ফারিয়া সুলতানা রিজু
গর্ভাবস্থায় ত্বকে এক অন্য রকম লাবণ্য ফুটে ওঠে। যাকে সহজ ভাষায় ‘প্রেগন্যান্সি গ্লো’ বলা হয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা হয় একেবারে ভিন্ন।
স্বাভাবিক সময়ের চেয়ে র্যাশ, ব্রণ ও চুলকানির প্রবণতা বেড়ে যায়; বিশেষ করে গর্ভাবস্থার প্রথম কয়েক মাস হরমোনের তারতম্য হয় বলে ত্বকের সমস্যা বেশি থাকে। আবার ইস্ট্রোজেন হরমোনের পারদ ওপরের দিকে ওঠার কারণে ত্বকে মেলানিন বেশি উৎপন্ন হয়। ফলে শরীরের বিভিন্ন অংশে হাইপারপিগমেন্টেশনের সমস্যা বাড়ে। প্রায় ৭০ শতাংশ নারী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যায় ভোগেন। প্রথমেই জেনে রাখা ভালো, গর্ভাবস্থায় সবই স্বাভাবিক। সন্তান প্রসবের পর নিজে থেকেই এসব সমস্যা কমে যায়। তবে চুলকানি ও দাগের সমস্যা বেশি থাকলে কিছু বাড়তি যত্ন নিতে হয়।
নারীর জীবনে গুরুত্বপূর্ণ সময় গর্ভকাল। এ সময় ত্বকে নানা ধরনের পরিবর্তন ঘটে। হারমনি স্পার স্বত্বাধিকারী ও লাইফস্টাইল এক্সপার্ট রূপবিশেষজ্ঞ রহিমা সুলতানা রীতা জানিয়েছেন, গর্ভকালে ত্বকের কোন ধরনের সমস্যা হতে পারে এবং এর সমাধান কী।
গর্ভকালে ত্বকে যেসব সমস্যা দেখা দেয়
এ সময় ত্বকের বিভিন্ন জায়গায় কালো দাগ পড়তে পারে, বিশেষ করে মুখে ও চিবুকে। এগুলোকে সাধারণভাবে মেছতা বা মেলাসমা বলে। পেট ভারী হওয়ার কারণে পেটে সাদা ফাটা দাগ পড়তে শুরু করে। কারও কারও প্রচুর ব্রণ ওঠে, কারও ত্বক কালচে দেখায়। রহিমা সুলতানা রীতা বলেন, ‘ওজন বেশি বেড়ে গেলে বা গর্ভকালীন ডায়াবেটিস হলে বগল ও ঘাড় কালো হয়ে যায়, যাকে বলে অ্যাকানথোসিস নাইগ্রিকানস। ওজন বাড়ার কারণে পায়ে ভ্যারিকোস ভেইন দেখা দিতে পারে। এতে ত্বকের নিচে নীলচে শিরা দৃশ্যমান হয়। এর সবই হয় এ সময়ে নানা ধরনের হরমোনের প্রভাবে।’
ত্বকের নিয়মিত ও নিরাপদ যত্নে
রহিমা সুলতানা রীতা বলেন, ‘গর্ভকালে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়াই নিরাপদ।’ ঘরোয়া পদ্ধতিতে একটু মধু, দুধ, বেসন—এসব ব্যবহার করে প্যাক বানিয়ে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। চুলের যত্নে টক দই, মেথি ও লেবুর রস ব্যবহার করা যায়। এ ধরনের প্যাক গর্ভবতী নারীরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন। রহিমা সুলতানা রীতা বলেন, ‘এ সময় রাসায়নিক কোনো উপকরণ ব্যবহার করা উচিত নয়।’
ত্বকের শুষ্কতা ও চুলকানির ঘরোয়া সমাধান
গর্ভকালে ত্বকের শুষ্কতা ও চুলকানি এড়াতে ময়শ্চারাইজার এবং ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার করা যায়। এ সময় অন্তঃসত্ত্বা নারীকে সঠিক পরিমাণে পানি পান করতে হবে বলে জানান রহিমা সুলতানা রীতা।
প্রসাধনী ব্যবহার ও বর্জন
গর্ভকালে প্রসাধনী যতটা এড়ানো যায়, ততই ভালো। কড়া সুগন্ধি, সুগন্ধ রয়েছে এমন ক্রিম, লোশন বা রাসায়নিক উপাদানসমৃদ্ধ মেকআপ আইটেম ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ত্বকে ব্যবহারের জন্য কোনো ধরনের ওষুধ বা কসমেটিকস ব্যবহার করা যাবে না।
পারলারে ট্রিটমেন্টের হ্যাঁ-না
এ সময় পারলার ট্রিটমেন্ট, অর্থাৎ কোনো ধরনের লেজার ট্রিটমেন্ট নেওয়া উচিত নয়। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করে ত্বক ও চুলের ট্রিটমেন্ট নেওয়াও অনুচিত।
গর্ভকালে আরাম দেবে স্পা
গর্ভকালে স্পা নেওয়া যায়; কিন্তু গর্ভবতীকে আধা বসা ও আধা শোয়ার মতো করে বসিয়ে অভিজ্ঞ থেরাপিস্টের হাতে স্পা করাতে হবে। কোনোভাবে শুয়ে স্পা করানো যাবে না। এমনকি গর্ভবতীর শরীরের অবস্থা বুঝে স্পা দিতে হবে।
গর্ভাবস্থায় ত্বকে এক অন্য রকম লাবণ্য ফুটে ওঠে। যাকে সহজ ভাষায় ‘প্রেগন্যান্সি গ্লো’ বলা হয়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা হয় একেবারে ভিন্ন।
স্বাভাবিক সময়ের চেয়ে র্যাশ, ব্রণ ও চুলকানির প্রবণতা বেড়ে যায়; বিশেষ করে গর্ভাবস্থার প্রথম কয়েক মাস হরমোনের তারতম্য হয় বলে ত্বকের সমস্যা বেশি থাকে। আবার ইস্ট্রোজেন হরমোনের পারদ ওপরের দিকে ওঠার কারণে ত্বকে মেলানিন বেশি উৎপন্ন হয়। ফলে শরীরের বিভিন্ন অংশে হাইপারপিগমেন্টেশনের সমস্যা বাড়ে। প্রায় ৭০ শতাংশ নারী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যায় ভোগেন। প্রথমেই জেনে রাখা ভালো, গর্ভাবস্থায় সবই স্বাভাবিক। সন্তান প্রসবের পর নিজে থেকেই এসব সমস্যা কমে যায়। তবে চুলকানি ও দাগের সমস্যা বেশি থাকলে কিছু বাড়তি যত্ন নিতে হয়।
নারীর জীবনে গুরুত্বপূর্ণ সময় গর্ভকাল। এ সময় ত্বকে নানা ধরনের পরিবর্তন ঘটে। হারমনি স্পার স্বত্বাধিকারী ও লাইফস্টাইল এক্সপার্ট রূপবিশেষজ্ঞ রহিমা সুলতানা রীতা জানিয়েছেন, গর্ভকালে ত্বকের কোন ধরনের সমস্যা হতে পারে এবং এর সমাধান কী।
গর্ভকালে ত্বকে যেসব সমস্যা দেখা দেয়
এ সময় ত্বকের বিভিন্ন জায়গায় কালো দাগ পড়তে পারে, বিশেষ করে মুখে ও চিবুকে। এগুলোকে সাধারণভাবে মেছতা বা মেলাসমা বলে। পেট ভারী হওয়ার কারণে পেটে সাদা ফাটা দাগ পড়তে শুরু করে। কারও কারও প্রচুর ব্রণ ওঠে, কারও ত্বক কালচে দেখায়। রহিমা সুলতানা রীতা বলেন, ‘ওজন বেশি বেড়ে গেলে বা গর্ভকালীন ডায়াবেটিস হলে বগল ও ঘাড় কালো হয়ে যায়, যাকে বলে অ্যাকানথোসিস নাইগ্রিকানস। ওজন বাড়ার কারণে পায়ে ভ্যারিকোস ভেইন দেখা দিতে পারে। এতে ত্বকের নিচে নীলচে শিরা দৃশ্যমান হয়। এর সবই হয় এ সময়ে নানা ধরনের হরমোনের প্রভাবে।’
ত্বকের নিয়মিত ও নিরাপদ যত্নে
রহিমা সুলতানা রীতা বলেন, ‘গর্ভকালে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়াই নিরাপদ।’ ঘরোয়া পদ্ধতিতে একটু মধু, দুধ, বেসন—এসব ব্যবহার করে প্যাক বানিয়ে ত্বকের যত্ন নেওয়া যেতে পারে। চুলের যত্নে টক দই, মেথি ও লেবুর রস ব্যবহার করা যায়। এ ধরনের প্যাক গর্ভবতী নারীরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন। রহিমা সুলতানা রীতা বলেন, ‘এ সময় রাসায়নিক কোনো উপকরণ ব্যবহার করা উচিত নয়।’
ত্বকের শুষ্কতা ও চুলকানির ঘরোয়া সমাধান
গর্ভকালে ত্বকের শুষ্কতা ও চুলকানি এড়াতে ময়শ্চারাইজার এবং ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার করা যায়। এ সময় অন্তঃসত্ত্বা নারীকে সঠিক পরিমাণে পানি পান করতে হবে বলে জানান রহিমা সুলতানা রীতা।
প্রসাধনী ব্যবহার ও বর্জন
গর্ভকালে প্রসাধনী যতটা এড়ানো যায়, ততই ভালো। কড়া সুগন্ধি, সুগন্ধ রয়েছে এমন ক্রিম, লোশন বা রাসায়নিক উপাদানসমৃদ্ধ মেকআপ আইটেম ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ত্বকে ব্যবহারের জন্য কোনো ধরনের ওষুধ বা কসমেটিকস ব্যবহার করা যাবে না।
পারলারে ট্রিটমেন্টের হ্যাঁ-না
এ সময় পারলার ট্রিটমেন্ট, অর্থাৎ কোনো ধরনের লেজার ট্রিটমেন্ট নেওয়া উচিত নয়। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করে ত্বক ও চুলের ট্রিটমেন্ট নেওয়াও অনুচিত।
গর্ভকালে আরাম দেবে স্পা
গর্ভকালে স্পা নেওয়া যায়; কিন্তু গর্ভবতীকে আধা বসা ও আধা শোয়ার মতো করে বসিয়ে অভিজ্ঞ থেরাপিস্টের হাতে স্পা করাতে হবে। কোনোভাবে শুয়ে স্পা করানো যাবে না। এমনকি গর্ভবতীর শরীরের অবস্থা বুঝে স্পা দিতে হবে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে