Ajker Patrika

আরাম ও স্টাইলের মেলবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৩, ১৬: ৩০
আরাম ও স্টাইলের মেলবন্ধন

গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।

মিক্সড লিনেন হুররাম কাটিং স্লিভের ক্রিমসন রঙা টপসের সঙ্গে স্ট্রেইট কাট প্যান্ট। কাঁধে ও হাতায় কারচুপির ফ্লোরাল মোটিফ দেওয়াআরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র‍্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।

 দুবাই চেলি জর্জেটের মাস্টার্ড ইয়েলো রঙা স্লিভলেস কুর্তি। কোমরে লেইস দেওয়া। গলায় ও কাঁধে ফোক মোটিফের কারচুপির কাজ করাএসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত