নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
১ দিন আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
১ দিন আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
১ দিন আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
১ দিন আগে