ডা. তাওহীদা রহমান ইরিন
দুহাতে গঙ্গা ফড়িং
চোখেতে মাসকারা
মেকআপে চোয়াল মসৃণ
মন দেয় আশকারা। [...]
এমন আশকারা পেতে পেতে মেকআপের শখ কখন যে আসক্তিতে পরিণত হয়, বলা খুব কঠিন। মেকআপের প্রতি এই আসক্তির নাম কসমোহোলিক। কিন্তু মনে রাখতে হবে, এই আসক্তি ত্বকের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তার প্রভাব পড়তে পারে মানসিক স্বাস্থ্যের ওপর।
কেন এই আসক্তি
প্রথমত, আমাদের দেশের অধিকাংশ মানুষের গায়ের রং শ্যামবর্ণ। এটি একটি সুন্দর ও স্নিগ্ধ রং। কিন্তু মানুষের মধ্যে ফরসা হওয়ার প্রবণতা বেশি। মেকআপের মাধ্যমে ত্বকের রং দুই-তিন শেড হালকা করা যায়। মেকআপের মাধ্যমে চেহারার আকৃতিও পরিবর্তন করা হয়। এর ফলে ধীরে ধীরে মেয়েরা মেকআপের প্রতি নির্ভরশীল হয়ে যায়। নিজেদের আরেকটু বেশি সুন্দর দেখতে পছন্দ করে। দ্বিতীয়ত, অনেকের মুখে ব্রণ ও ব্রণের দাগ থাকে। এসব দাগ ঢাকার জন্যও মানুষ মেকআপ করে। তৃতীয় কারণ হলো, শখের বশে মেকআপ করা। অনেকে মেকআপ পণ্য কিনে নিজে নিজে সাজে। এটি ধীরে ধীরে অভ্যস্ততায় পরিণত হয়।
ত্বকের যে ক্ষতি হতে পারে
যাঁদের ত্বক তৈলাক্ত, মেকআপ করলে তাঁদের ত্বকের পোরগুলো বন্ধ হয়ে যায়। কারণ তাঁরা ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারবেজড মেকআপ পণ্য ব্যবহার করে না। এ কারণে তাদের সমস্যা বেড়ে যায়। কিছু কিছু মেকআপে খুব শুষ্ক উপাদান ব্যবহার করা হয়। যাঁদের ত্বক শুষ্ক তাঁরা যদি শুষ্ক উপাদান আছে এমন মেকআপ পণ্য ব্যবহার করেন, তাহলে তাঁদের ত্বক শুষ্ক থেকে শুষ্কতর হয়ে যায়। মেকআপের পর ভালোভাবে সেট হয় না। মেকআপের মাধ্যমে সবাই ত্বকের খুঁত তথা ইমপারফেকশনগুলো ঢাকার চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, এটাই সমাধান নয়। খুঁতগুলো চিকিৎসার মাধ্যমে ঠিক করা উচিত। মেকআপ নিয়ে অনেকে ঘুমাতে যান। ভালো করে মুখ পরিষ্কার করেন না। নন ব্র্যান্ডের মেকআপে বিভিন্ন ধরনের বিষাক্ত উপকরণ থাকে। সেগুলো বিভিন্নভাবে ও মাত্রায় ত্বকের ক্ষতি করে।
তাই বলে কি একেবারেই মেকআপ করা যাবে না? অবশ্যই করা যাবে। যেকোনো অনুষ্ঠানে মেকআপ করা যাবে। যাঁরা মিডিয়ায় কাজ করেন, তাঁদের জন্য মেকআপ করা জরুরি। সে ক্ষেত্রে মেকআপের পরে কীভাবে ত্বকের যত্ন করতে হয়, তা ভালোভাবে জানতে হবে। তা ছাড়া, বিশ্বাস থাকতে হবে, যেন মেকআপ ছাড়াও বাইরে বের হওয়া যায়। আর মেকআপ করলেও তা যেন সুন্দরভাবে সেট হয়, সে জন্য ত্বকের যত্নে কিছু নিয়ম মেনে চলতে হবে।
ত্বকের যত্নে যা মানতে হবে
খাদ্যাভ্যাস
বাড়তি দুটি কাজ
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা
দুহাতে গঙ্গা ফড়িং
চোখেতে মাসকারা
মেকআপে চোয়াল মসৃণ
মন দেয় আশকারা। [...]
এমন আশকারা পেতে পেতে মেকআপের শখ কখন যে আসক্তিতে পরিণত হয়, বলা খুব কঠিন। মেকআপের প্রতি এই আসক্তির নাম কসমোহোলিক। কিন্তু মনে রাখতে হবে, এই আসক্তি ত্বকের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তার প্রভাব পড়তে পারে মানসিক স্বাস্থ্যের ওপর।
কেন এই আসক্তি
প্রথমত, আমাদের দেশের অধিকাংশ মানুষের গায়ের রং শ্যামবর্ণ। এটি একটি সুন্দর ও স্নিগ্ধ রং। কিন্তু মানুষের মধ্যে ফরসা হওয়ার প্রবণতা বেশি। মেকআপের মাধ্যমে ত্বকের রং দুই-তিন শেড হালকা করা যায়। মেকআপের মাধ্যমে চেহারার আকৃতিও পরিবর্তন করা হয়। এর ফলে ধীরে ধীরে মেয়েরা মেকআপের প্রতি নির্ভরশীল হয়ে যায়। নিজেদের আরেকটু বেশি সুন্দর দেখতে পছন্দ করে। দ্বিতীয়ত, অনেকের মুখে ব্রণ ও ব্রণের দাগ থাকে। এসব দাগ ঢাকার জন্যও মানুষ মেকআপ করে। তৃতীয় কারণ হলো, শখের বশে মেকআপ করা। অনেকে মেকআপ পণ্য কিনে নিজে নিজে সাজে। এটি ধীরে ধীরে অভ্যস্ততায় পরিণত হয়।
ত্বকের যে ক্ষতি হতে পারে
যাঁদের ত্বক তৈলাক্ত, মেকআপ করলে তাঁদের ত্বকের পোরগুলো বন্ধ হয়ে যায়। কারণ তাঁরা ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারবেজড মেকআপ পণ্য ব্যবহার করে না। এ কারণে তাদের সমস্যা বেড়ে যায়। কিছু কিছু মেকআপে খুব শুষ্ক উপাদান ব্যবহার করা হয়। যাঁদের ত্বক শুষ্ক তাঁরা যদি শুষ্ক উপাদান আছে এমন মেকআপ পণ্য ব্যবহার করেন, তাহলে তাঁদের ত্বক শুষ্ক থেকে শুষ্কতর হয়ে যায়। মেকআপের পর ভালোভাবে সেট হয় না। মেকআপের মাধ্যমে সবাই ত্বকের খুঁত তথা ইমপারফেকশনগুলো ঢাকার চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে, এটাই সমাধান নয়। খুঁতগুলো চিকিৎসার মাধ্যমে ঠিক করা উচিত। মেকআপ নিয়ে অনেকে ঘুমাতে যান। ভালো করে মুখ পরিষ্কার করেন না। নন ব্র্যান্ডের মেকআপে বিভিন্ন ধরনের বিষাক্ত উপকরণ থাকে। সেগুলো বিভিন্নভাবে ও মাত্রায় ত্বকের ক্ষতি করে।
তাই বলে কি একেবারেই মেকআপ করা যাবে না? অবশ্যই করা যাবে। যেকোনো অনুষ্ঠানে মেকআপ করা যাবে। যাঁরা মিডিয়ায় কাজ করেন, তাঁদের জন্য মেকআপ করা জরুরি। সে ক্ষেত্রে মেকআপের পরে কীভাবে ত্বকের যত্ন করতে হয়, তা ভালোভাবে জানতে হবে। তা ছাড়া, বিশ্বাস থাকতে হবে, যেন মেকআপ ছাড়াও বাইরে বের হওয়া যায়। আর মেকআপ করলেও তা যেন সুন্দরভাবে সেট হয়, সে জন্য ত্বকের যত্নে কিছু নিয়ম মেনে চলতে হবে।
ত্বকের যত্নে যা মানতে হবে
খাদ্যাভ্যাস
বাড়তি দুটি কাজ
লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
১৮ ঘণ্টা আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
১৮ ঘণ্টা আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
১৮ ঘণ্টা আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে