নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
একা ভ্রমণ করলেও আপনি কিন্তু একা নন। কিছু কার্যকর কৌশল অবলম্বন করলে পৌঁছে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির খুব কাছাকাছি, আর গড়ে তুলতে পারেন বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধ। দূর করতে পারেন নিঃসঙ্গতা। পেতে পারেন আত্ম-আবিষ্কারের সুযোগ। এই আত্ম-আবিষ্কারে বড় সহচর হতে পারে একজন নতুন বন্ধু।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, স্পেন, গ্রিসে সার্জন ও রোগীর সংখ্যা— দুটোই বেশি। জার্মান অনলাইন প্ল্যাটফর্ম ‘স্টাটিস্টা’ প্রকাশিত ২০২৪ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন প্লাস্টিক সার্জন রয়েছেন, যা বিশ্বের মোট সার্জনের প্রায় ১৭ শতাংশ।
১০ ঘণ্টা আগেবছরে কাজ করতে হবে মোট ১৮৫ দিন! বিষয়টি ধারণা করতে পারেন এই একুশ শতকে এসে? কিন্তু বাস্তবে একটা সময় মানুষ বছরে ১৮৫ দিনই কাজ করতেন। সে কাজ হতো দিনে চার থেকে পাঁচ ঘণ্টা। আর এখন? জেনে নিন চমকপ্রদ তথ্য।
১১ ঘণ্টা আগেধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
১৯ ঘণ্টা আগে