের বাইরেও পরার উপযোগী থাকে, তাই এখন দিবসভিত্তিক মোটিফের বাইরে সাধারণ নকশা নিয়েও পোশাক তৈরি করছেন ডিজাইনাররা। চলতি ঘরানার পোশাকে লেয়ারিং বেশ প্রাধান্য পাচ্ছে। শাড়ি, ট্যাংক টপস, টি-শার্ট ও স্লিভলেস কামিজের ওপর শর্ট কিমোনো, শ্রাগ ও সুতির ব্লেজার পরছেন অনেকে। একুশে ফেব্রুয়ারিতেও হয়তো হালকা ঠান্ডা থাকবে। তাই সাদা শাড়ির ওপর সুতির কালো ব্লেজার পরতে পারেন। ব্লেজারে রাখতে পারেন সোনালি রঙের হালকা কারুকাজ। তবে এই দিনে খুব বেশি আড়ম্বরপূর্ণ পোশাক এড়িয়ে যাওয়া ভালো।
সকাল সকাল বের হওয়ার তাড়াহুড়ো থাকলে এবং শাড়ি পরতে চাইলে সে দিনটিতে বেছে নিতে পারেন সিল্ক, স্যাটিন বা হাফসিল্কের শাড়ি। কনট্রাস্ট করতে চাইলে সাদা বা ধূসর রঙের ব্লাউজের সঙ্গে কালো শাড়ি গায়ে জড়াতে পারেন। অলংকার হিসেবে গলায় থাকতে পারে মুক্তার নেকলেস।
পোশাকে কালোর আধিক্য় রাখতে চাইলে কালোর ওপর সাদা ব্লকপ্রিন্টের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি বেছে নিন। কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরুন। কপালে এঁকে নিন ছোট্ট কালো রঙের টিপ।
টি-শার্ট বা ট্যাংক টপসের ওপর লং কটি পরার প্রবণতা চলছে এখন। আরামদায়ক স্লাব কটনের সিঙ্গেল লেয়ার ব্লক করা প্রিন্টেড সাদা কিংবা কালো কটিও হয়ে উঠতে পারে একুশে ফেব্রুয়ারিতে পরার জন্য আরামদায়ক পোশাক।
এ ছাড়া সাদার ওপর প্যাস্টেল রঙের কাপড় বসিয়ে অ্যাপ্লিক করা টপস আর কালো প্যাচওয়ার্ক করা প্যান্টও হয়ে উঠতে পারে দারুণ মেলবন্ধন।
খাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২১ ঘণ্টা আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগেপিৎজার জন্মস্থান ইতালি, এটা প্রায় সবার জানা। এ খাবার নিয়ে পৃথিবীজুড়ে যে উন্মাদনা, তা বলে শেষ করার নয়। বরং চলুন, জেনে নেওয়া যাক, এটি নিয়ে বড় বড় উৎসব কোথায় হয়। এসব উৎসব কিন্তু ঢাকার পিৎজা শপগুলোর মূল্যছাড়ের উৎসব নয়; লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত ও শিহরণ জাগানো উৎসব।
১ দিন আগে