আনিকা জীনাত, ঢাকা
মেয়েরা শাড়ি পরলে ব্লাউজ আর শাড়ির রঙে বৈশাদৃশ্য দেখা যায়। যেমন লাল পাড় সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ দেখা যায়। সালোয়ার-কামিজের ক্ষেত্রেও কামিজ সাদা হলে ওড়না বেশ রঙিন হয়। তবে তাই বলে ভাববেন না যে পোশাকের প্রতিটি অংশে বৈশাদৃশ্য আনা শুধু মেয়েদের কাজ।
ছেলেরাও মাথা খাটিয়ে বের করে কোন রঙের শার্টের সঙ্গে কোন রঙের প্যান্ট ভালো মানাবে। এই ব্যাপারটাকে ইংরেজিতে বলে ‘কালার কম্বিনেশন’। তবে অনেকেই আছেন, যাঁরা পছন্দের রংকে প্রাধান্য দিয়ে একই রঙ্গের শার্ট-প্যান্ট পরেন। যেমন নেভি ব্লু জিন্সের সঙ্গে অনেকে নীল শার্ট বা টি-শার্ট পরেন। দেখতে মন্দ লাগে না। তবে আরও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে চাইলে রঙের সঙ্গে রং মেলানো শিখতে পারেন। রংচটা নীল জিন্সের সঙ্গে যেকোনো রঙের একটি টি-শার্ট পরার দিন শেষ। আগের যেকোনো সময়ের চেয়ে ছেলেরা এখন পোশাক নিয়ে বেশি সচেতন।
কোন রঙের সঙ্গে কোন রং ভালো লাগবে, তা প্রয়োগ করাও একধরনের আর্ট। কন্ট্রাস্ট মানে যেকোনো দুটি রং বেছে নেওয়ার চেয়ে একটু বেশি কিছু। ফরমাল লুকের ক্ষেত্রে শার্টের রং গাঢ় হলে প্যান্ট হতে হবে হালকা রঙের। এ ক্ষেত্রে কালো এমন একটি রং যার সঙ্গে প্রায় সবকিছুই পরা যায়। তবে হালকা রং বেশি ভালো লাগে। কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট যতটা মানায় তার চেয়ে ঢের বেশি ভালো লাগবে সাদা, হালকা গোলাপি, বেবিব্লু। আবার সাদা প্যান্টের সঙ্গে মানায় কালো, নেভি ব্লু বা হালকা নীল রঙের শার্ট। ছাই রঙের সঙ্গেও এই রংগুলো বেশ মানায়। ফ্যাকাশে রঙের ভক্তরা জলপাই রঙের শার্ট বা টি-শার্টের সঙ্গে পরতে পারেন ধূসর রঙের প্যান্ট।
এক জরিপে দেখা গেছে, ছেলে ও মেয়েদের পছন্দের রং হলো নীল। মেয়েদের কাছে সবচেয়ে অপছন্দের রং কমলা। ছেলেরা বেশি অপছন্দ করে মেরুন। তবে একবার মেরুন শার্টের সঙ্গে ধূসর রঙের প্যান্ট পরে দেখুন তো কেমন লাগে।
গোলাপি মেয়েদের রং—এমন ধারণা থেকে থাকলে ছাইরঙা প্যান্টের সঙ্গে গোলাপি শার্ট পরে দেখুন। খুবই হালকা বেবি পিংকে আপনাকে দেখতে কেমন লাগতে পারে, সে ধারণা নিতে ইনস্টাগ্রামে স্ট্রিট স্টাইল ফটো লিখে সার্চ দিতে পারেন।
ছেলেদের পোশাকে রং-বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, ‘কন্ট্রাস্ট পোশাকে আপনাকে মানিয়েছে কি না সেটা বিবেচ্য। কন্ট্রাস্ট পোশাকের ক্ষেত্রে বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূল বিষয় হলো স্বাচ্ছন্দ্য আর পরিবেশ উপযোগী করে নিজেকে উপস্থাপন। পোশাকটি যেন সঠিক মাপমতো এবং আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখা। কন্ট্রাস্ট পোশাক পরার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নেই নির্দিষ্ট কালার কোড—যেটা আপনাকে মানতেই হবে। পুরুষের ক্যাজুয়াল রেডি টু ওয়্যারেই শুধু কন্ট্রাস্ট পোশাক হিসেবে বেশি মানানসই। ইদানীং ন্যারো শেপে কালার কন্ট্রাস্ট বটমে বেশ চলছে।’
রুচি, পরিবেশ এবং আপনার গায়ের রঙের ধরন বুঝে পোশাক নির্বাচন প্রয়োজন। প্যাটার্ন স্লিমফিট বা রেগুলার ফিট হতে পারে, তবে অবশ্যই গাঢ় বা হালকা রং নির্বাচনে নিজের পছন্দকেই প্রাধান্য দিন। প্রতিটি ঋতুর নিজস্ব রং আছে। সে রংগুলো প্রকৃতিতে ফুটে ওঠে। ঋতুগত সে রংগুলো পোশাকে ব্যবহার করুন। যেমন, গরমে অবশ্যই হালকা কন্ট্রাস্টের পোশাক যতটা মানানসই শীতে তার বিপরীত। শীতে পরতে পারবেন গাঢ় কন্ট্রাস্টের পোশাক।
আপনার গায়ের রং, চুলের রং বা চোখের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে কন্ট্রাস্ট কালার কোড বেছে নিতে পারেন। যেমন, গ্রের নানা শেডের সঙ্গে বেছে নিতে পারেন লাল কন্ট্রাস্ট। স্ট্রাইপ ক্লোথিংয়ে নীল, খাকি রঙের শেড বেশ ট্রেন্ডি। গাঢ় লালের সঙ্গে লালের হালকা শেড বা খাকি রঙের শেড মানানসই। গাঢ় রং দিয়েও মেলাতে পারেন কন্ট্রাস্ট স্ট্রিট ওয়্যার কম্বিনেশন। তবে তিন ধরনের কন্ট্রাস্ট থেকেই মেলাতে হবে ফ্যাশন স্টেটমেন্ট।
রং শুধু পোশাককেই রঙিন করে না। এটি আপনার ব্যক্তিত্বকেও প্রকাশ করে। তাই সঠিক রং বেছে নেওয়া জরুরি। আর বিপরীত রঙের পোশাকের ক্ষেত্রে সঠিক রং বেছে নেওয়া আরও জরুরি বিষয়।
মেয়েরা শাড়ি পরলে ব্লাউজ আর শাড়ির রঙে বৈশাদৃশ্য দেখা যায়। যেমন লাল পাড় সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ দেখা যায়। সালোয়ার-কামিজের ক্ষেত্রেও কামিজ সাদা হলে ওড়না বেশ রঙিন হয়। তবে তাই বলে ভাববেন না যে পোশাকের প্রতিটি অংশে বৈশাদৃশ্য আনা শুধু মেয়েদের কাজ।
ছেলেরাও মাথা খাটিয়ে বের করে কোন রঙের শার্টের সঙ্গে কোন রঙের প্যান্ট ভালো মানাবে। এই ব্যাপারটাকে ইংরেজিতে বলে ‘কালার কম্বিনেশন’। তবে অনেকেই আছেন, যাঁরা পছন্দের রংকে প্রাধান্য দিয়ে একই রঙ্গের শার্ট-প্যান্ট পরেন। যেমন নেভি ব্লু জিন্সের সঙ্গে অনেকে নীল শার্ট বা টি-শার্ট পরেন। দেখতে মন্দ লাগে না। তবে আরও আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে চাইলে রঙের সঙ্গে রং মেলানো শিখতে পারেন। রংচটা নীল জিন্সের সঙ্গে যেকোনো রঙের একটি টি-শার্ট পরার দিন শেষ। আগের যেকোনো সময়ের চেয়ে ছেলেরা এখন পোশাক নিয়ে বেশি সচেতন।
কোন রঙের সঙ্গে কোন রং ভালো লাগবে, তা প্রয়োগ করাও একধরনের আর্ট। কন্ট্রাস্ট মানে যেকোনো দুটি রং বেছে নেওয়ার চেয়ে একটু বেশি কিছু। ফরমাল লুকের ক্ষেত্রে শার্টের রং গাঢ় হলে প্যান্ট হতে হবে হালকা রঙের। এ ক্ষেত্রে কালো এমন একটি রং যার সঙ্গে প্রায় সবকিছুই পরা যায়। তবে হালকা রং বেশি ভালো লাগে। কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট যতটা মানায় তার চেয়ে ঢের বেশি ভালো লাগবে সাদা, হালকা গোলাপি, বেবিব্লু। আবার সাদা প্যান্টের সঙ্গে মানায় কালো, নেভি ব্লু বা হালকা নীল রঙের শার্ট। ছাই রঙের সঙ্গেও এই রংগুলো বেশ মানায়। ফ্যাকাশে রঙের ভক্তরা জলপাই রঙের শার্ট বা টি-শার্টের সঙ্গে পরতে পারেন ধূসর রঙের প্যান্ট।
এক জরিপে দেখা গেছে, ছেলে ও মেয়েদের পছন্দের রং হলো নীল। মেয়েদের কাছে সবচেয়ে অপছন্দের রং কমলা। ছেলেরা বেশি অপছন্দ করে মেরুন। তবে একবার মেরুন শার্টের সঙ্গে ধূসর রঙের প্যান্ট পরে দেখুন তো কেমন লাগে।
গোলাপি মেয়েদের রং—এমন ধারণা থেকে থাকলে ছাইরঙা প্যান্টের সঙ্গে গোলাপি শার্ট পরে দেখুন। খুবই হালকা বেবি পিংকে আপনাকে দেখতে কেমন লাগতে পারে, সে ধারণা নিতে ইনস্টাগ্রামে স্ট্রিট স্টাইল ফটো লিখে সার্চ দিতে পারেন।
ছেলেদের পোশাকে রং-বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, ‘কন্ট্রাস্ট পোশাকে আপনাকে মানিয়েছে কি না সেটা বিবেচ্য। কন্ট্রাস্ট পোশাকের ক্ষেত্রে বয়স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূল বিষয় হলো স্বাচ্ছন্দ্য আর পরিবেশ উপযোগী করে নিজেকে উপস্থাপন। পোশাকটি যেন সঠিক মাপমতো এবং আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখা। কন্ট্রাস্ট পোশাক পরার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নেই নির্দিষ্ট কালার কোড—যেটা আপনাকে মানতেই হবে। পুরুষের ক্যাজুয়াল রেডি টু ওয়্যারেই শুধু কন্ট্রাস্ট পোশাক হিসেবে বেশি মানানসই। ইদানীং ন্যারো শেপে কালার কন্ট্রাস্ট বটমে বেশ চলছে।’
রুচি, পরিবেশ এবং আপনার গায়ের রঙের ধরন বুঝে পোশাক নির্বাচন প্রয়োজন। প্যাটার্ন স্লিমফিট বা রেগুলার ফিট হতে পারে, তবে অবশ্যই গাঢ় বা হালকা রং নির্বাচনে নিজের পছন্দকেই প্রাধান্য দিন। প্রতিটি ঋতুর নিজস্ব রং আছে। সে রংগুলো প্রকৃতিতে ফুটে ওঠে। ঋতুগত সে রংগুলো পোশাকে ব্যবহার করুন। যেমন, গরমে অবশ্যই হালকা কন্ট্রাস্টের পোশাক যতটা মানানসই শীতে তার বিপরীত। শীতে পরতে পারবেন গাঢ় কন্ট্রাস্টের পোশাক।
আপনার গায়ের রং, চুলের রং বা চোখের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে কন্ট্রাস্ট কালার কোড বেছে নিতে পারেন। যেমন, গ্রের নানা শেডের সঙ্গে বেছে নিতে পারেন লাল কন্ট্রাস্ট। স্ট্রাইপ ক্লোথিংয়ে নীল, খাকি রঙের শেড বেশ ট্রেন্ডি। গাঢ় লালের সঙ্গে লালের হালকা শেড বা খাকি রঙের শেড মানানসই। গাঢ় রং দিয়েও মেলাতে পারেন কন্ট্রাস্ট স্ট্রিট ওয়্যার কম্বিনেশন। তবে তিন ধরনের কন্ট্রাস্ট থেকেই মেলাতে হবে ফ্যাশন স্টেটমেন্ট।
রং শুধু পোশাককেই রঙিন করে না। এটি আপনার ব্যক্তিত্বকেও প্রকাশ করে। তাই সঠিক রং বেছে নেওয়া জরুরি। আর বিপরীত রঙের পোশাকের ক্ষেত্রে সঠিক রং বেছে নেওয়া আরও জরুরি বিষয়।
নারীদের দুটি সন্তান থাকলে তা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হতে পারে। নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
১৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুর খানের পুনর্মিলন ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ আলাপ দেখে ভক্তরা অভিভূত, কেউ কেউ তো ভাবতেই শুরু করেছেন— যদি তারা আলাদা না হতেন? প্রাক্তনদের সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক বিষয়, বিশেষত যদি তারা জীবনের কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা র
১ দিন আগেসম্প্রতি বিয়ে করেছেন প্রাজক্তা। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তাঁর বিয়ের ছবি। এই তারকার বিয়ের কোনো ছবিতেই প্রিয় বন্ধু রোহিত সারাফ নেই কেন, তা নিয়ে নেটিজেনরা ভাবছেন। পাশাপাশি এই সুযোগে প্রাজক্তার ইনস্টা প্রোফাইলও স্ক্রল করছেন অনেকে।
১ দিন আগেপাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে বা সাপ ও মাকড়সার মতো প্রাণীর কাছাকাছি থাকলে ভয় পায় অনেকেই। তবে কিছু মানুষের জন্য, এই ভয়গুলোর প্রতি তাদের প্রতিক্রিয়া বা আতঙ্ক আসলে বিপদের তুলনায় অনেক বেশি হয়ে যায়। এমন ক্ষেত্রে, এই ব্যক্তিদের ফোবিয়া বা অহেতুক ভয় দেখা যেতে পারে।
২ দিন আগে